ETV Bharat / state

পথকুকুর মারার অভিযোগ রায়গঞ্জে গ্রেপ্তার 2 - অভিযোগ, মঞ্জু নামের ওই মহিলা সুপারি রূপমকে দিয়ে দুটি কুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলেছে ৷ গতকাল ওই দুটি কুকুরকে স্থানীয় বাসিন্দারা মৃত অবস্থায় উদ্ধার করে ৷ এরপর স্থানীয়রাই অভিযোগ করে থানায় ৷

অভিযোগ, মঞ্জু নামের ওই মহিলা সুপারি রূপমকে দিয়ে দুটি কুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলেছে ৷ গতকাল ওই দুটি কুকুরকে স্থানীয় বাসিন্দারা মৃত অবস্থায় উদ্ধার করে ৷ এরপর স্থানীয়রাই অভিযোগ করে থানায় ৷

police arrested 2 for killing road dogs
পথকুকুর মারার অভিযোগ রায়গঞ্জে গ্রেপ্তার 2
author img

By

Published : Apr 9, 2020, 9:08 PM IST

রায়গঞ্জ, 9 এপ্রিল : পশু অত্যাচার ও হত্যার দায়ে 2 জনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ রায়গঞ্জের চণ্ডীতলার ঘটনা ৷ ধৃতদের নাম রূপম গঙ্গোপাধ্যায় ও মঞ্জু নন্দী ৷ অভিযোগ, রাস্তায় দুটি কুকুরকে বিষ খাইয়ে হত্যা করেছে তাঁরা ৷ তাঁদের আজ রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে ৷

অভিযোগ, মঞ্জু নামের ওই মহিলা সুপারি রূপমকে দিয়ে দুটি কুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলেছে ৷ গতকাল ওই দুটি কুকুরকে স্থানীয় বাসিন্দারা মৃত অবস্থায় উদ্ধার করে ৷ এরপর স্থানীয়রাই অভিযোগ করে থানায় ৷ তারাই মঞ্জু ও রূপককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় ৷ স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুদিন যাবৎ মঞ্জু তার বাড়ির ছাগল খেয়ে ফেলছে কুকুরে, এই নিয়ে এলাকায় বলে বেরিয়েছিলেন । এলাকার পথ কুকুরদের মেরে ফেলারও হুমকি দিয়েছিলেন । স্থানীয় অনিল চন্দ্র সরকার বলেন, সারা বিশ্বে কোরোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত মানুষ । কিন্তু মঞ্জুদেবীর মনে সেই আতঙ্কের কোনও প্রভাব পড়েনি । এই নৃশংসতা তারই প্রতিফলন ৷ গতকাল কুকুর নিধনের মধ্যে দিয়ে এমনই নৃশংসতারই প্রমাণ দিলেন তিনি ৷ মঞ্জুদেবীর বাড়ির ছাগল খেয়ে ফেলার প্রতিশোধ হিসেবে রূপম গাঙ্গুলী নামে প্রতিবেশী এক ব্যাক্তিকে কুকুর মেরে ফেলার জন্য সুপারি দিয়েছিলেন । মাত্র 50 টাকা ও বিষ তুলে দিয়েছিলেন তিনি । সেই সুপারি পেয়েই রূপম এই কাজ করেছেন ।

police arrested 2 for killing road dogs
ধৃত মঞ্জু ও রূপম

অভিযুক্ত মঞ্জু নন্দী তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন ৷ তিনি বলেন, গত দুই মাস যাবৎ এলাকার পথ কুকুরগুলো তাঁর বাড়িতে অত্যাচার করছে । তাঁর বাড়ির 6 টি ছাগল খেয়ে ফেলার পর তিনি এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রতিবেশী, প্রত্যেকের কাছেই কুকুর আটকে দেবার আবেদন করেছিলেন । কিন্তু সেই আবেদনে কেউ সাড়া দেননি । একথা সত্যি ৷ তবে, রূপম নেশার ঘোরে তাঁর বিরুদ্ধে মিথ্যা বয়ান দিয়ে তাঁকে ফাঁসিয়েছে । যদিও পুলিশের গাড়িতে বসেই রূপম দাবি করে, মঞ্জু বৌদিই এই কাজ করতে বলেছিলেন । উনি এখন অস্বীকার করে লাভ নেই ।

রায়গঞ্জ, 9 এপ্রিল : পশু অত্যাচার ও হত্যার দায়ে 2 জনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ রায়গঞ্জের চণ্ডীতলার ঘটনা ৷ ধৃতদের নাম রূপম গঙ্গোপাধ্যায় ও মঞ্জু নন্দী ৷ অভিযোগ, রাস্তায় দুটি কুকুরকে বিষ খাইয়ে হত্যা করেছে তাঁরা ৷ তাঁদের আজ রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে ৷

অভিযোগ, মঞ্জু নামের ওই মহিলা সুপারি রূপমকে দিয়ে দুটি কুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলেছে ৷ গতকাল ওই দুটি কুকুরকে স্থানীয় বাসিন্দারা মৃত অবস্থায় উদ্ধার করে ৷ এরপর স্থানীয়রাই অভিযোগ করে থানায় ৷ তারাই মঞ্জু ও রূপককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় ৷ স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুদিন যাবৎ মঞ্জু তার বাড়ির ছাগল খেয়ে ফেলছে কুকুরে, এই নিয়ে এলাকায় বলে বেরিয়েছিলেন । এলাকার পথ কুকুরদের মেরে ফেলারও হুমকি দিয়েছিলেন । স্থানীয় অনিল চন্দ্র সরকার বলেন, সারা বিশ্বে কোরোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত মানুষ । কিন্তু মঞ্জুদেবীর মনে সেই আতঙ্কের কোনও প্রভাব পড়েনি । এই নৃশংসতা তারই প্রতিফলন ৷ গতকাল কুকুর নিধনের মধ্যে দিয়ে এমনই নৃশংসতারই প্রমাণ দিলেন তিনি ৷ মঞ্জুদেবীর বাড়ির ছাগল খেয়ে ফেলার প্রতিশোধ হিসেবে রূপম গাঙ্গুলী নামে প্রতিবেশী এক ব্যাক্তিকে কুকুর মেরে ফেলার জন্য সুপারি দিয়েছিলেন । মাত্র 50 টাকা ও বিষ তুলে দিয়েছিলেন তিনি । সেই সুপারি পেয়েই রূপম এই কাজ করেছেন ।

police arrested 2 for killing road dogs
ধৃত মঞ্জু ও রূপম

অভিযুক্ত মঞ্জু নন্দী তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন ৷ তিনি বলেন, গত দুই মাস যাবৎ এলাকার পথ কুকুরগুলো তাঁর বাড়িতে অত্যাচার করছে । তাঁর বাড়ির 6 টি ছাগল খেয়ে ফেলার পর তিনি এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রতিবেশী, প্রত্যেকের কাছেই কুকুর আটকে দেবার আবেদন করেছিলেন । কিন্তু সেই আবেদনে কেউ সাড়া দেননি । একথা সত্যি ৷ তবে, রূপম নেশার ঘোরে তাঁর বিরুদ্ধে মিথ্যা বয়ান দিয়ে তাঁকে ফাঁসিয়েছে । যদিও পুলিশের গাড়িতে বসেই রূপম দাবি করে, মঞ্জু বৌদিই এই কাজ করতে বলেছিলেন । উনি এখন অস্বীকার করে লাভ নেই ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.