ETV Bharat / state

50 টাকার বিনিময়ে বিস্কুটে বিষ দিয়ে একাধিক পথ কুকুর হত্যা রায়গঞ্জের যুবকের

কুকুরকে বিস্কুটের সঙ্গে বিষ মিশিয়ে মেরে ফেলার অভিযোগে স্থানীয় দুজনকে পুলিশের হাতে তুলে এলাকার বাসিন্দারা । পাড়ারই বাসিন্দা মঞ্জু নন্দীর একটি ছাগলকে কুকুর মেরে ফেলে। ছাগল মৃত্যুর বদলা নিতেই রূপমের হাতে কুকুর মেরে ফেলার জন্য 50 টাকা ও বিষ তুলে দেয় মঞ্জু। মাত্র 50 টাকা হাতে পেয়েই রূপম পাড়ার পথ কুকুরগুলোকে বিষ মাখানো বিস্কুট খাইয়ে মেরে ফেলে।

Rupam
রূপম
author img

By

Published : Apr 8, 2020, 8:50 PM IST

রায়গঞ্জ, 8 এপ্রিল :একের পর এক পথ কুকুরকে মেরে ফেলেছিল রূপম। মাত্র 50 টাকা হাতে পেয়েই বিস্কুটের সঙ্গে বিষ মিশিয়ে কুকুরদের খেতে দেয় । রায়গঞ্জের উদয়পুরের ঘটনা । বিষ খাইয়ে কুকুর মেরে ফেলার অভিযোগে স্থানীয় বাসিন্দা রূপম গাঙ্গুলি ও মঞ্জু নন্দীকে পুলিশের হাতে তুলে দেন এলাকার বাসিন্দারা । উদয়পুরের বাসিন্দারা অভিযুক্ত মঞ্জু নন্দী ও রূপম গাঙ্গুলিকে তাঁদের বাড়ি থেকে ধরে এনে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ মঞ্জু নন্দী ও রূপম গাঙ্গুলিকে গ্রেপ্তার করেছে।

রায়গঞ্জ শহর লাগোয়া কর্নজোড়া পুলিশ ফাঁড়ির উদয়পুর এলাকা । এখানে বেশ কয়েকটি কুকুরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকারই বাসিন্দা রূপম গাঙ্গুলি এই পথ কুকুরগুলিকে বিষ মাখানো খাবার খাইয়ে মেরে ফেলেছে। দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সরব হয় স্থানীয় বাসিন্দা থেকে পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থা "রায়গঞ্জ পিপলস্ ফর অ্যানিমেলস" । খবর দেওয়া হয় কর্নজোড়া পুলিশকে।

এরপর স্থানীয় বাসিন্দারাই অভিযুক্ত রূপমকে ধরে ফেলে। তাকে জিজ্ঞাসাবাদ করতেই প্রকাশ পায় কুকুর মৃত্যুর আসল কারণ। অভিযুক্ত বলে, পাড়ারই বাসিন্দা মঞ্জু নন্দীর ছাগলকে একটি কুকুর মেরে ফেলে। ছাগল মৃত্যুর বদলা নিতেই তার হাতে কুকুর মেরে ফেলার জন্য 50 টাকা ও বিষ তুলে দেওয়া হয়। মাত্র 50 টাকা হাতে পেয়েই পাড়ার পথ কুকুরগুলোকে বিষ মাখানো বিস্কুট খাইয়ে মেরে ফেলে। উদয়পুরের এই কুকুর মেরে ফেলার ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

রায়গঞ্জ, 8 এপ্রিল :একের পর এক পথ কুকুরকে মেরে ফেলেছিল রূপম। মাত্র 50 টাকা হাতে পেয়েই বিস্কুটের সঙ্গে বিষ মিশিয়ে কুকুরদের খেতে দেয় । রায়গঞ্জের উদয়পুরের ঘটনা । বিষ খাইয়ে কুকুর মেরে ফেলার অভিযোগে স্থানীয় বাসিন্দা রূপম গাঙ্গুলি ও মঞ্জু নন্দীকে পুলিশের হাতে তুলে দেন এলাকার বাসিন্দারা । উদয়পুরের বাসিন্দারা অভিযুক্ত মঞ্জু নন্দী ও রূপম গাঙ্গুলিকে তাঁদের বাড়ি থেকে ধরে এনে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ মঞ্জু নন্দী ও রূপম গাঙ্গুলিকে গ্রেপ্তার করেছে।

রায়গঞ্জ শহর লাগোয়া কর্নজোড়া পুলিশ ফাঁড়ির উদয়পুর এলাকা । এখানে বেশ কয়েকটি কুকুরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকারই বাসিন্দা রূপম গাঙ্গুলি এই পথ কুকুরগুলিকে বিষ মাখানো খাবার খাইয়ে মেরে ফেলেছে। দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সরব হয় স্থানীয় বাসিন্দা থেকে পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থা "রায়গঞ্জ পিপলস্ ফর অ্যানিমেলস" । খবর দেওয়া হয় কর্নজোড়া পুলিশকে।

এরপর স্থানীয় বাসিন্দারাই অভিযুক্ত রূপমকে ধরে ফেলে। তাকে জিজ্ঞাসাবাদ করতেই প্রকাশ পায় কুকুর মৃত্যুর আসল কারণ। অভিযুক্ত বলে, পাড়ারই বাসিন্দা মঞ্জু নন্দীর ছাগলকে একটি কুকুর মেরে ফেলে। ছাগল মৃত্যুর বদলা নিতেই তার হাতে কুকুর মেরে ফেলার জন্য 50 টাকা ও বিষ তুলে দেওয়া হয়। মাত্র 50 টাকা হাতে পেয়েই পাড়ার পথ কুকুরগুলোকে বিষ মাখানো বিস্কুট খাইয়ে মেরে ফেলে। উদয়পুরের এই কুকুর মেরে ফেলার ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.