ETV Bharat / state

তিনমাইল হাট স্টেশনে ট্রেন অবরোধ, বিপাকে যাত্রীরা - undefined

ট্রেন অবরোধের জেরে বিপাকে জলপাইগুড়িগামী পদাতিক এক্সপ্রেসের যাত্রীরা। ট্রেনের স্টপেজ তুলে দেওয়ার প্রতিবাদে এই অবরোধ বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

তিনমাইল হাট স্টেশনে ট্রেন অবরোধ
author img

By

Published : Apr 4, 2019, 5:47 PM IST

রায়গঞ্জ, 4 এপ্রিল : আজ চোপড়া থানার অন্তর্গত তিনমাইল এলাকায় ট্রেন অবরোধ করে স্থানীয়রা। পদাতিক এক্সপ্রেস আজ তিনমাইল হাট স্টেশনে এসে দাঁড়ানোর পর শুরু হয় বিক্ষোভ। একের পর এক ট্রেনের স্টপেজ তুলে দেওয়ার প্রতিবাদেই এই অবরোধ বলে জানিয়েছে বাসিন্দারা। আন্দোলনের জেরে আলুয়াবাড়ি স্টেশনে দাঁড়িয়ে পড়ে নর্থইস্ট এক্সপ্রেস।

অভিযোগ, ওই স্টেশনে বর্তমানে কোনও ট্রেনের স্টপেজ নেই। আগে তিনটি ট্রেনের স্টপেজ ছিল। ওই স্টেশনে দাঁড়ানোর মতো কোনও ট্রেন নেই। যা ছিল গত তিন বছরে তা তুলে নেওয়া হয়েছে। বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এবিষয়ে লিখিত প্রতিশ্রুতি না পাওয়া অবধি রেল অবরোধ চলবে বলে জানিয়েছে এলাকাবাসী।

অবরোধকারী এক স্থানীয় বাসিন্দা অভিজিৎ মণ্ডল বলেন, নিউ জলপাইগুড়ি থেকে ভায়া ঠাকুরগঞ্জ হয়ে শিলিগুড়ি পর্যন্ত এবং মালদা প্যাসেঞ্জার নিয়ে মোট তিনটি ট্রেন ছিল। কিন্তু গত তিন বছর ধরে কোনও ট্রেনই এখানে দাঁড়ায় না। লোকাল ট্রেন না থাকায় এলাকাবাসীকে চরম সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। ওই এলাকার বিভিন্ন গ্রাম থেকে বাস স্টপেজ অনেক দূর। লোকাল ট্রেনের স্টপেজ থাকা সত্ত্বেও ট্রেন না থামায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে।

তিনমাইল হাট স্টেশনে ট্রেন অবরোধ

অবরোধের দীর্ঘক্ষণ কেটে গেলেও রেলকর্তারা এখনও এলাকায় পৌঁছাননি। যাত্রীরাও চরম বিপাকে পড়েছেন। খাবার, পানীয় জল না পেয়ে ব্যাপক সমস্যায় পড়েছেন তাঁরা। প্রায় দু'ঘণ্টা পর স্টেশন ম্যানেজার লিখিত আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।

রায়গঞ্জ, 4 এপ্রিল : আজ চোপড়া থানার অন্তর্গত তিনমাইল এলাকায় ট্রেন অবরোধ করে স্থানীয়রা। পদাতিক এক্সপ্রেস আজ তিনমাইল হাট স্টেশনে এসে দাঁড়ানোর পর শুরু হয় বিক্ষোভ। একের পর এক ট্রেনের স্টপেজ তুলে দেওয়ার প্রতিবাদেই এই অবরোধ বলে জানিয়েছে বাসিন্দারা। আন্দোলনের জেরে আলুয়াবাড়ি স্টেশনে দাঁড়িয়ে পড়ে নর্থইস্ট এক্সপ্রেস।

অভিযোগ, ওই স্টেশনে বর্তমানে কোনও ট্রেনের স্টপেজ নেই। আগে তিনটি ট্রেনের স্টপেজ ছিল। ওই স্টেশনে দাঁড়ানোর মতো কোনও ট্রেন নেই। যা ছিল গত তিন বছরে তা তুলে নেওয়া হয়েছে। বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এবিষয়ে লিখিত প্রতিশ্রুতি না পাওয়া অবধি রেল অবরোধ চলবে বলে জানিয়েছে এলাকাবাসী।

অবরোধকারী এক স্থানীয় বাসিন্দা অভিজিৎ মণ্ডল বলেন, নিউ জলপাইগুড়ি থেকে ভায়া ঠাকুরগঞ্জ হয়ে শিলিগুড়ি পর্যন্ত এবং মালদা প্যাসেঞ্জার নিয়ে মোট তিনটি ট্রেন ছিল। কিন্তু গত তিন বছর ধরে কোনও ট্রেনই এখানে দাঁড়ায় না। লোকাল ট্রেন না থাকায় এলাকাবাসীকে চরম সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। ওই এলাকার বিভিন্ন গ্রাম থেকে বাস স্টপেজ অনেক দূর। লোকাল ট্রেনের স্টপেজ থাকা সত্ত্বেও ট্রেন না থামায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে।

তিনমাইল হাট স্টেশনে ট্রেন অবরোধ

অবরোধের দীর্ঘক্ষণ কেটে গেলেও রেলকর্তারা এখনও এলাকায় পৌঁছাননি। যাত্রীরাও চরম বিপাকে পড়েছেন। খাবার, পানীয় জল না পেয়ে ব্যাপক সমস্যায় পড়েছেন তাঁরা। প্রায় দু'ঘণ্টা পর স্টেশন ম্যানেজার লিখিত আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।

sample description

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.