ETV Bharat / state

কাঁধে লাঙল, কৃষি বিলের প্রতিবাদে ইটাহারে রাস্তায় বাম-কংগ্রেস - Cpim

কৃষি বিল প্রত্যাহারের দাবি নিয়ে উত্তর দিনাজপুরে পথে নামল বামপন্থী সংগঠনসহ কেন্দ্রের বিরোধী রাজনৈতিক দল । 34 জাতীয় সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ ।

Aa
Aa
author img

By

Published : Sep 25, 2020, 6:26 PM IST

রায়গঞ্জ, 25 সেপ্টেম্বর : কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের প্রতিবাদে সরব হয়ে জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলনে নামল সমস্ত বামপন্থী সংগঠনসহ কেন্দ্রের বিরোধী রাজনৈতিক দল । উত্তর দিনাজপুর জেলার ইটাহারে 34 নম্বর জাতীয় সড়কে কাঁধে লাঙল ও হালের গোরু নিয়ে অভিনব বিক্ষোভ-প্রতিবাদসহ অবরোধ কর্মসূচি পালন করল CPI(M), বামপন্থী কৃষক শ্রমিক সংগঠন ও কংগ্রেস ।

অবিলম্বে কৃষি বিল প্রত্যাহারের দাবিতে জেলার ইটাহার, রায়গঞ্জ, ইসলামপুর, কালিয়াগঞ্জসহ সর্বত্র পথ অবরোধ বিক্ষোভ কর্মসূচি পালন করে কংগ্রেস ও বামপন্থী কৃষক শ্রমিক সংগঠন ।

Aa
কৃষি বিলের বিরোধিতায় বিক্ষোভ মিছিল

কেন্দ্রীয় সরকার নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর তালিকা থেকে ডাল, আলু, পেঁয়াজকে বাদ দিয়েছে । কেন্দ্রীয় সরকারের এই কৃষি বিল কৃষক হত্যাকারী বলে আওয়াজ তোলা হয় বিক্ষোভ থেকে । এরফলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামে কোনও নিয়ন্ত্রণ থাকবে না বলে দাবি করা হয় । ফলে সাধারণ মানুষকে না খেয়ে মরতে হবে । তাই এই বিল অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয় বিক্ষোভ-মিছিল থেকে । অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে ।

পাশাপাশি BJP নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দেশীয় শিল্পগুলিকে বেসরকারিকরণের প্রতিবাদেও সরব হয় কংগ্রেস ও CPI(M) তথা বামপন্থী দলের কৃষক শ্রমিক থেকে কর্মী সমর্থকরা ।

রায়গঞ্জ, 25 সেপ্টেম্বর : কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের প্রতিবাদে সরব হয়ে জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলনে নামল সমস্ত বামপন্থী সংগঠনসহ কেন্দ্রের বিরোধী রাজনৈতিক দল । উত্তর দিনাজপুর জেলার ইটাহারে 34 নম্বর জাতীয় সড়কে কাঁধে লাঙল ও হালের গোরু নিয়ে অভিনব বিক্ষোভ-প্রতিবাদসহ অবরোধ কর্মসূচি পালন করল CPI(M), বামপন্থী কৃষক শ্রমিক সংগঠন ও কংগ্রেস ।

অবিলম্বে কৃষি বিল প্রত্যাহারের দাবিতে জেলার ইটাহার, রায়গঞ্জ, ইসলামপুর, কালিয়াগঞ্জসহ সর্বত্র পথ অবরোধ বিক্ষোভ কর্মসূচি পালন করে কংগ্রেস ও বামপন্থী কৃষক শ্রমিক সংগঠন ।

Aa
কৃষি বিলের বিরোধিতায় বিক্ষোভ মিছিল

কেন্দ্রীয় সরকার নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর তালিকা থেকে ডাল, আলু, পেঁয়াজকে বাদ দিয়েছে । কেন্দ্রীয় সরকারের এই কৃষি বিল কৃষক হত্যাকারী বলে আওয়াজ তোলা হয় বিক্ষোভ থেকে । এরফলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামে কোনও নিয়ন্ত্রণ থাকবে না বলে দাবি করা হয় । ফলে সাধারণ মানুষকে না খেয়ে মরতে হবে । তাই এই বিল অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয় বিক্ষোভ-মিছিল থেকে । অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে ।

পাশাপাশি BJP নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দেশীয় শিল্পগুলিকে বেসরকারিকরণের প্রতিবাদেও সরব হয় কংগ্রেস ও CPI(M) তথা বামপন্থী দলের কৃষক শ্রমিক থেকে কর্মী সমর্থকরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.