ETV Bharat / state

পণের দাবিতে স্ত্রী'কে মারধর, অভিযুক্ত সিভিক ভলান্টিয়রের বিরুদ্ধে অভিযোগ নিচ্ছে না থানা ! - Husband

বছর তিনেক আগে গোয়ালপোখর থানার শ্রীপুর গ্রামের বাসিন্দা সিভিক ভলান্টিয়র সুমন সরকারের সাথে গ্রামেরই বাসিন্দা লক্ষ্মী সরকারের বিয়ে হয় । বিয়ের পর থেকেই সুমন ও তার পরিবারের লোকেরা টাকার দাবিতে ওই যুবতির উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত বলে অভিযোগ । লক্ষ্মী সরকারের অভিযোগ, গতকাল তাকে ব্যাপক মারধর করে তার স্বামী, শ্বশুর-শাশুড়ি ও ননদ ।

গোয়ালপোখর
author img

By

Published : Aug 30, 2019, 9:00 PM IST

Updated : Aug 30, 2019, 9:19 PM IST

রায়গঞ্জ, 30 অগাস্ট : গোয়ালপোখর থানার শ্রীপুর গ্রামে টাকার দাবিতে এক যুবতিকে মারধর করার অভিযোগ উঠল তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে । ওই যুবতির নাম লক্ষ্মী সরকার ৷ তার স্বামীর নাম সুমন সরকার ৷ তিনি গোয়ালপোখর থানার সিভিক ভলান্টিয়র ৷ ওই যুবতি অভিযোগ জানাতে গেলে গোয়ালপোখর থানা সিভিক পুলিশ সুমনের বিরুদ্ধে অভিযোগ নিতে অস্বীকার করে বলে অভিযোগ ।

বছর তিনেক আগে গোয়ালপোখর থানার শ্রীপুর গ্রামের বাসিন্দা সিভিক ভলান্টিয়র সুমন সরকারের সাথে গ্রামেরই বাসিন্দা লক্ষ্মী সরকারের বিয়ে হয় । বিয়ের পর থেকেই সুমন ও তার পরিবারের লোকেরা টাকার দাবিতে ওই যুবতির উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত বলে অভিযোগ । লক্ষ্মী সরকারের অভিযোগ, গতকাল তাকে ব্যাপক মারধর করে তার স্বামী, শ্বশুর-শাশুড়ি ও ননদ ।

ভিডিয়োয় দেখুন

লক্ষ্মী সরকার জানান গোয়ালপোখর থানায় স্বামী সুমন সরকারসহ তাঁর শ্বশুর-শাশুড়ি ও ননদের বিরুদ্ধে জানাতে গেলে গোয়ালপোখর থানা অভিযোগ নিতে অস্বীকার করে । থানা থেকে হাসপাতালের রিপোর্ট আনতে বলা হয় ৷

আজ এই যুবতী স্থানীয় হাসপাতাল থেকে রিপোর্ট নিয়ে থানায় যান ৷ আজও গোয়ালপোখর থানা অভিযোগ নেয়নি বলে অভিযোগ । এদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্যা শান্তি সরকার ওই যুবতির সঙ্গে থানায় আসেন । তিনি জানান যতক্ষণ না গোয়ালপোখর থানা লক্ষ্মী সরকারের অভিযোগ গ্রহণ না করবে ততক্ষণ তারা থানা থেকে যাবেন না ।

রায়গঞ্জ, 30 অগাস্ট : গোয়ালপোখর থানার শ্রীপুর গ্রামে টাকার দাবিতে এক যুবতিকে মারধর করার অভিযোগ উঠল তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে । ওই যুবতির নাম লক্ষ্মী সরকার ৷ তার স্বামীর নাম সুমন সরকার ৷ তিনি গোয়ালপোখর থানার সিভিক ভলান্টিয়র ৷ ওই যুবতি অভিযোগ জানাতে গেলে গোয়ালপোখর থানা সিভিক পুলিশ সুমনের বিরুদ্ধে অভিযোগ নিতে অস্বীকার করে বলে অভিযোগ ।

বছর তিনেক আগে গোয়ালপোখর থানার শ্রীপুর গ্রামের বাসিন্দা সিভিক ভলান্টিয়র সুমন সরকারের সাথে গ্রামেরই বাসিন্দা লক্ষ্মী সরকারের বিয়ে হয় । বিয়ের পর থেকেই সুমন ও তার পরিবারের লোকেরা টাকার দাবিতে ওই যুবতির উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত বলে অভিযোগ । লক্ষ্মী সরকারের অভিযোগ, গতকাল তাকে ব্যাপক মারধর করে তার স্বামী, শ্বশুর-শাশুড়ি ও ননদ ।

ভিডিয়োয় দেখুন

লক্ষ্মী সরকার জানান গোয়ালপোখর থানায় স্বামী সুমন সরকারসহ তাঁর শ্বশুর-শাশুড়ি ও ননদের বিরুদ্ধে জানাতে গেলে গোয়ালপোখর থানা অভিযোগ নিতে অস্বীকার করে । থানা থেকে হাসপাতালের রিপোর্ট আনতে বলা হয় ৷

আজ এই যুবতী স্থানীয় হাসপাতাল থেকে রিপোর্ট নিয়ে থানায় যান ৷ আজও গোয়ালপোখর থানা অভিযোগ নেয়নি বলে অভিযোগ । এদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্যা শান্তি সরকার ওই যুবতির সঙ্গে থানায় আসেন । তিনি জানান যতক্ষণ না গোয়ালপোখর থানা লক্ষ্মী সরকারের অভিযোগ গ্রহণ না করবে ততক্ষণ তারা থানা থেকে যাবেন না ।

Intro:রায়গঞ্জ, ৩০ আগষ্ট, প্রসুন মৈত্র: পণের দাবিতে এক গৃহবধূকে ব্যাপক মারধর করার অভিযোগ উঠল এক সিভিক পুলিশ ও তার পরিবারের বিরুদ্ধে। ওই গৃহবধূ থানায় অভিযোগ জানাতে গেলে সিভিক পুলিশের বিরুদ্ধে অভিযোগ লিপিবদ্ধ করতে অস্বীকার পুলিশের। ঘটনাটি ঘটেছে গোয়ালপোখর থানার শ্রীপুর গ্রামে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও এব্যাপারে কোনও মন্তব্য করতে চায়নি গোয়ালপোখর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিন বছর আগে গোয়ালপোখর থানার শ্রীপুর গ্রামের বাসিন্দা সিভিক পুলিশ সুমন সরকারের সাথে গ্রামেরই বাসিন্দা লক্ষী সরকারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী সুমন ও তার পরিবারের লোকেরা পণের টাকার দাবিতে গৃহবধূ লক্ষীর উপরে নিত্যদিন শারীরিক ও মানসিক অত্যাচার চালাত। বৃহস্পতিবার লক্ষীকে ব্যাপক মারধর করে তার স্বামী, শ্বশুর শ্বাশুড়ি ও ননদ। নির্যাতিতা গৃহবধূ লক্ষী সরকার জানায়, কোনওরকমে প্রান বাঁচিয়ে সে গোয়ালপোখর থানায় স্বামী সিভিক পুলিশ সুমন সরকারসহ তাঁর শ্বশুর শ্বাশুড়ি ও ননদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাতে গেলে গোয়ালপোখর থানা অভিযোগ নিতে অস্বীকার করে। হাসপাতাল থেকে রিপোর্ট করে আনতে বলে। এরপর লক্ষীদেবী স্থানীয় হাসপাতাল থেকে রিপোর্ট আনলেও অভিযোগ গোয়ালপোখর থানা অভিযোগ নেয়নি। এই ঘটনার কথা স্বীকার করে স্থানীয় পঞ্চায়েত সদস্য শান্তি সরকার। তিনি বলেন যতক্ষণ না গোয়ালপোখর থানা নির্যাতিতা গৃহবধূ লক্ষীদেবীর অভিযোগ গ্রহন করবে ততক্ষণ তারা থানা থেকে যাবেন না। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

বাইট ১) লক্ষী সরকার ( নির্যাতিতা গৃহবধূ)
২) শান্তি সরকার ( স্থানীয় গ্রামপঞ্চায়েত সদস্যা)Body:AbcdConclusion:Abcd
Last Updated : Aug 30, 2019, 9:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.