ETV Bharat / state

যশ মোকাবিলায় নিজস্ব কন্ট্রোল রুম চালু বিধায়কের - কৃষ্ণ কল্যাণী

যশ মোকাবিলায় উদ্যোগী রায়গঞ্জের বিশিষ্ট শিল্পপতি তথা বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী ৷ ব্যক্তিগত উদ্যোগে যশ মোকাবিলায় নিজস্ব একটি টিম তৈরি করেছেন তিনি ৷ পাশাপাশি কন্ট্রোল রুমের মাধ্যমে হেল্প লাইন নম্বর চালু করেছেন ৷ নম্বর দু’টি হল 8100102380 এবং 8100102976 ৷

wb_ndin_01_yash_help_line_mla_raiganj_wb10021
যশ মোকাবিলায় নিজস্ব কন্ট্রোল রুম চালু বিধায়কের
author img

By

Published : May 26, 2021, 7:23 PM IST

রায়গঞ্জ, 26 মে : ঘূর্ণিঝড় যশ মোকাবিলায় ব্যক্তিগতভাবে কন্ট্রোল রুম খুলে মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিলেন রায়গঞ্জের বিশিষ্ট শিল্পপতি তথা বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী ৷ জনসাধারণের জন্য দু’টি হেল্পলাইন নম্বরও চালু করলেন তিনি ৷ এর পাশাপাশি রায়গঞ্জের নদী তীরবর্তী এলাকায় গিয়ে বাসিন্দাদের সতর্ক করার কাজও করছেন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যের সমস্ত বিধায়কদের যশ মোকাবিলায় রাস্তায় নেমে মানুষের পাশে থাকার আবেদন করেছেন ৷ রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী একেবারে ব্যক্তিগত উদ্যোগে যশ মোকাবিলায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিজস্ব একটি টিম তৈরি করেছেন ৷ পাশাপাশি কন্ট্রোল রুমের মাধ্যমে হেল্প লাইন নম্বর চালু করেছেন ৷ নম্বর দু’টি হল 8100102380 এবং 8100102976 ৷

দুর্গত মানুষ এই নম্বরে ফোন করলেই কৃষ্ণ কল্যাণীর টিমের সদস্যরা পৌঁছে যাবেন সেই দুর্গত এলাকায় ৷ এমনটাই জানিয়েছেন রায়গঞ্জের বিধায়ক ৷ কল্যাণী জানান, যশ মোকাবিলায় তিনি সর্বদা রায়গঞ্জের মানুষের পাশে থাকবেন ৷ দুর্গত এলাকায় গিয়ে শুকনো খাবার ও পলিথিন বিলি করা হবে ৷

আরও পড়ুন : কোনটা সমুদ্র, কোনটা গার্ডওয়াল, কোনটা রাস্তা... যশের গর্জনে রুদ্ররূপ বঙ্গোপসাগরে

কৃষ্ণ কল্যাণী নিজে বেশ কয়েকটি গ্রামে গিয়ে সাধারণ মানুষকে যশ সম্পর্কে সতর্ক করে দিয়ে এসেছেন ৷ যশ মোকাবিলায় উত্তর দিনাজপুর জেলায় হাই অ্য়ালার্ট জারি করা হয়েছে ৷ আর তাই মানুষের পাশে দাঁড়াতে ব্যক্তিগতভাবে তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান বিজেপি বিধায়ক ৷

রায়গঞ্জ, 26 মে : ঘূর্ণিঝড় যশ মোকাবিলায় ব্যক্তিগতভাবে কন্ট্রোল রুম খুলে মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিলেন রায়গঞ্জের বিশিষ্ট শিল্পপতি তথা বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী ৷ জনসাধারণের জন্য দু’টি হেল্পলাইন নম্বরও চালু করলেন তিনি ৷ এর পাশাপাশি রায়গঞ্জের নদী তীরবর্তী এলাকায় গিয়ে বাসিন্দাদের সতর্ক করার কাজও করছেন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যের সমস্ত বিধায়কদের যশ মোকাবিলায় রাস্তায় নেমে মানুষের পাশে থাকার আবেদন করেছেন ৷ রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী একেবারে ব্যক্তিগত উদ্যোগে যশ মোকাবিলায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিজস্ব একটি টিম তৈরি করেছেন ৷ পাশাপাশি কন্ট্রোল রুমের মাধ্যমে হেল্প লাইন নম্বর চালু করেছেন ৷ নম্বর দু’টি হল 8100102380 এবং 8100102976 ৷

দুর্গত মানুষ এই নম্বরে ফোন করলেই কৃষ্ণ কল্যাণীর টিমের সদস্যরা পৌঁছে যাবেন সেই দুর্গত এলাকায় ৷ এমনটাই জানিয়েছেন রায়গঞ্জের বিধায়ক ৷ কল্যাণী জানান, যশ মোকাবিলায় তিনি সর্বদা রায়গঞ্জের মানুষের পাশে থাকবেন ৷ দুর্গত এলাকায় গিয়ে শুকনো খাবার ও পলিথিন বিলি করা হবে ৷

আরও পড়ুন : কোনটা সমুদ্র, কোনটা গার্ডওয়াল, কোনটা রাস্তা... যশের গর্জনে রুদ্ররূপ বঙ্গোপসাগরে

কৃষ্ণ কল্যাণী নিজে বেশ কয়েকটি গ্রামে গিয়ে সাধারণ মানুষকে যশ সম্পর্কে সতর্ক করে দিয়ে এসেছেন ৷ যশ মোকাবিলায় উত্তর দিনাজপুর জেলায় হাই অ্য়ালার্ট জারি করা হয়েছে ৷ আর তাই মানুষের পাশে দাঁড়াতে ব্যক্তিগতভাবে তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান বিজেপি বিধায়ক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.