ETV Bharat / state

শহর কোরোনামুক্ত রাখতে তৎপর রায়গঞ্জ পৌরসভা - উত্তর দিনাজপুর

রায়গঞ্জকে কোরোনা মুক্ত করতে উদ্যোগী হব রায়গঞ্জ পৌরসভা । নিয়ম করে প্রতিদিন শহরে জঞ্জাল সাফাই, নর্দমা সাফাই থেকে শুরু করে সমস্ত রাস্তায় দোকানপাট স্যানিটাইজা়র দিয়ে জীবাণুমুক্ত করার কাজ চলছে ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 17, 2020, 11:03 AM IST

রায়গঞ্জ, 17 এপ্রিল : শহরকে কোরোনা মুক্ত করতে উদ্যোগী রায়গঞ্জ পৌরসভা । নিয়ম করে প্রতিদিন শহরে জঞ্জাল সাফাই, নর্দমা সাফাই থেকে শুরু করে সমস্ত রাস্তা ও দোকানপাট স্যানিটাইজা়র দিয়ে জীবাণুমুক্ত করার কাজ চলছে ।

এছাড়াও শহরে মশার উপদ্রব যাতে দেখা না দেয় তার জন্য রায়গঞ্জ শহরের সমস্ত অলিগলিতে মশা মারার কামান দাগানো হচ্ছে । আজ রায়গঞ্জ শহরের মূল কেন্দ্রে অবস্থিত রায়গঞ্জ থানা স্যানিটাইজ় করা হয়।

উত্তর দিনাজপুর জেলা শাসকের বাংলো ও জেলা পুলিশের বাংলো রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কর্নজোড়ায় হওয়া সত্ত্বেও রায়গঞ্জ পৌরসভার কর্মীরা সেখানে গিয়ে জীবাণুমুক্ত করার কাজ করেন।

রায়গঞ্জ, 17 এপ্রিল : শহরকে কোরোনা মুক্ত করতে উদ্যোগী রায়গঞ্জ পৌরসভা । নিয়ম করে প্রতিদিন শহরে জঞ্জাল সাফাই, নর্দমা সাফাই থেকে শুরু করে সমস্ত রাস্তা ও দোকানপাট স্যানিটাইজা়র দিয়ে জীবাণুমুক্ত করার কাজ চলছে ।

এছাড়াও শহরে মশার উপদ্রব যাতে দেখা না দেয় তার জন্য রায়গঞ্জ শহরের সমস্ত অলিগলিতে মশা মারার কামান দাগানো হচ্ছে । আজ রায়গঞ্জ শহরের মূল কেন্দ্রে অবস্থিত রায়গঞ্জ থানা স্যানিটাইজ় করা হয়।

উত্তর দিনাজপুর জেলা শাসকের বাংলো ও জেলা পুলিশের বাংলো রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কর্নজোড়ায় হওয়া সত্ত্বেও রায়গঞ্জ পৌরসভার কর্মীরা সেখানে গিয়ে জীবাণুমুক্ত করার কাজ করেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.