ETV Bharat / state

রায়গঞ্জে করোনা বিধি ভেঙে কান ধরে ওঠবোস টোটো চালকের - Covid Rule

শহরের বিভিন্ন জায়গায় কড়া নজরদারি চালানো পাশাপাশি শহরজুড়ে চলছে পুলিশের নাকা চেকিং ।

রায়গঞ্জে করোনা বিধি ভেঙে কান ধরে ওঠবোস টোটো চালকের
রায়গঞ্জে করোনা বিধি ভেঙে কান ধরে ওঠবোস টোটো চালকের
author img

By

Published : May 17, 2021, 5:50 PM IST

রায়গঞ্জ, 17 মে : "স্যার ক্ষমা করে দিন আর আসবো না ৷" কান ধরে ওঠবোস করতে করতে এমনই কথা বলেন এক টোটো চালক । সরকারি বিধিনিষেধ অমান্য করায় তাঁকে ওঠবোস করালো রায়গঞ্জ থানার পুলিশ । সোমবার এমনই চিত্র ধরা পড়ল রায়গঞ্জ শহরের ঘড়ি মোড় এলাকায় ।

রায়গঞ্জে পুলিশি নজরদারি
রায়গঞ্জে পুলিশি নজরদারি

সময়সীমা পার হওয়ার পরেও বাইরে বেরিয়ে পড়েছে মানুষ । তাঁদেরকে বাড়ি ফিরিয়ে দিচ্ছে পুলিশ । লকডাউনকে সফল করতে কড়াভাবে পদক্ষেপ গ্রহণ করছে উত্তর দিনাজপুর জেলা পুলিশ । সরকারি নির্দেশ অমান্য করায় রাস্তায় বের হওয়া এক টোটো চালককে কান ধরে ওঠবোস করাল পুলিশ । পুলিশ-প্রশাসনের এই ভূমিকাকে সাধুবাদ জানিয়েছে, রায়গঞ্জ শহরের সচেতন নাগরিকেরা ।

রায়গঞ্জে পুলিশি নজরদারি
রায়গঞ্জে পুলিশি নজরদারি

উল্লেখ্য, সারা দেশ, রাজ্য থেকে শুরু করে উত্তর দিনাজপুর জেলাতেও অতিমারি করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে । প্রতিদিনই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যু মিছিলও । এমতাবস্থায় করোনা সংক্রমণ প্রতিরোধে 2020 সালের মতো 21 সালেও লকডাউনের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার । রবিবার 16 মে থেকে 30 মে পর্যন্ত চলবে এই লকডাউন ।

রায়গঞ্জে পুলিশি নজরদারি
রায়গঞ্জে পুলিশি নজরদারি

শুধুমাত্র সকাল 7 টা থেকে বেলা 10 টা পর্যন্ত খোলা থাকবে মুদির দোকান ও বাজার । সোমবার দ্বিতীয় দিনেও রাজ্য সরকার ঘোষিত লকডাউন সফল করতে তৎপর ছিল পুলিশ ও প্রশাসন । রায়গঞ্জ শহরের বিভিন্ন জায়গায় পুলিশের নাকা চেকিংয়ের পাশাপাশি খোলা থাকা বাজার বন্ধ করতে অভিযানে নামে পুলিশ । নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পরেও বাজার খোলা রাখায় রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী অভিযান চালিয়ে তুলে দেয় বাজার ।

রায়গঞ্জে পুলিশি নজরদারি
রায়গঞ্জে পুলিশি নজরদারি

আরও পড়ুন : করোনা বিধিনিষেধ নিয়ে সচেতন মানুষ, খুশি বারুইপুর পুলিশ

শহরের বিভিন্ন জায়গায় কড়া নজরদারি চালানো পাশাপাশি শহরজুড়ে চলছে পুলিশের নাকা চেকিং । কোথাও কোথাও লকডাউন অমান্য করে রাস্তায় টোটো চালানোর জন্য এক টোটো চালককে প্রকাশ্যে কান ধরে ওঠবোসও করানো হয় ।

রায়গঞ্জে করোনা বিধি ভেঙে কান ধরে ওঠবোস টোটো চালকের

রায়গঞ্জ, 17 মে : "স্যার ক্ষমা করে দিন আর আসবো না ৷" কান ধরে ওঠবোস করতে করতে এমনই কথা বলেন এক টোটো চালক । সরকারি বিধিনিষেধ অমান্য করায় তাঁকে ওঠবোস করালো রায়গঞ্জ থানার পুলিশ । সোমবার এমনই চিত্র ধরা পড়ল রায়গঞ্জ শহরের ঘড়ি মোড় এলাকায় ।

রায়গঞ্জে পুলিশি নজরদারি
রায়গঞ্জে পুলিশি নজরদারি

সময়সীমা পার হওয়ার পরেও বাইরে বেরিয়ে পড়েছে মানুষ । তাঁদেরকে বাড়ি ফিরিয়ে দিচ্ছে পুলিশ । লকডাউনকে সফল করতে কড়াভাবে পদক্ষেপ গ্রহণ করছে উত্তর দিনাজপুর জেলা পুলিশ । সরকারি নির্দেশ অমান্য করায় রাস্তায় বের হওয়া এক টোটো চালককে কান ধরে ওঠবোস করাল পুলিশ । পুলিশ-প্রশাসনের এই ভূমিকাকে সাধুবাদ জানিয়েছে, রায়গঞ্জ শহরের সচেতন নাগরিকেরা ।

রায়গঞ্জে পুলিশি নজরদারি
রায়গঞ্জে পুলিশি নজরদারি

উল্লেখ্য, সারা দেশ, রাজ্য থেকে শুরু করে উত্তর দিনাজপুর জেলাতেও অতিমারি করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে । প্রতিদিনই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যু মিছিলও । এমতাবস্থায় করোনা সংক্রমণ প্রতিরোধে 2020 সালের মতো 21 সালেও লকডাউনের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার । রবিবার 16 মে থেকে 30 মে পর্যন্ত চলবে এই লকডাউন ।

রায়গঞ্জে পুলিশি নজরদারি
রায়গঞ্জে পুলিশি নজরদারি

শুধুমাত্র সকাল 7 টা থেকে বেলা 10 টা পর্যন্ত খোলা থাকবে মুদির দোকান ও বাজার । সোমবার দ্বিতীয় দিনেও রাজ্য সরকার ঘোষিত লকডাউন সফল করতে তৎপর ছিল পুলিশ ও প্রশাসন । রায়গঞ্জ শহরের বিভিন্ন জায়গায় পুলিশের নাকা চেকিংয়ের পাশাপাশি খোলা থাকা বাজার বন্ধ করতে অভিযানে নামে পুলিশ । নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পরেও বাজার খোলা রাখায় রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী অভিযান চালিয়ে তুলে দেয় বাজার ।

রায়গঞ্জে পুলিশি নজরদারি
রায়গঞ্জে পুলিশি নজরদারি

আরও পড়ুন : করোনা বিধিনিষেধ নিয়ে সচেতন মানুষ, খুশি বারুইপুর পুলিশ

শহরের বিভিন্ন জায়গায় কড়া নজরদারি চালানো পাশাপাশি শহরজুড়ে চলছে পুলিশের নাকা চেকিং । কোথাও কোথাও লকডাউন অমান্য করে রাস্তায় টোটো চালানোর জন্য এক টোটো চালককে প্রকাশ্যে কান ধরে ওঠবোসও করানো হয় ।

রায়গঞ্জে করোনা বিধি ভেঙে কান ধরে ওঠবোস টোটো চালকের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.