ETV Bharat / state

রায়গঞ্জ পৌরসভার কাউন্সিলর চালু করলেন বিনামূল্যের সবজি বাজার

রায়গঞ্জ পৌরসভার কাউন্সিলর অর্ণব মণ্ডল নিজের উদ্যোগে চালু করলেন বিনামূল্যের সবজি বাজার। এখানে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যাবে। ইন্দিরা কলোনি এলাকায় একটি জায়গায় মধ্যে লাইন করে সাজানো রয়েছে টেবিল। আর সেই টেবিলের উপর রাখা হয়েছে আলু, পেঁয়াজ, স্কোয়াশ, ডাঁটার শাক, সহ 9 রকম সবজি ও ডিম রাখা হয়েছে। এলাকার সাধারণ মানুষ লাইন দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এক টেবিল থেকে অন্য টেবিলে গিয়ে প্রয়োজনীয় জিনিস ব্যাগে ভরে নিচ্ছেন।

raiganj
বিনামূল্যের সবজি
author img

By

Published : May 11, 2020, 5:30 PM IST

রায়গঞ্জ,11 মে : লকডাউনে কারণে অনেকেই কাজ হারিয়েছেন। ফলে চরম সমস্যায় দিন কাঁটাচ্ছেন দুস্থ গরিব কর্মহীন মানুষ ও তাদের পরিবার। তাই পাশে দাঁড়ালেন রায়গঞ্জ পৌরসভার কাউন্সিলর অর্ণব মণ্ডল। অর্ণববাবু নিজের উদ্যোগে চালু করলেন বিনামূল্যের সবজি বাজার। এখানে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যাবে।

রায়গঞ্জ পুরসভার 20 নম্বর ওয়ার্ডের বেশ কয়েকজন বাসিন্দা লকডাউনের কারণে কর্মহীন হয়ে পরেছেন। একদিকে কাজ নেই অন্যদিকে খাওয়াদাওয়া সমস্যা। এই ওয়ার্ডের অধিকাংশ মানুষ খুবই দুস্থ ও গরিব। কেউ দিন মজুরের কাজ করেন। কেউ আবার ভ্যান চালান। আবার কেউ বাড়িতে পরিচারিকার কাজ করে সংসার চালান। লকডাউনের জেরে তাঁদের রোজগার বন্ধ। ঘরবন্দী হয়ে পড়েছেন তাঁরা। এই পরিস্থিতিতে ইন্দিরা কলোনির কয়েকশো পরিবার খাদ্যসংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। তাঁদের সাহায্যের জন্য এবার এগিয়ে আসলেন তাঁদের কাউন্সিলরা।

ইন্দিরা কলোনি এলাকায় একটি জায়গায় মধ্যে লাইন করে সাজানো রয়েছে টেবিল। আর সেই টেবিলের উপর রাখা হয়েছে আলু, পেঁয়াজ, স্কোয়াশ , ডাঁটার শাক, সহ 9 রকম সবজি ও ডিম রাখা হয়েছে। এলাকার সাধারণ মানুষ লাইন দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এক টেবিল থেকে অন্য টেবিলে গিয়ে প্রয়োজনীয় জিনিস ব্যাগে ভরে নিচ্ছেন। অর্ণব বাবু জানিয়েছেন, এই এলাকায় দারিদ্র্যসীমার নিচে অনেকেই রয়েছেন। লকডাউনের ফলে তাঁরা কাজ হারিয়েছেন। সেই সব অসহায় মানুষের কথা ভেবে আমরা এই উদ্যোগ নিয়েছি। এই ওয়ার্ডের প্রায় 800 পরিবারকে দেওয়া হল। আগে এঁদেরকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছিল। এখন তাঁদের জন্য এলাকায় বিনামূল্যে সবজি বাজার খুলে দেওয়া হল বলে জানান অর্ণব বাবু। অন্যদিকে এলাকাবাসী প্রদীপ দাস জানিয়েছেন, "এই লকডাউনের কারণে ঘরবন্দী। কাজকর্ম সব বন্ধ হয়ে গিয়েছে। আগেরবার অর্ণব বাবু আমাদের জন্য খাদ্যসামগ্রী তুলে দিয়েছিলেন। তা দিয়ে কিছুদিন চালিয়েছি সংসার।এবার এলাকার মানুষদের জন্য বিনা পয়সার বাজার দেওয়ায় আমরা খুব খুশি । "

রায়গঞ্জ,11 মে : লকডাউনে কারণে অনেকেই কাজ হারিয়েছেন। ফলে চরম সমস্যায় দিন কাঁটাচ্ছেন দুস্থ গরিব কর্মহীন মানুষ ও তাদের পরিবার। তাই পাশে দাঁড়ালেন রায়গঞ্জ পৌরসভার কাউন্সিলর অর্ণব মণ্ডল। অর্ণববাবু নিজের উদ্যোগে চালু করলেন বিনামূল্যের সবজি বাজার। এখানে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যাবে।

রায়গঞ্জ পুরসভার 20 নম্বর ওয়ার্ডের বেশ কয়েকজন বাসিন্দা লকডাউনের কারণে কর্মহীন হয়ে পরেছেন। একদিকে কাজ নেই অন্যদিকে খাওয়াদাওয়া সমস্যা। এই ওয়ার্ডের অধিকাংশ মানুষ খুবই দুস্থ ও গরিব। কেউ দিন মজুরের কাজ করেন। কেউ আবার ভ্যান চালান। আবার কেউ বাড়িতে পরিচারিকার কাজ করে সংসার চালান। লকডাউনের জেরে তাঁদের রোজগার বন্ধ। ঘরবন্দী হয়ে পড়েছেন তাঁরা। এই পরিস্থিতিতে ইন্দিরা কলোনির কয়েকশো পরিবার খাদ্যসংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। তাঁদের সাহায্যের জন্য এবার এগিয়ে আসলেন তাঁদের কাউন্সিলরা।

ইন্দিরা কলোনি এলাকায় একটি জায়গায় মধ্যে লাইন করে সাজানো রয়েছে টেবিল। আর সেই টেবিলের উপর রাখা হয়েছে আলু, পেঁয়াজ, স্কোয়াশ , ডাঁটার শাক, সহ 9 রকম সবজি ও ডিম রাখা হয়েছে। এলাকার সাধারণ মানুষ লাইন দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এক টেবিল থেকে অন্য টেবিলে গিয়ে প্রয়োজনীয় জিনিস ব্যাগে ভরে নিচ্ছেন। অর্ণব বাবু জানিয়েছেন, এই এলাকায় দারিদ্র্যসীমার নিচে অনেকেই রয়েছেন। লকডাউনের ফলে তাঁরা কাজ হারিয়েছেন। সেই সব অসহায় মানুষের কথা ভেবে আমরা এই উদ্যোগ নিয়েছি। এই ওয়ার্ডের প্রায় 800 পরিবারকে দেওয়া হল। আগে এঁদেরকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছিল। এখন তাঁদের জন্য এলাকায় বিনামূল্যে সবজি বাজার খুলে দেওয়া হল বলে জানান অর্ণব বাবু। অন্যদিকে এলাকাবাসী প্রদীপ দাস জানিয়েছেন, "এই লকডাউনের কারণে ঘরবন্দী। কাজকর্ম সব বন্ধ হয়ে গিয়েছে। আগেরবার অর্ণব বাবু আমাদের জন্য খাদ্যসামগ্রী তুলে দিয়েছিলেন। তা দিয়ে কিছুদিন চালিয়েছি সংসার।এবার এলাকার মানুষদের জন্য বিনা পয়সার বাজার দেওয়ায় আমরা খুব খুশি । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.