ETV Bharat / state

Durga Puja : উৎসবের আবহে ভাতা চাইছেন রায়গঞ্জের মৃৎশিল্পীরা, সায় বিজেপি-র - মৃৎশিল্পীদের জন্য ভাতা

দুর্গাপুজোয় সংশ্লিষ্ট 36 হাজার ক্লাবকে 50 হাজার টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার ৷ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েই নিজেদের জন্য ভাতা চালুর দাবিতে সরব হলেন রায়গঞ্জের মৃৎশিল্পীরা ৷ পাশে স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷

potters of Raiganj demanding allowance in covid situation
Durga Puja : উৎসবের আবহে ভাতা চাইছেন রায়গঞ্জের মৃৎশিল্পীরা, সায় বিজেপি-র
author img

By

Published : Sep 8, 2021, 9:49 PM IST

রায়গঞ্জ, 8 সেপ্টেম্বর : দুর্গাপুজোর ন্যূনতম আয়োজনে যাতে কোনও খামতি না থাকে, তা নিশ্চিত করতেই সংশ্লিষ্ট ক্লাবগুলিকে 50 হাজার টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ৷ করোনা ও লকডাউনের আবহে পুজোর উদ্যোক্তাদের দুর্ভোগ কিছুটা কমাতেই এই ব্যবস্থা ৷ রাজ্যের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের মৃৎশিল্পীরা ৷ একইসঙ্গে, তাঁদের আবেদন ক্লাবগুলিকে অনুদানের পাশাপাশি মৃৎশিল্পী-সহ পুজোর সঙ্গে যুক্ত সমস্ত শিল্পী ও শ্রমিকদের জন্যও ভাতার ব্যবস্থা করুক রাজ্য সরকার ৷ শিল্পীদের এই আবেদনকে সমর্থন জানিয়েছে গেরুয়াশিবিরও ৷ যদিও তাদের অভিযোগ, উপনির্বাচনে জিততেই হঠাৎ করে ক্লাবগুলোর জন্য এই অনুদান ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee) ৷

আরও পড়ুন : London Durga Puja : ফের মিলছে প্রবাসের বরাত, ছন্দে ফিরছে কুমোরটুলি

করোনা আবহে রুজি হারিয়েছেন অসংখ্য মানুষ ৷ বন্ধ হয়ে গিয়েছে ব্যবসা-বাণিজ্য ৷ গোটা দেশের অর্থনীতিই ধুঁকছে ৷ এই অবস্থায় দুর্গাপুজোর মতো একটা বিশাল উৎসবের আয়োজন সহজ নয় ৷ সঙ্গে রয়েছে সংক্রমণের খাঁড়াও ৷ এই অবস্থায় ক্লাবগুলির পক্ষে পুজোর জন্য পর্যাপ্ত চাঁদা সংগ্রহ করাটাই চ্যালেঞ্জের ৷ আর সেই কারণেই তাদের অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷ মুখ্যমন্ত্রীর ঘোষণা, রাজ্যের কোষাগার থেকে 36 হাজার ক্লাবকে দুর্গাপুজোর অনুদান দেওয়া হবে ৷

উৎসবের আবহে ভাতা চাইছেন রায়গঞ্জের মৃৎশিল্পীরা, সায় বিজেপি-র

রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্তে খুশি রায়গঞ্জের মৃৎশিল্পীরা ৷ তাঁদের বক্তব্য, করোনার কারণে কাজের বরাত কমেছে ৷ এবারের পুজোয় যে ক’টি ক্লাব প্রতিমা গড়তে দিয়েছে, তাদেরও বাজেট খুবই কম ৷ ফলে মৃৎশিল্পীদের পাওনাও কমেছে ৷ আর তাতেই কপাল পুড়েছে তাঁদের ৷ ভানু পাল, শংকর পালদের আশঙ্কা, মূর্তি গড়ার জন্য এবার যে টাকা তাঁরা পাচ্ছেন, তাতে হয়তো খরচটুকুই উঠবে না ৷ তাই আগামী দিনে কীভাবে সংসার চলবে, ভেবে পাচ্ছেন না মৃৎশিল্পীরা ৷ একই দশা হয়েছে মণ্ডপসজ্জা, আলোকসজ্জার সঙ্গে যুক্ত শিল্পী ও শ্রমিকদেরও ৷ তাই এঁদের সকলকেই যাতে ভাতার আওতায় আনা হয়, সেই দাবি তুলেছেন রায়গঞ্জের প্রতিমাশিল্পীরা ৷

আরও পড়ুন : Durga Puja Meeting : করোনা আবহে দুর্গাপুজো নিয়ে কমিটিগুলির সঙ্গে বৈঠক জয়নগর প্রশাসনের

শিল্পীদের এই দাবি ন্যায্য বলেই মনে করেন বিজেপি নেতা বিশ্বজিৎ লাহিড়ি ৷ যদিও তাঁর মতে, ক্লাবগুলিকে অনুদান দেওয়ার ঘোষণা আদতে তৃণমূলের রাজনৈতিক চমক ৷ এর জন্য উপনির্বাচনকেই দায়ী করেছেন তিনি ৷ ইতিমধ্যেই কলকাতার ভবানীপুর আসনে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ শাসকদলের প্রার্থী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ বিজেপি-র বক্তব্য, ভোটের বৈতরণী পার হতেই পাইয়ে দেওয়ার রাজনীতি শুরু করেছেন মমতা ৷ আর সেই কারণেই ক্লাবগুলির জন্য অনুদান ঘোষণা করেছেন তিনি ৷

তবে রাজনীতির এই কচকচানি নিয়ে মাথাব্যথা নেই শিল্পীদের ৷ করোনা আবহে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাঁদের ৷ তাই তাঁদের দাবি, টিকে থাকার লড়াইয়ে সাহায্য করুক রাজ্যের সরকার ৷ দুর্গাপুজো উপলক্ষে ভাতা দেওয়া হোক শিল্পী ও শ্রমিকদের ৷ তাঁদের সুরে সুর মিলিয়ে মৃৎশিল্পীদের জন্য মাসে তিনহাজার টাকার ভাতা চালু করার দাবি জোরাল করছে বিজেপি ৷

রায়গঞ্জ, 8 সেপ্টেম্বর : দুর্গাপুজোর ন্যূনতম আয়োজনে যাতে কোনও খামতি না থাকে, তা নিশ্চিত করতেই সংশ্লিষ্ট ক্লাবগুলিকে 50 হাজার টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ৷ করোনা ও লকডাউনের আবহে পুজোর উদ্যোক্তাদের দুর্ভোগ কিছুটা কমাতেই এই ব্যবস্থা ৷ রাজ্যের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের মৃৎশিল্পীরা ৷ একইসঙ্গে, তাঁদের আবেদন ক্লাবগুলিকে অনুদানের পাশাপাশি মৃৎশিল্পী-সহ পুজোর সঙ্গে যুক্ত সমস্ত শিল্পী ও শ্রমিকদের জন্যও ভাতার ব্যবস্থা করুক রাজ্য সরকার ৷ শিল্পীদের এই আবেদনকে সমর্থন জানিয়েছে গেরুয়াশিবিরও ৷ যদিও তাদের অভিযোগ, উপনির্বাচনে জিততেই হঠাৎ করে ক্লাবগুলোর জন্য এই অনুদান ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee) ৷

আরও পড়ুন : London Durga Puja : ফের মিলছে প্রবাসের বরাত, ছন্দে ফিরছে কুমোরটুলি

করোনা আবহে রুজি হারিয়েছেন অসংখ্য মানুষ ৷ বন্ধ হয়ে গিয়েছে ব্যবসা-বাণিজ্য ৷ গোটা দেশের অর্থনীতিই ধুঁকছে ৷ এই অবস্থায় দুর্গাপুজোর মতো একটা বিশাল উৎসবের আয়োজন সহজ নয় ৷ সঙ্গে রয়েছে সংক্রমণের খাঁড়াও ৷ এই অবস্থায় ক্লাবগুলির পক্ষে পুজোর জন্য পর্যাপ্ত চাঁদা সংগ্রহ করাটাই চ্যালেঞ্জের ৷ আর সেই কারণেই তাদের অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷ মুখ্যমন্ত্রীর ঘোষণা, রাজ্যের কোষাগার থেকে 36 হাজার ক্লাবকে দুর্গাপুজোর অনুদান দেওয়া হবে ৷

উৎসবের আবহে ভাতা চাইছেন রায়গঞ্জের মৃৎশিল্পীরা, সায় বিজেপি-র

রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্তে খুশি রায়গঞ্জের মৃৎশিল্পীরা ৷ তাঁদের বক্তব্য, করোনার কারণে কাজের বরাত কমেছে ৷ এবারের পুজোয় যে ক’টি ক্লাব প্রতিমা গড়তে দিয়েছে, তাদেরও বাজেট খুবই কম ৷ ফলে মৃৎশিল্পীদের পাওনাও কমেছে ৷ আর তাতেই কপাল পুড়েছে তাঁদের ৷ ভানু পাল, শংকর পালদের আশঙ্কা, মূর্তি গড়ার জন্য এবার যে টাকা তাঁরা পাচ্ছেন, তাতে হয়তো খরচটুকুই উঠবে না ৷ তাই আগামী দিনে কীভাবে সংসার চলবে, ভেবে পাচ্ছেন না মৃৎশিল্পীরা ৷ একই দশা হয়েছে মণ্ডপসজ্জা, আলোকসজ্জার সঙ্গে যুক্ত শিল্পী ও শ্রমিকদেরও ৷ তাই এঁদের সকলকেই যাতে ভাতার আওতায় আনা হয়, সেই দাবি তুলেছেন রায়গঞ্জের প্রতিমাশিল্পীরা ৷

আরও পড়ুন : Durga Puja Meeting : করোনা আবহে দুর্গাপুজো নিয়ে কমিটিগুলির সঙ্গে বৈঠক জয়নগর প্রশাসনের

শিল্পীদের এই দাবি ন্যায্য বলেই মনে করেন বিজেপি নেতা বিশ্বজিৎ লাহিড়ি ৷ যদিও তাঁর মতে, ক্লাবগুলিকে অনুদান দেওয়ার ঘোষণা আদতে তৃণমূলের রাজনৈতিক চমক ৷ এর জন্য উপনির্বাচনকেই দায়ী করেছেন তিনি ৷ ইতিমধ্যেই কলকাতার ভবানীপুর আসনে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ শাসকদলের প্রার্থী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ বিজেপি-র বক্তব্য, ভোটের বৈতরণী পার হতেই পাইয়ে দেওয়ার রাজনীতি শুরু করেছেন মমতা ৷ আর সেই কারণেই ক্লাবগুলির জন্য অনুদান ঘোষণা করেছেন তিনি ৷

তবে রাজনীতির এই কচকচানি নিয়ে মাথাব্যথা নেই শিল্পীদের ৷ করোনা আবহে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাঁদের ৷ তাই তাঁদের দাবি, টিকে থাকার লড়াইয়ে সাহায্য করুক রাজ্যের সরকার ৷ দুর্গাপুজো উপলক্ষে ভাতা দেওয়া হোক শিল্পী ও শ্রমিকদের ৷ তাঁদের সুরে সুর মিলিয়ে মৃৎশিল্পীদের জন্য মাসে তিনহাজার টাকার ভাতা চালু করার দাবি জোরাল করছে বিজেপি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.