ETV Bharat / state

Harassment Due to Strike: আদিবাসী সেঙ্গেলের বনধে চরম হেনস্থার শিকার আমজনতা

আদিবাসী সেঙ্গেল অভিযানের বনধে চরম হয়রানি আমজনতার ৷ তবে, বনধ না তুলে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে উদাসীন থাকার অভিযোগ জরুরি প্রয়োজনে বেরনো সাধারণ মানুষের ৷

Harassment Due to Strike ETV BHARAT
Harassment Due to Strike
author img

By

Published : Apr 17, 2023, 9:54 PM IST

বনধে চরম হেনস্থার শিকার আমজনতা

রায়গঞ্জ, 17 এপ্রিল: আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা 12 ঘণ্টার বনধে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ ৷ অভিযোগ আদিবাসী সংগঠনের তরফে প্রায় 7 ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করে রাখা হয়েছে ৷ কিন্তু, পুলিশ প্রশাসন কার্যত নিরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ ৷ জরুরি কাজ বেরিয়ে চরম হয়রানির শিকার আমজনতা ৷ গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে থাকতে হচ্ছে লোকজনকে ৷ বনধের শেষ না হওয়া পর্যন্ত জাতীয় সড়কে অবরোধ তুলবে না বলে জানিয়েছে আদিবাসি সেঙ্গেল অভিযান নেতৃত্ব ৷

উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের তিন আদিবাসি মহিলাকে দণ্ডি কাটিয়ে তৃণমূলে যোগদান করানোর অভিযোগ ওঠে স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে ৷ আদিবাসী মহিলাদের উপর অত্যাচারের অভিযোগে সমালোচনার মুখে পড়ে শাসকদল ৷ দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের ওই নেত্রীর-সহ একাধিক নেতার বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের করানো হয় ৷ কিন্তু, তা সত্ত্বেও পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেনি ৷ এমনকি আদিবাসীদের জমি জোর করে দখল করার অভিযোগ উঠেছে ৷

এমনই পাঁচ দফা ইস্যুতে 12 ঘণ্টার বনধের ডাক দিয়েছে আদিবাসী সেঙ্গেল অভিযান ৷ সকাল 6টা থেকে বনধ সমর্থকরা রায়গঞ্জের শিকিগুড়ি মোড়, নেতাজি মোড়-সহ জেলার বিভিন্ন এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে রেখেছে ৷ আদিবাসীদের ঘোষিত কর্মসূচি থাকায় অপ্রিতিকর ঘটনা রুখতে রায়গঞ্জ শহর এবং জাতীয় সড়কে প্রচুর পুলিশ মোয়ায়ন করা হয়েছে ৷ কিন্তু, পুলিশ প্রশাসনের তরফ থেকে অবরোধ তোলার জন্য কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে ৷

আরও পড়ুন: রাস্তাঘাট ফাঁকা, 12 ঘণ্টার বনধ শুরু আদিবাসী সেঙ্গেল অভিযানের

বনধের কারণে সকাল থেকে দোকানপাট বন্ধ দুই দিনাজপুরে ৷ এ দিন সকালে বালুরঘাট থেকে বেশ কয়েকটি সরকারি বাস শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল ৷ রায়গঞ্জ-শিলিগুড়ি মোড় এবং নেতাজি মোড়ে সেই বাসগুলিকে আটকে দেওয়া হয় বনধ সমর্থনকারীদের তরফে ৷ মাম্পি সাহা নামে এক যাত্রী জানান, তিনি ইসলামপুর যাচ্ছিলেন ৷ কাজের ব্যস্ততার কারণে আদিবাসিদের বনধের বিষয়টি তিনি জানতেন না ৷ শিলিগুড়ি মোড়ে অবরোধের জেরে গাড়ি আটকে যাওয়ায়, তাঁর ইসলামপুরে যাওয়া হয়নি ৷

তীব্র গরমে মাঝরাস্তায় আটকে গিয়ে বেজায় সমস্যায় পড়েছেন সকলে ৷ দোকানপাট বন্ধ থাকায় পানীয় জল ও খাবারের সমস্যাও হচ্ছে ৷ রাজকুমার মণ্ডল নামে এক যাত্রী জানিয়েছেন, তিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করেন ৷ ভোরে শিলিগুড়ি যাওয়ার জন্য গাড়িতে উঠেছিলেন ৷ সকাল সাতটা নাগাদ রায়গঞ্জে পৌঁছালেও রাস্তা অবরোধের কারণে যেতে পারেননি ৷ এ দিকে কর্মস্থলে যেতে না পারলে তিনি সমস্যা হবে বলে জানান ওই ব্যক্তি ৷

বনধে চরম হেনস্থার শিকার আমজনতা

রায়গঞ্জ, 17 এপ্রিল: আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা 12 ঘণ্টার বনধে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ ৷ অভিযোগ আদিবাসী সংগঠনের তরফে প্রায় 7 ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করে রাখা হয়েছে ৷ কিন্তু, পুলিশ প্রশাসন কার্যত নিরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ ৷ জরুরি কাজ বেরিয়ে চরম হয়রানির শিকার আমজনতা ৷ গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে থাকতে হচ্ছে লোকজনকে ৷ বনধের শেষ না হওয়া পর্যন্ত জাতীয় সড়কে অবরোধ তুলবে না বলে জানিয়েছে আদিবাসি সেঙ্গেল অভিযান নেতৃত্ব ৷

উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের তিন আদিবাসি মহিলাকে দণ্ডি কাটিয়ে তৃণমূলে যোগদান করানোর অভিযোগ ওঠে স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে ৷ আদিবাসী মহিলাদের উপর অত্যাচারের অভিযোগে সমালোচনার মুখে পড়ে শাসকদল ৷ দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের ওই নেত্রীর-সহ একাধিক নেতার বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের করানো হয় ৷ কিন্তু, তা সত্ত্বেও পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেনি ৷ এমনকি আদিবাসীদের জমি জোর করে দখল করার অভিযোগ উঠেছে ৷

এমনই পাঁচ দফা ইস্যুতে 12 ঘণ্টার বনধের ডাক দিয়েছে আদিবাসী সেঙ্গেল অভিযান ৷ সকাল 6টা থেকে বনধ সমর্থকরা রায়গঞ্জের শিকিগুড়ি মোড়, নেতাজি মোড়-সহ জেলার বিভিন্ন এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে রেখেছে ৷ আদিবাসীদের ঘোষিত কর্মসূচি থাকায় অপ্রিতিকর ঘটনা রুখতে রায়গঞ্জ শহর এবং জাতীয় সড়কে প্রচুর পুলিশ মোয়ায়ন করা হয়েছে ৷ কিন্তু, পুলিশ প্রশাসনের তরফ থেকে অবরোধ তোলার জন্য কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে ৷

আরও পড়ুন: রাস্তাঘাট ফাঁকা, 12 ঘণ্টার বনধ শুরু আদিবাসী সেঙ্গেল অভিযানের

বনধের কারণে সকাল থেকে দোকানপাট বন্ধ দুই দিনাজপুরে ৷ এ দিন সকালে বালুরঘাট থেকে বেশ কয়েকটি সরকারি বাস শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল ৷ রায়গঞ্জ-শিলিগুড়ি মোড় এবং নেতাজি মোড়ে সেই বাসগুলিকে আটকে দেওয়া হয় বনধ সমর্থনকারীদের তরফে ৷ মাম্পি সাহা নামে এক যাত্রী জানান, তিনি ইসলামপুর যাচ্ছিলেন ৷ কাজের ব্যস্ততার কারণে আদিবাসিদের বনধের বিষয়টি তিনি জানতেন না ৷ শিলিগুড়ি মোড়ে অবরোধের জেরে গাড়ি আটকে যাওয়ায়, তাঁর ইসলামপুরে যাওয়া হয়নি ৷

তীব্র গরমে মাঝরাস্তায় আটকে গিয়ে বেজায় সমস্যায় পড়েছেন সকলে ৷ দোকানপাট বন্ধ থাকায় পানীয় জল ও খাবারের সমস্যাও হচ্ছে ৷ রাজকুমার মণ্ডল নামে এক যাত্রী জানিয়েছেন, তিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করেন ৷ ভোরে শিলিগুড়ি যাওয়ার জন্য গাড়িতে উঠেছিলেন ৷ সকাল সাতটা নাগাদ রায়গঞ্জে পৌঁছালেও রাস্তা অবরোধের কারণে যেতে পারেননি ৷ এ দিকে কর্মস্থলে যেতে না পারলে তিনি সমস্যা হবে বলে জানান ওই ব্যক্তি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.