ETV Bharat / state

রায়গঞ্জে বিক্ষোভকারীদের কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ

গোলাম রব্বানির নেতৃত্বে প্রতিবাদী মিছিল করে তৃণমূল কংগ্রেস সমর্থনকারীরা । TMC সমর্থকরা এদিন বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর চালায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করে এবং কাঁদানে গ্যাসের শেল ফাটাতে বাধ্য হয় । এর ফলে ওই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ।

agitation in south dinajpur
NRC-র প্রতিবাদে বিক্ষোভকারীদের গাড়ি ভাঙচুর
author img

By

Published : Dec 17, 2019, 7:15 AM IST

রায়গঞ্জ, 16 ডিসেম্বর : NRC এবং নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর প্রতিবাদে সারা রাজ্যে তোলপাড় চলছে । রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদী মিছিল করছে আন্দোলনকারীরা । আজ তার আঁচ পড়েছে উত্তর দিনাজপুরের কানকি এলাকায় । এদিন গোয়ালপুকুরের বিধায়ক গোলাম রব্বানির নেতৃত্বে প্রতিবাদী মিছিল করে তৃণমূল কংগ্রেস সমর্থনকারীরা ।

TMC সমর্থকরা এদিন বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর চালায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করে এবং কাঁদানে গ্যাসের শেল ফাটাতে বাধ্য হয় । এর ফলে ওই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ।

মিছিলটি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার কানকি বাজার থেকে শুরু হয় । শেষ হয় কানকি ফাঁড়িতে । এই মিছিলের মাঝেই বিক্ষোভকারীরা গাড়ি ভাঙচুর করে । ফাঁড়ি সংলগ্ন সড়ক অবরোধ করে । এছাড়া একটি সরকারি বাসে আগুন লাগিয়ে দেয় ।

বিক্ষোভকারীদের সামলাতে ওই এলাকায় পুলিশ বাহিনী নামে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করে, কাঁদানে গ্যাস ছোড়ে । 31 নম্বর জাতীয় সড়ক রণক্ষেত্রের চেহারা নেয় । বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে বলে অভিযোগ ।

BJP জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি এই প্রসঙ্গে তীব্র নিন্দা করে বলেন, "মিছিলে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী গোলাম রব্বানি উপস্থিত ছিলেন । তাঁর উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে । তিনি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিক । কারণ শান্তি মিছিলের নাম করে অশান্তির বাতাবরণ সৃষ্টি করেছেন তাঁরা ।"

অপরদিকে প্রতিবাদী মিছিলে সরকারি সম্পত্তি ভাঙচুরের তীব্র প্রতিবাদ করেছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল । এছাড়া আরও জানিয়েছেন, কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের পুলিশ খুঁজে বের করবে । যথাযথ শাস্তি দেওয়া হবে ।

রায়গঞ্জ, 16 ডিসেম্বর : NRC এবং নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর প্রতিবাদে সারা রাজ্যে তোলপাড় চলছে । রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদী মিছিল করছে আন্দোলনকারীরা । আজ তার আঁচ পড়েছে উত্তর দিনাজপুরের কানকি এলাকায় । এদিন গোয়ালপুকুরের বিধায়ক গোলাম রব্বানির নেতৃত্বে প্রতিবাদী মিছিল করে তৃণমূল কংগ্রেস সমর্থনকারীরা ।

TMC সমর্থকরা এদিন বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর চালায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করে এবং কাঁদানে গ্যাসের শেল ফাটাতে বাধ্য হয় । এর ফলে ওই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ।

মিছিলটি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার কানকি বাজার থেকে শুরু হয় । শেষ হয় কানকি ফাঁড়িতে । এই মিছিলের মাঝেই বিক্ষোভকারীরা গাড়ি ভাঙচুর করে । ফাঁড়ি সংলগ্ন সড়ক অবরোধ করে । এছাড়া একটি সরকারি বাসে আগুন লাগিয়ে দেয় ।

বিক্ষোভকারীদের সামলাতে ওই এলাকায় পুলিশ বাহিনী নামে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করে, কাঁদানে গ্যাস ছোড়ে । 31 নম্বর জাতীয় সড়ক রণক্ষেত্রের চেহারা নেয় । বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে বলে অভিযোগ ।

BJP জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি এই প্রসঙ্গে তীব্র নিন্দা করে বলেন, "মিছিলে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী গোলাম রব্বানি উপস্থিত ছিলেন । তাঁর উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে । তিনি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিক । কারণ শান্তি মিছিলের নাম করে অশান্তির বাতাবরণ সৃষ্টি করেছেন তাঁরা ।"

অপরদিকে প্রতিবাদী মিছিলে সরকারি সম্পত্তি ভাঙচুরের তীব্র প্রতিবাদ করেছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল । এছাড়া আরও জানিয়েছেন, কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের পুলিশ খুঁজে বের করবে । যথাযথ শাস্তি দেওয়া হবে ।

Intro:রায়গঞ্জ, ১৬ ডিসেম্বর, প্রসুন মৈত্র: এন আর সি এবং ক্যাবের বিরুদ্ধে মিছিলকে ধুন্ধুমার উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার কানকি।বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর পরিস্থিতি নিয়ন্তনে আনতে লাঠিচার্জ কাদানে গ্যাসের সেল ফাটায় ব্যাপক উত্তেজনা।তৃনমূল কংগ্রেসের জেলা সভাপতি এই ঘটনা অস্বীকার করেছে।যারা এই ঘটনার সংগে যুক্ত তাদের কে খুজে বের করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছেBody:AbcdConclusion:Abcd
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.