রায়গঞ্জ, 24 অগাস্ট : জেলা প্রশাসনের সদর দপ্তরে যাওয়ার সবক'টি রাস্তা বাঁশ দিয়ে ঘিরে ফেলল পুলিশ । আজ সকাল থেকেই কর্ণজোড়া এলাকায় পুলিশ মোতায়েন করেছে রায়গঞ্জ পুলিশ জেলা । ফলে জেলার গুরুত্বপূর্ণ দপ্তরগুলিতে ঢুকতে চরম হয়রানি সাধারণ মানুষের ।
উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতি এবং সাম্প্রতিক কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে BJP-র মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে আজ জেলা BJP-র নেতৃত্বদের সঙ্গে নিয়ে জেলাশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি রয়েছে । এই কর্মসূচি চলাকালীন যাতে কোনওভাবেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে না বেরিয়ে যায় তা নিশ্চিত করতে বেশ কয়েকদিন ধরেই সক্রিয় রয়েছে পুলিশ । সপ্তাহের প্রথম দিনেই এই কর্মসূচি থাকায় আরও বেশি নজর দিয়েছে তারা । BJP-র দাবি, “দলের প্রায় হাজার পাঁচেক মহিলা সদস্যের জেলাশাসকের দপ্তর ঘেরাও কর্মসূচি রয়েছে । বিষয়টি জানতে পেরেই কর্ণজোড়ায় জেলা প্রশাসনের সদর দপ্তরের চারিদিকে বাঁশের ব্যারিকেড করে বন্ধ করে দেওয়া হয় ।” ইতিমধ্যেই ওই এলাকার চারটি রাস্তা পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে । খুব স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ । যেকোনও সমস্যার কারণে যাদের জেলাশাসকের দপ্তরে বিভিন্ন বিভাগে যেতে হচ্ছে সমস্যায় পড়েছেন তাঁরাও ।
এ'বিষয়ে রায়গঞ্জের এক বাসিন্দা বলেন, “জেলাশাসকের দপ্তরের চারিদিকে বাঁশের ব্যারিকেড করে পুরোপুরি সিল করে দেওয়ায় কোথায় বাইক রাখব, কীভাবে কোন বিভাগে তার দিশা খুঁজে পাচ্ছি না । প্রচন্ড হয়রানি হচ্ছে ।” জেলাশাসকের দপ্তরের এক কর্মী বলেন, “সকালে কাজে যোগ দিতে এসে এত পুলিশি ব্যবস্থা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম । পরে জানলাম BJP-র কর্মসূচি রয়েছে । তাই পুলিশ এত বন্দোবস্ত করেছে ।”