রায়গঞ্জ, 30 অগাস্ট : গোয়ালপোখর থানার শ্রীপুর গ্রামে টাকার দাবিতে এক যুবতিকে মারধর করার অভিযোগ উঠল তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে । ওই যুবতির নাম লক্ষ্মী সরকার ৷ তার স্বামীর নাম সুমন সরকার ৷ তিনি গোয়ালপোখর থানার সিভিক ভলান্টিয়র ৷ ওই যুবতি অভিযোগ জানাতে গেলে গোয়ালপোখর থানা সিভিক পুলিশ সুমনের বিরুদ্ধে অভিযোগ নিতে অস্বীকার করে বলে অভিযোগ ।
বছর তিনেক আগে গোয়ালপোখর থানার শ্রীপুর গ্রামের বাসিন্দা সিভিক ভলান্টিয়র সুমন সরকারের সাথে গ্রামেরই বাসিন্দা লক্ষ্মী সরকারের বিয়ে হয় । বিয়ের পর থেকেই সুমন ও তার পরিবারের লোকেরা টাকার দাবিতে ওই যুবতির উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত বলে অভিযোগ । লক্ষ্মী সরকারের অভিযোগ, গতকাল তাকে ব্যাপক মারধর করে তার স্বামী, শ্বশুর-শাশুড়ি ও ননদ ।
লক্ষ্মী সরকার জানান গোয়ালপোখর থানায় স্বামী সুমন সরকারসহ তাঁর শ্বশুর-শাশুড়ি ও ননদের বিরুদ্ধে জানাতে গেলে গোয়ালপোখর থানা অভিযোগ নিতে অস্বীকার করে । থানা থেকে হাসপাতালের রিপোর্ট আনতে বলা হয় ৷
আজ এই যুবতী স্থানীয় হাসপাতাল থেকে রিপোর্ট নিয়ে থানায় যান ৷ আজও গোয়ালপোখর থানা অভিযোগ নেয়নি বলে অভিযোগ । এদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্যা শান্তি সরকার ওই যুবতির সঙ্গে থানায় আসেন । তিনি জানান যতক্ষণ না গোয়ালপোখর থানা লক্ষ্মী সরকারের অভিযোগ গ্রহণ না করবে ততক্ষণ তারা থানা থেকে যাবেন না ।