ETV Bharat / state

Chhath Puja : মূল্যবৃদ্ধির প্রভাব ছটপুজোর বাজারেও - north dinajpur

নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে হাত পুড়ছে আমজনতার ৷ এই পরিস্থিতিতে ছটপুজোর বাজারেও কাটছাঁট করতে হচ্ছে সাধারণ মানুষকে ৷ পুজো সারতে হচ্ছে নমো নমো করেই ৷

Chhath Puja
রায়গঞ্জে মূল্যবৃদ্ধির প্রভাব ছটপুজোর বাজারেও
author img

By

Published : Nov 10, 2021, 1:09 PM IST

রায়গঞ্জ, 10 নভেম্বর : নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কোপ এবার পড়ল ছটপুজোর বাজারেও। ভিনরাজ্য থেকে আসা আখ, নানা ফলমূল আখরোট, খেজুর, কিসমিস সবকিছুরই দাম আকাশ ছোঁয়া। ফলে সাধারণ মানুষ পুজোর বাজার করতে এসে চরম সমস্যায় পড়ছেন। এমনই ছবি দেখা গেল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের সবচেয়ে বড় বাজার মোহনবাটি বাজারে। প্রায় সকলকেই এবার পুজোর বাজারে কাটছাঁট করতে হচ্ছে মূল্যবৃদ্ধির জন্য।

ক্রেতা-বিক্রেতা উভয়ই জানাচ্ছেন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির কারণেই বাজারে সব জিনিসের দাম অত্যধিক বৃদ্ধি পেয়েছে। মূলত বিহারী সম্প্রদায়ের মানুষদের সবচেয়ে বড় উৎসব ছটপুজো। সাধারণত অপেক্ষাকৃত হিন্দি ভাষাভাষী গরিব মানুষরা কোনওরকমে এই পুজোর জোগাড় করেন। সারাটা বছর অপেক্ষায় থাকেন সূর্যদেবের আরাধনা এই ছটপুজোর জন্য। কিন্তু বাজার করতে গিয়ে হাত পুড়ছে আমজনতার ৷

রায়গঞ্জে মূল্যবৃদ্ধির প্রভাব ছটপুজোর বাজারেও

আরও পড়ুন: এবার ছটপুজো, ফের দুদিনের ছুটিতে সরকারি কর্মীরা

গত বছর ছটপুজোয় বাধ সেধেছিল করোনা। এবার করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এই ছটপুজোর সামগ্রীর অত্যধিক মূল্যবৃদ্ধির কারণে নাভিশ্বাস উঠেছে। ছটপুজোর সামগ্রীর মধ্যে অন্যতম আখ, খেজুর, কাজু থেকে শুরু করে আটা, ময়দা গুড়, চিনি এবং ভোজ্য তেলের দাম এখন আকাশছোঁয়া। মূলত বাইরে থেকে আসা এইসব সামগ্রীর দাম বেড়েছে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির কারণেই। ফলে গরিব মধ্যবিত্ত হিন্দি ভাষাভাষী মানুষদের এই ছটপুজোর বাজেটে অনেকটাই কাটছাঁট করতে হয়েছে।

রায়গঞ্জ, 10 নভেম্বর : নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কোপ এবার পড়ল ছটপুজোর বাজারেও। ভিনরাজ্য থেকে আসা আখ, নানা ফলমূল আখরোট, খেজুর, কিসমিস সবকিছুরই দাম আকাশ ছোঁয়া। ফলে সাধারণ মানুষ পুজোর বাজার করতে এসে চরম সমস্যায় পড়ছেন। এমনই ছবি দেখা গেল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের সবচেয়ে বড় বাজার মোহনবাটি বাজারে। প্রায় সকলকেই এবার পুজোর বাজারে কাটছাঁট করতে হচ্ছে মূল্যবৃদ্ধির জন্য।

ক্রেতা-বিক্রেতা উভয়ই জানাচ্ছেন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির কারণেই বাজারে সব জিনিসের দাম অত্যধিক বৃদ্ধি পেয়েছে। মূলত বিহারী সম্প্রদায়ের মানুষদের সবচেয়ে বড় উৎসব ছটপুজো। সাধারণত অপেক্ষাকৃত হিন্দি ভাষাভাষী গরিব মানুষরা কোনওরকমে এই পুজোর জোগাড় করেন। সারাটা বছর অপেক্ষায় থাকেন সূর্যদেবের আরাধনা এই ছটপুজোর জন্য। কিন্তু বাজার করতে গিয়ে হাত পুড়ছে আমজনতার ৷

রায়গঞ্জে মূল্যবৃদ্ধির প্রভাব ছটপুজোর বাজারেও

আরও পড়ুন: এবার ছটপুজো, ফের দুদিনের ছুটিতে সরকারি কর্মীরা

গত বছর ছটপুজোয় বাধ সেধেছিল করোনা। এবার করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এই ছটপুজোর সামগ্রীর অত্যধিক মূল্যবৃদ্ধির কারণে নাভিশ্বাস উঠেছে। ছটপুজোর সামগ্রীর মধ্যে অন্যতম আখ, খেজুর, কাজু থেকে শুরু করে আটা, ময়দা গুড়, চিনি এবং ভোজ্য তেলের দাম এখন আকাশছোঁয়া। মূলত বাইরে থেকে আসা এইসব সামগ্রীর দাম বেড়েছে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির কারণেই। ফলে গরিব মধ্যবিত্ত হিন্দি ভাষাভাষী মানুষদের এই ছটপুজোর বাজেটে অনেকটাই কাটছাঁট করতে হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.