ETV Bharat / state

Terracotta Lamp: দীপাবলির বাজারে টেরাকোটার আদলে তৈরি প্রদীপের চাহিদা বাড়ছে

চিনা টুনির বাজারেও রয়েছে মাটির প্রদীপের চাহিদা (Clay Lamps) ৷ কালিয়াগঞ্জের কুনোর হাটপাড়া গ্রামে এখন টেরাকোটা আদলে নানা ধরনের প্রদীপ তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা ৷ আলাদিনের চিরাগ আদলের প্রদীপ, নারকেল প্রদীপ, ম্যাজিক প্রদীপ, গণেশ প্রদীপ-সহ বিভিন্ন প্রদীপ তৈরি করেন তাঁরা ৷

Potters busy making different types of lamps in terracotta style
Potters busy making different types of lamps in terracotta style
author img

By

Published : Oct 23, 2022, 2:11 PM IST

রায়গঞ্জ, 23 অক্টোবর: আলোর উৎসব দীপাবলি (Diwali 2022) ৷ সেই উপলক্ষ্যে নানাধরনের নকশার মাটির প্রদীপ গড়ার কাজ চলছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের কুনোর হাটপাড়া গ্রামে । এখানকার মৃৎশিল্পীরা মূলত টেরাকোটার আদলে নানা ধরনের প্রদীপ তৈরি করেন ।

দীপাবলির উৎসবে গৃহস্থ বাড়িতে আলো জ্বালানোর জন্য ব্যবহার হয় মাটির প্রদীপ (Clay Lamps) । পাশাপাশি অনেকেই গৃহসজ্জায় ব্যবহার করে টেরাকোটা আদলে গড়া মাটির প্রদীপ । কয়েকবছর আগে লাদাখ সীমান্তে চিনা হানায় ভারতীয় সেনা জওয়ানদের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঢেউ উঠেছিল । এর জেরে শুরু হয়েছিল চিনা পণ্য বয়কট । তার জেরে ভারতের বাজারে অনেকটাই কমেছে চিনা টুনির দাপট । রঙবেরঙের চিনা টুনি লাইট অত্যন্ত সহজলভ্য হওয়ায় ফলে ভারতীয় বাজারে এর ব্যাপক চাহিদা ছিল ।

Potters busy making different types of lamps in terracotta style
চিনা টুনির বাজারেও রয়েছে মাটির প্রদীপের চাহিদা

এতদিন দীপাবলি উৎসবে বাড়ির আলোকসজ্জায় চিনা টুনির ব্যবহার দিনে দিনে যত বেড়েছিল, পাল্লা দিয়ে ততই মাটির প্রদীপের ব্যবহার কমেছিল । চাহিদা কমায় মাটির প্রদীপ তৈরির পেশায় যুক্ত মৃৎশিল্পীদের কর্মসংস্থানে এর দারুণ প্রভাব পড়েছিল । আর চিনা টুনির দাপট কমতেই মুখে হাসি চওড়া হয়েছে মৃৎশিল্পী মহলের ।

টেরাকোটা আদলে নানা ধরনের প্রদীপ তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

আরও পড়ুন: হোগলা পাতা দিয়ে কাল্পনিক মন্দিরের আদলে রায়গঞ্জের মুনলাইট ক্লাবের কালীপুজো মণ্ডপ

কুনোরের হাটপাড়া গ্রামের টেরাকোটা শিল্পীরা সাবেকী প্রদীপ বানানোর পাশাপাশি এবারেও নিত্যনতুন ডিজাইনে টেরাকোটা আদলে প্রদীপ তৈরি করছেন । দীপাবলি উৎসবের দিন এগিয়ে আসতেই মাটির প্রদীপ গড়ার কাজে যুক্ত হাটপাড়ার মৃৎশিল্পীদের ব্যস্ততা বেড়েছে । সুজজ্জিত প্রদীপের ঝাড় এবং পঞ্চ প্রদীপ, আলাদিনের চিরাগ আদলের প্রদীপ, নারকেল প্রদীপ, ম্যাজিক প্রদীপ, গণেশ প্রদীপ-সহ আরও নানা ধরনের প্রদীপ তৈরি করেন হাটপাড়ার মৃৎশিল্পীরা ।

রায়গঞ্জ, 23 অক্টোবর: আলোর উৎসব দীপাবলি (Diwali 2022) ৷ সেই উপলক্ষ্যে নানাধরনের নকশার মাটির প্রদীপ গড়ার কাজ চলছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের কুনোর হাটপাড়া গ্রামে । এখানকার মৃৎশিল্পীরা মূলত টেরাকোটার আদলে নানা ধরনের প্রদীপ তৈরি করেন ।

দীপাবলির উৎসবে গৃহস্থ বাড়িতে আলো জ্বালানোর জন্য ব্যবহার হয় মাটির প্রদীপ (Clay Lamps) । পাশাপাশি অনেকেই গৃহসজ্জায় ব্যবহার করে টেরাকোটা আদলে গড়া মাটির প্রদীপ । কয়েকবছর আগে লাদাখ সীমান্তে চিনা হানায় ভারতীয় সেনা জওয়ানদের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঢেউ উঠেছিল । এর জেরে শুরু হয়েছিল চিনা পণ্য বয়কট । তার জেরে ভারতের বাজারে অনেকটাই কমেছে চিনা টুনির দাপট । রঙবেরঙের চিনা টুনি লাইট অত্যন্ত সহজলভ্য হওয়ায় ফলে ভারতীয় বাজারে এর ব্যাপক চাহিদা ছিল ।

Potters busy making different types of lamps in terracotta style
চিনা টুনির বাজারেও রয়েছে মাটির প্রদীপের চাহিদা

এতদিন দীপাবলি উৎসবে বাড়ির আলোকসজ্জায় চিনা টুনির ব্যবহার দিনে দিনে যত বেড়েছিল, পাল্লা দিয়ে ততই মাটির প্রদীপের ব্যবহার কমেছিল । চাহিদা কমায় মাটির প্রদীপ তৈরির পেশায় যুক্ত মৃৎশিল্পীদের কর্মসংস্থানে এর দারুণ প্রভাব পড়েছিল । আর চিনা টুনির দাপট কমতেই মুখে হাসি চওড়া হয়েছে মৃৎশিল্পী মহলের ।

টেরাকোটা আদলে নানা ধরনের প্রদীপ তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

আরও পড়ুন: হোগলা পাতা দিয়ে কাল্পনিক মন্দিরের আদলে রায়গঞ্জের মুনলাইট ক্লাবের কালীপুজো মণ্ডপ

কুনোরের হাটপাড়া গ্রামের টেরাকোটা শিল্পীরা সাবেকী প্রদীপ বানানোর পাশাপাশি এবারেও নিত্যনতুন ডিজাইনে টেরাকোটা আদলে প্রদীপ তৈরি করছেন । দীপাবলি উৎসবের দিন এগিয়ে আসতেই মাটির প্রদীপ গড়ার কাজে যুক্ত হাটপাড়ার মৃৎশিল্পীদের ব্যস্ততা বেড়েছে । সুজজ্জিত প্রদীপের ঝাড় এবং পঞ্চ প্রদীপ, আলাদিনের চিরাগ আদলের প্রদীপ, নারকেল প্রদীপ, ম্যাজিক প্রদীপ, গণেশ প্রদীপ-সহ আরও নানা ধরনের প্রদীপ তৈরি করেন হাটপাড়ার মৃৎশিল্পীরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.