ETV Bharat / state

আগামী 10 অগাস্ট থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শুরু স্নাতক স্তরের ভরতি প্রক্রিয়া

author img

By

Published : Jul 28, 2020, 9:49 PM IST

আগামী ১০ অগাস্ট থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ভরতি প্রক্রিয়া শুরু হচ্ছে । ছাত্রছাত্রীরা অনলাইনে ভরতির জন্য আবেদন করতে পারবেন।

Raiganj university admission process will be started from 10 august
Raiganj university admission process will be started from 10 august

রায়গঞ্জ, ২৮ জুলাই : আগামী ১০ অগাস্ট থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ভরতি প্রক্রিয়া শুরু হচ্ছে । পুরোপুরি অনলাইনে এই ভরতির কাজ হবে। স্বচ্ছতা রেখেই ছাত্রছাত্রীদের ভরতি প্রক্রিয়া সম্পন্ন করা হবে ।

গত ২৪ জুলাই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। এবারে পাশের হার গতবারের চাইতে অনেক বেশি। কোরোনা আবহের কারণে মেধাবি ছাত্রছাত্রীরা কলকাতা বা বাইরের রাজ্যের নামী বিশ্ববিদ্যালয়ে ভরতি হতে পারছে না । ফলে ভরতির চাপ পড়ার আশঙ্কা রয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে । রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা প্রায় 3 হাজার। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দুর্লভ সরকারের দাবি , উত্তর দিনাজপুর জেলা বা জেলা সংলগ্ন এলাকায় যে পরিমাণ ছাত্রছাত্রী ভরতি হওয়ার আবেদন করবেন । মেধার ভিত্তিতে তাদের প্রত্যেককে ভরতি নেওয়া হবে ।

রেজিস্টার বলেন, " শিক্ষাদপ্তরের নির্দেশ অনুসারে আগামী ১০ অগাস্ট থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ভরতি প্রক্রিয়া শুরু হচ্ছে । ছাত্রছাত্রীরা অনলাইনে ভরতির জন্য আবেদন করবে । কোনও ছাত্রছাত্রী, অভিভাবক বা তার নিকট আত্মীয়রা বিশ্ববিদ্যালয়ের চত্বরে আসবেন না । ভরতি সংক্রান্ত কোনও সমস্যা হলে ছাত্রছাত্রীরা হেল্পলাইন নম্বরে ফোন করে জেনে নিতে পারবেন । হেল্পলাইন নম্বর ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ই-মেলে সমস্যার কথা জানাতে পারবেন । "

রায়গঞ্জ, ২৮ জুলাই : আগামী ১০ অগাস্ট থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ভরতি প্রক্রিয়া শুরু হচ্ছে । পুরোপুরি অনলাইনে এই ভরতির কাজ হবে। স্বচ্ছতা রেখেই ছাত্রছাত্রীদের ভরতি প্রক্রিয়া সম্পন্ন করা হবে ।

গত ২৪ জুলাই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। এবারে পাশের হার গতবারের চাইতে অনেক বেশি। কোরোনা আবহের কারণে মেধাবি ছাত্রছাত্রীরা কলকাতা বা বাইরের রাজ্যের নামী বিশ্ববিদ্যালয়ে ভরতি হতে পারছে না । ফলে ভরতির চাপ পড়ার আশঙ্কা রয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে । রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা প্রায় 3 হাজার। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দুর্লভ সরকারের দাবি , উত্তর দিনাজপুর জেলা বা জেলা সংলগ্ন এলাকায় যে পরিমাণ ছাত্রছাত্রী ভরতি হওয়ার আবেদন করবেন । মেধার ভিত্তিতে তাদের প্রত্যেককে ভরতি নেওয়া হবে ।

রেজিস্টার বলেন, " শিক্ষাদপ্তরের নির্দেশ অনুসারে আগামী ১০ অগাস্ট থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ভরতি প্রক্রিয়া শুরু হচ্ছে । ছাত্রছাত্রীরা অনলাইনে ভরতির জন্য আবেদন করবে । কোনও ছাত্রছাত্রী, অভিভাবক বা তার নিকট আত্মীয়রা বিশ্ববিদ্যালয়ের চত্বরে আসবেন না । ভরতি সংক্রান্ত কোনও সমস্যা হলে ছাত্রছাত্রীরা হেল্পলাইন নম্বরে ফোন করে জেনে নিতে পারবেন । হেল্পলাইন নম্বর ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ই-মেলে সমস্যার কথা জানাতে পারবেন । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.