ETV Bharat / state

ক্যান্সার আক্রান্ত সঙ্গীতশিল্পীর পরিবারের পাশে রায়গঞ্জ পুলিশ - রায়গঞ্জের সঙ্গীত শিল্পীর পরিবারকে আর্থিক সাহায্য পুলিশের

এই বিপদের দিনে রায়গঞ্জ থানার পুলিশকে পাশে পেয়ে কিছুটা হলেও উপকৃত ৷ জানালেন ক্যান্সার আক্রান্ত সঙ্গীতশিল্পী সুবীর সাহার স্ত্রী প্রিয়া সাহা ।

রায়গঞ্জ থানা
রায়গঞ্জের সঙ্গীত শিল্পীর পরিবারকে আর্থিক সাহায্য পুলিশের
author img

By

Published : May 30, 2021, 7:24 PM IST

রায়গঞ্জ, 30 মে : করোনা কালে মানুষের পাশে সবসময় কাজ করে চলছে পুলিশ । এবার রায়গঞ্জে ক্যান্সার আক্রান্ত এক সঙ্গীত শিল্পীর পরিবারকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে অনন্য নজির গড়ল রায়গঞ্জ থানার পুলিশকর্মীরা । রবিবার রায়গঞ্জ শহরের উকিলপাড়ায় ক্যান্সার আক্রান্ত সঙ্গীতশিল্পী সুবীর সাহার স্ত্রী প্রিয়া সাহার হাতে কিছু নগদ অর্থ তুলে দেন রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা ও অন্যান্য পুলিশকর্মীরা ৷ তাঁদের দুই শিশুর জন্য বেবিফুডও দেওয়া হয় ৷

রায়গঞ্জ থানার এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর অনিরুদ্ধ সাহা । কিছুটা হলেও এই বিপদের দিনে রায়গঞ্জ থানার পুলিশকে পাশে পেয়ে উপকৃত বলে জানালেন ক্যান্সার আক্রান্ত সঙ্গীতশিল্পী সুবীর সাহার স্ত্রী প্রিয়া সাহা ।

রায়গঞ্জের সঙ্গীত শিল্পীর পরিবারকে আর্থিক সাহায্য পুলিশের

রায়গঞ্জে চিকিৎসা না হওয়ায় সুবীর সাহাকে নিয়ে যাওয়া হয় হায়দ্রাবাদে । সেখানে তাঁর লিভার ক্যান্সার ধরা পড়ে । কিন্তু চিকিৎসা করানোর মতো আর্থিক সঙ্গতি নেই তাঁর পরিবারের । দুই যমজ শিশুকে নিয়ে তাঁর স্ত্রী প্রিয়া সাহা অকুল পাথারে পড়েছেন । এই পরিস্থিতিতে শিল্পীর পরিবারকে চিকিৎসার সহায়তার জন্য এগিয়ে এল রায়গঞ্জ থানার পুলিশ ।

রায়গঞ্জ, 30 মে : করোনা কালে মানুষের পাশে সবসময় কাজ করে চলছে পুলিশ । এবার রায়গঞ্জে ক্যান্সার আক্রান্ত এক সঙ্গীত শিল্পীর পরিবারকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে অনন্য নজির গড়ল রায়গঞ্জ থানার পুলিশকর্মীরা । রবিবার রায়গঞ্জ শহরের উকিলপাড়ায় ক্যান্সার আক্রান্ত সঙ্গীতশিল্পী সুবীর সাহার স্ত্রী প্রিয়া সাহার হাতে কিছু নগদ অর্থ তুলে দেন রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা ও অন্যান্য পুলিশকর্মীরা ৷ তাঁদের দুই শিশুর জন্য বেবিফুডও দেওয়া হয় ৷

রায়গঞ্জ থানার এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর অনিরুদ্ধ সাহা । কিছুটা হলেও এই বিপদের দিনে রায়গঞ্জ থানার পুলিশকে পাশে পেয়ে উপকৃত বলে জানালেন ক্যান্সার আক্রান্ত সঙ্গীতশিল্পী সুবীর সাহার স্ত্রী প্রিয়া সাহা ।

রায়গঞ্জের সঙ্গীত শিল্পীর পরিবারকে আর্থিক সাহায্য পুলিশের

রায়গঞ্জে চিকিৎসা না হওয়ায় সুবীর সাহাকে নিয়ে যাওয়া হয় হায়দ্রাবাদে । সেখানে তাঁর লিভার ক্যান্সার ধরা পড়ে । কিন্তু চিকিৎসা করানোর মতো আর্থিক সঙ্গতি নেই তাঁর পরিবারের । দুই যমজ শিশুকে নিয়ে তাঁর স্ত্রী প্রিয়া সাহা অকুল পাথারে পড়েছেন । এই পরিস্থিতিতে শিল্পীর পরিবারকে চিকিৎসার সহায়তার জন্য এগিয়ে এল রায়গঞ্জ থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.