রায়গঞ্জ, 20 এপ্রিল: ভারত-বাংলাদেশ সীমান্ত রাধিকাপুর থেকে শুরু করে অন্যান্য সীমান্তবর্তী এলাকাগুলি ঘুরে দেখল রায়গঞ্জ জেলা পুলিশ । সোমবার রায়গঞ্জ সেক্টরের IG জয়ন্ত পাল, পুলিশ সুপার সুমিত কুমার ও অন্যান্য পুলিশ আধিকারিকরা সীমান্ত এলাকা পরিদর্শনে আসেন । কোনওভাবেই যাতে কেউ সীমান্ত পেরিয়ে এপারে না আসতে পারে তার জন্য আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকা সিল করে দেওয়া হয়েছে । বিষয়টি পুরোপুরি নিশ্চিত করতে BSF আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন তারা ।
কোরোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্র এবং রাজ্য সরকার । রাজ্যের বিভিন্ন আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকাগুলোতে পুরোপুরিভাবে সিল করে দেওয়া হয়েছে । যাতে কোনওভাবেই অন্য দেশের থেকে কেউ ভাইরাস সংক্রমিত অবস্থায় না আসতে পারে । BSF এবং অন্যান্য সরকারি সংস্থা সবসময় সীমান্ত এলাকাগুলিতে নজর রাখছে । সোমবার দুপুরে রায়গঞ্জের IG জয়ন্ত পাল, রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার-সহ একাধিক পুলিশের শীর্ষ আধিকারিকরা BSF-এর 180 নম্বর ব্যাটেলিয়নের আধিকারিকদের সঙ্গে নিয়ে রাধিকাপুর সীমান্ত পরিদর্শন করেন ।
যদিও এলাকা পরিদর্শনের পর পুলিশ বা BSF আধিকারিকরা সংবাদমাধ্যমকে কিছু জানাতে চাননি ।