ETV Bharat / state

নতুন পঞ্চায়েত অফিসের দাবিতে আদিবাসীদের বিক্ষোভ - নতুন পঞ্চায়েত অফিসের দাবিতে আদিবাসীদের বিক্ষোভ

নতুন পঞ্চায়েত অফিস রবি ওরাঁও জমিতে করার দাবিতে আদিবাসীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ । দীর্ঘক্ষণ অবরোধে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ।

road-blockade-at-raiganj-for-new-panchayet-office
নতুন পঞ্চায়েত অফিসের দাবিতে আদিবাসীদের বিক্ষোভ
author img

By

Published : Oct 16, 2020, 9:00 PM IST

রায়গঞ্জ, 16 অক্টোবর : পঞ্চায়েত অফিস নির্মাণের জন্য স্বেচ্ছায় জমি দিতে চেয়েছিল ৷ জমির মালিকের একটাই ইচ্ছা ছিল, পঞ্চায়েত অফিস হলে বহু আদিবাসী যুবকের কর্মসংস্থান হবে ৷ কিন্তু সেই জায়গা না নিয়ে প্রশাসন দূরের এক জমি কিনেছে ৷ তারই প্রতিবাদে ধামসা মাদল নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে আদিবাসীরা ৷ আজ উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের আলতাপুরের 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা ৷

জানা গেছে, 34 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের সময় আলতাপুর গ্রাম পঞ্চায়েতের অফিস ভেঙে দেওয়া হয় ৷ সাময়িকভাবে সেখানে অফিসের কাজকর্ম হলেও পরবর্তীকালে সেই অফিস অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন ৷ পুরানো অফিসের কাছাকাছি রবি ওরাঁও নামে এক স্থানীয় বাসিন্দা স্বেচ্ছায় জমি দিতে চেয়েছিল ৷ তার জন্য পঞ্চায়েত প্রধান, স্থানীয় BDO এবং জেলাশাসককে লিখিত আবেদন জানান ৷

বর্তমান পঞ্চায়েত অফিস থেকে 2 কিলোমিটার দূরে পঞ্চায়েতের নিজস্ব ভবন তৈরির জন্য জমি কেনা হয় । এই সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয় আদিবাসীরা ক্ষিপ্ত হয়ে যায় ৷ আদিবাসী সমাজের নেতা স্যামুয়েল মার্ডির নেতৃত্বে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ৷ 34 নম্বর জাতীয় সড়ক দীর্ঘক্ষণ অবরোধ করার জন্য ব্যাপক যানজটের সৃষ্টি হয় ৷ ঘটনাস্থানে BDO আসে ৷ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা ৷

এবিষয়ে স্যামুয়েল মার্ডি বলেন, "জাতীয় সড়কের খুব কাছে ও উচ্চবিদ্যালয়ের পাশে রবি ওরাঁও 30 শতক জমি স্বেচ্ছায় দান করতে চেয়েছেন । এখানে পঞ্চায়েত অফিস হলে বহু আদিবাসী যুবকের কর্মসংস্থান হবে । বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতের কাছে পঞ্চায়েত অফিস হলে খুবই উপকৃত হবে । কিন্তু, তা না করে জাতীয় সড়ক থেকে 2 কিলোমিটার দূরে পঞ্চায়েত অফিসের জন্য জায়গা কিনেছে প্রশাসন । এই সিদ্ধান্তের প্রতিবাদেই রাস্তায় নেমে প্রতিবাদ করছি । জেলা প্রশাসনের আশ্বাস না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাব ।"

রায়গঞ্জ, 16 অক্টোবর : পঞ্চায়েত অফিস নির্মাণের জন্য স্বেচ্ছায় জমি দিতে চেয়েছিল ৷ জমির মালিকের একটাই ইচ্ছা ছিল, পঞ্চায়েত অফিস হলে বহু আদিবাসী যুবকের কর্মসংস্থান হবে ৷ কিন্তু সেই জায়গা না নিয়ে প্রশাসন দূরের এক জমি কিনেছে ৷ তারই প্রতিবাদে ধামসা মাদল নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে আদিবাসীরা ৷ আজ উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের আলতাপুরের 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা ৷

জানা গেছে, 34 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের সময় আলতাপুর গ্রাম পঞ্চায়েতের অফিস ভেঙে দেওয়া হয় ৷ সাময়িকভাবে সেখানে অফিসের কাজকর্ম হলেও পরবর্তীকালে সেই অফিস অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন ৷ পুরানো অফিসের কাছাকাছি রবি ওরাঁও নামে এক স্থানীয় বাসিন্দা স্বেচ্ছায় জমি দিতে চেয়েছিল ৷ তার জন্য পঞ্চায়েত প্রধান, স্থানীয় BDO এবং জেলাশাসককে লিখিত আবেদন জানান ৷

বর্তমান পঞ্চায়েত অফিস থেকে 2 কিলোমিটার দূরে পঞ্চায়েতের নিজস্ব ভবন তৈরির জন্য জমি কেনা হয় । এই সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয় আদিবাসীরা ক্ষিপ্ত হয়ে যায় ৷ আদিবাসী সমাজের নেতা স্যামুয়েল মার্ডির নেতৃত্বে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ৷ 34 নম্বর জাতীয় সড়ক দীর্ঘক্ষণ অবরোধ করার জন্য ব্যাপক যানজটের সৃষ্টি হয় ৷ ঘটনাস্থানে BDO আসে ৷ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা ৷

এবিষয়ে স্যামুয়েল মার্ডি বলেন, "জাতীয় সড়কের খুব কাছে ও উচ্চবিদ্যালয়ের পাশে রবি ওরাঁও 30 শতক জমি স্বেচ্ছায় দান করতে চেয়েছেন । এখানে পঞ্চায়েত অফিস হলে বহু আদিবাসী যুবকের কর্মসংস্থান হবে । বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতের কাছে পঞ্চায়েত অফিস হলে খুবই উপকৃত হবে । কিন্তু, তা না করে জাতীয় সড়ক থেকে 2 কিলোমিটার দূরে পঞ্চায়েত অফিসের জন্য জায়গা কিনেছে প্রশাসন । এই সিদ্ধান্তের প্রতিবাদেই রাস্তায় নেমে প্রতিবাদ করছি । জেলা প্রশাসনের আশ্বাস না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.