ETV Bharat / state

Panchayat Election Results 2023: মেয়ের হয়ে গণনাকেন্দ্রে ঢোকার চেষ্টা তৃণমূল বিধায়কের, 'লাঠিচার্জ' কেন্দ্রীয় বাহিনীর - গণনাকেন্দ্রে ঢোকার চেষ্টা

মঙ্গলবার গভীর রাতে চোপড়ার তৃণমূল বিধায়ককে লাঠিচার্জের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ৷ অনুগামীদের নিয়ে তিনি গণনাকেন্দ্রে ঢোকার চেষ্টা করেন ৷ তখন পুলিশের উচ্চাধিকারিকের নির্দেশে তাঁকে ও তাঁর সঙ্গীদের লাঠিচার্জ করে বলে অভিযোগ ৷

ETV Bharat
পঞ্চায়েত নির্বাচন
author img

By

Published : Jul 12, 2023, 1:22 PM IST

Updated : Jul 12, 2023, 2:59 PM IST

রায়গঞ্জ, 12 জুলাই: মেয়ে নির্দল প্রার্থীর হয়ে গণনাকেন্দ্রে ঢোকার সময় তৃণমূল বিধায়ককে মারধর করল কেন্দ্রীয় বাহিনী ৷ এমনই অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে ৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমার ইসলামপুর হাইস্কুল প্রাঙ্গণে ৷ তৃণমূলের বিধায়ক হামিদুল রহমানকে প্রথমে পঞ্চায়েত ভোটগণনা কেন্দ্রে ঢুকতে বাধা দেয় পুলিশ ৷ পরে তাঁকে পুলিশের উচ্চাধিকারিকের নির্দেশে লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ ৷ গুরুতর আহত অবস্থায় হামিদুল রহমানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, অবৈধ জমায়েত করে গায়ের জোর গণনাকেন্দ্রে প্রবেশের চেষ্টা করেছিলেন চোপড়ার তৃণমূল বিধায়ক ৷ তাই পুলিশকে লাঠিচার্জ করতে হয় ৷ উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলা পরিষদের 4 নম্বর আসনটিতে প্রার্থী হয়েছেন ইসলামপুরের বিদ্রোহী বিধায়ক আব্দুল করিম চৌধুরী সমর্থকরা ৷ সেখানে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে অর্জুনা বেগম ৷

স্থানীয় সূত্র অনুযায়ী, ভোটগণনার রাতে গভীর রাতে ইসলামপুর হাইস্কুলে গণনাকেন্দ্রে জমায়েত করেছিলেন বিধায়ক হামিদুল রহমান-সহ তাঁর অনুগামীরা ৷ গণনাকেন্দ্রে প্রবেশের সময় তাঁর সঙ্গে অনেকে ছিলেন ৷ তখন পুলিশ বিধায়ককে গণনাকেন্দ্রে প্রবেশে বাধা দেয় ৷ সেই সময় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন হামিদুল রহমান ও তাঁর সঙ্গীরা ৷ এর ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তৃণমূল বিধায়ক তাঁর অনুগামীদের নিয়ে গায়ের জোর ইসলামপুর হাইস্কুল গণনাকেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে প্রথমে পুলিশ বাধা দেয় ৷ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে ৷ তবে ওই তৃণমূল বিধায়কের এক সঙ্গীর দাবি, লাঠিচার্জ করেছে কেন্দ্রীয় বাহিনী ৷ তাদের মারে আহত হন খোদ বিধায়ক ও তাঁর বেশ কয়েকজন সঙ্গী ৷

আরও পড়ুন: ভোটগণনায় দেরি, দু'দিনের পারিশ্রমিক দাবি সরকারি কর্মীদের

জখম তৃণমূল বিধায়ক ও বাকিদের তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বিধায়ক-সহ 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়্ তাদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ তবে বিধায়ক হামিদুল রহমানের অভিযোগ, ইসলামপুরের অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশে তাঁর ও তাঁর অনুগামীদের উপরে লাঠিচার্জ করে ৷ তবে গোটা ঘটনায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলকেই দায়ী করছে রাজনৈতিক মহল ৷ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী-সহ কেন্দ্রীয় বাহিনী ৷

রায়গঞ্জ, 12 জুলাই: মেয়ে নির্দল প্রার্থীর হয়ে গণনাকেন্দ্রে ঢোকার সময় তৃণমূল বিধায়ককে মারধর করল কেন্দ্রীয় বাহিনী ৷ এমনই অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে ৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমার ইসলামপুর হাইস্কুল প্রাঙ্গণে ৷ তৃণমূলের বিধায়ক হামিদুল রহমানকে প্রথমে পঞ্চায়েত ভোটগণনা কেন্দ্রে ঢুকতে বাধা দেয় পুলিশ ৷ পরে তাঁকে পুলিশের উচ্চাধিকারিকের নির্দেশে লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ ৷ গুরুতর আহত অবস্থায় হামিদুল রহমানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, অবৈধ জমায়েত করে গায়ের জোর গণনাকেন্দ্রে প্রবেশের চেষ্টা করেছিলেন চোপড়ার তৃণমূল বিধায়ক ৷ তাই পুলিশকে লাঠিচার্জ করতে হয় ৷ উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলা পরিষদের 4 নম্বর আসনটিতে প্রার্থী হয়েছেন ইসলামপুরের বিদ্রোহী বিধায়ক আব্দুল করিম চৌধুরী সমর্থকরা ৷ সেখানে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে অর্জুনা বেগম ৷

স্থানীয় সূত্র অনুযায়ী, ভোটগণনার রাতে গভীর রাতে ইসলামপুর হাইস্কুলে গণনাকেন্দ্রে জমায়েত করেছিলেন বিধায়ক হামিদুল রহমান-সহ তাঁর অনুগামীরা ৷ গণনাকেন্দ্রে প্রবেশের সময় তাঁর সঙ্গে অনেকে ছিলেন ৷ তখন পুলিশ বিধায়ককে গণনাকেন্দ্রে প্রবেশে বাধা দেয় ৷ সেই সময় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন হামিদুল রহমান ও তাঁর সঙ্গীরা ৷ এর ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তৃণমূল বিধায়ক তাঁর অনুগামীদের নিয়ে গায়ের জোর ইসলামপুর হাইস্কুল গণনাকেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে প্রথমে পুলিশ বাধা দেয় ৷ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে ৷ তবে ওই তৃণমূল বিধায়কের এক সঙ্গীর দাবি, লাঠিচার্জ করেছে কেন্দ্রীয় বাহিনী ৷ তাদের মারে আহত হন খোদ বিধায়ক ও তাঁর বেশ কয়েকজন সঙ্গী ৷

আরও পড়ুন: ভোটগণনায় দেরি, দু'দিনের পারিশ্রমিক দাবি সরকারি কর্মীদের

জখম তৃণমূল বিধায়ক ও বাকিদের তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বিধায়ক-সহ 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়্ তাদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ তবে বিধায়ক হামিদুল রহমানের অভিযোগ, ইসলামপুরের অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশে তাঁর ও তাঁর অনুগামীদের উপরে লাঠিচার্জ করে ৷ তবে গোটা ঘটনায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলকেই দায়ী করছে রাজনৈতিক মহল ৷ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী-সহ কেন্দ্রীয় বাহিনী ৷

Last Updated : Jul 12, 2023, 2:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.