ETV Bharat / state

দাম কমার পরেও সিলিন্ডার প্রতি দিতে হচ্ছে বাড়তি 80 টাকা, ধন্দে মানুষ

রান্নার গ্যাসের দাম কমার পরেও নানা প্রশ্ন তৈরি হচ্ছে গ্রাহকদের মধ্যে । তাঁদের সবথেকে বড় প্রশ্ন গ্যাসের দাম বাড়ল না কমল । কারণ তাঁদের বক্তব্য, আগের থেকে 80 টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে রান্নার গ্যাসের সিলিন্ডার ।

Gas Cyclinder
গ্যাস সিলিন্ডার
author img

By

Published : May 29, 2020, 11:52 AM IST

Updated : Jun 8, 2020, 8:31 AM IST

রায়গঞ্জ, 29 মে : বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে রান্নার গ্যাসে দাম কমিয়েছে সরকার । কিন্ত তারপরেও বিভ্রান্তির শিকার হচ্ছে মানুষ । কারণ রান্নার গ্যাসের দাম কমার পরেও সিলিন্ডার পিছু আগের থেকে 80 টাকা বেশি দিতে হচ্ছে । আর তাতেই ক্ষোভে ফুঁসছে রায়গঞ্জবাসী ।

উত্তর দিনাজপুরে রান্নার গ্যাসের গ্রাহক প্রায় 10 লাখ । জেলায় ভারত পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েল ও হিন্দুস্থান পেট্রোলিয়াম মিলিয়ে মোট 23 টি ডিলারের মাধ্যমে গ্রাহকরা এই সুযোগ-সুবিধা পান । বর্তমানে তাঁদের মধ্যে গ্যাসের দাম ও ভর্তুকি নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে । তাঁদের সবথেকে বড় প্রশ্ন গ্যাসের দাম বাড়ল না কমল ।

আসলে আগে 824 টাকা দিয়ে রান্নার গ্যাস কিনতে হত । তবে, ভর্তুকি বাবদ 301 টাকা গ্রাহকের অ্যাকাউন্টে পাঠিয়ে দিত সরকার । ফলে হিসাবমতো 523 টাকা দিয়ে গ্যাস কিনত মানুষ । বর্তমানে গ্যাসের দাম কমিয়ে 603 টাকা করা হয়েছে । কিন্তু তাতে কোনও ভর্তুকি মিলছে না । ফলে আগের থেকে 80 টাকা বেশি দিয়ে গ্যাস কিনতে হচ্ছে মানুষকে । পাশাপাশি গ্যাসের দাম কমার আগে থেকেই অনেক ভর্তুকির টাকা অ্যাকাউন্টে ফেরত পান । ফলে সব মিলিয়ে চাপা অসন্তোষ গ্রাস করছে সাধারণ মানুষকে । রায়গঞ্জবাসীদের অনেকেই ইতিমধ্যে সরকারি আধিকারিদের দ্বারস্থ হওয়ার কথা চিন্তাভাবনা করেছেন ।

দাম কমার পরেও সিলিন্ডার প্রতি দিতে হচ্ছে বাড়তি 80 টাকা, ধন্দে মানুষ

এই বিষয়ে রায়গঞ্জের রান্নার গ্যাসের গ্রাহক দিপালী ভাদুড়ি মুখার্জি বলেন, "বেশ কিছু মাস ধরেই আমি রান্নার গ্যাসের ভর্তুকি পাচ্ছিনা । বর্তমানে যে দামে আমি গ্যাস কিনছি সেখানেও ভর্তুকি মিলছে না । তাই নিয়ে সমস্যায় পড়েছি । বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও এর কোন সদুত্তর পাওয়া যায়নি ।"

অপর এক গ্রাহক শ্যামাপ্রসাদ দাস বলেন, "গ্যাসের দাম 824 টাকা থেকে কমিয়ে 603 টাকা করা হয়েছে । তবে, ভর্তুকির টাকা পুরোপুরিভাবে উঠিয়ে দেওয়া হচ্ছে । এর জন্য মোটামুটিভাবে সিলিন্ডার প্রতি আমরা প্রায় 80 টাকা করে বেশি দাম দিচ্ছি । যার দরুণ সমস্যায় পড়েছি ।"

রায়গঞ্জের এক গ্যাস ডিলার মহম্মদ ডায়মুদ্দিন বলেন, "গ্যাসের দাম বা ভর্তুকি সম্পর্কে যা কিছু সিদ্ধান্ত হয় তা পুরোপুরিভাবে কেন্দ্র সরকার থেকে নেওয়া হয় । আমরা এই নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারি না । আমাদের কাছে সরকার থেকে যে নির্দেশিকা আসে সেই নির্দেশিকা অনুযায়ী কাজ করি আমরা । এতে আমাদের কোনও হাত নেই ।"

রায়গঞ্জ, 29 মে : বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে রান্নার গ্যাসে দাম কমিয়েছে সরকার । কিন্ত তারপরেও বিভ্রান্তির শিকার হচ্ছে মানুষ । কারণ রান্নার গ্যাসের দাম কমার পরেও সিলিন্ডার পিছু আগের থেকে 80 টাকা বেশি দিতে হচ্ছে । আর তাতেই ক্ষোভে ফুঁসছে রায়গঞ্জবাসী ।

উত্তর দিনাজপুরে রান্নার গ্যাসের গ্রাহক প্রায় 10 লাখ । জেলায় ভারত পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েল ও হিন্দুস্থান পেট্রোলিয়াম মিলিয়ে মোট 23 টি ডিলারের মাধ্যমে গ্রাহকরা এই সুযোগ-সুবিধা পান । বর্তমানে তাঁদের মধ্যে গ্যাসের দাম ও ভর্তুকি নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে । তাঁদের সবথেকে বড় প্রশ্ন গ্যাসের দাম বাড়ল না কমল ।

আসলে আগে 824 টাকা দিয়ে রান্নার গ্যাস কিনতে হত । তবে, ভর্তুকি বাবদ 301 টাকা গ্রাহকের অ্যাকাউন্টে পাঠিয়ে দিত সরকার । ফলে হিসাবমতো 523 টাকা দিয়ে গ্যাস কিনত মানুষ । বর্তমানে গ্যাসের দাম কমিয়ে 603 টাকা করা হয়েছে । কিন্তু তাতে কোনও ভর্তুকি মিলছে না । ফলে আগের থেকে 80 টাকা বেশি দিয়ে গ্যাস কিনতে হচ্ছে মানুষকে । পাশাপাশি গ্যাসের দাম কমার আগে থেকেই অনেক ভর্তুকির টাকা অ্যাকাউন্টে ফেরত পান । ফলে সব মিলিয়ে চাপা অসন্তোষ গ্রাস করছে সাধারণ মানুষকে । রায়গঞ্জবাসীদের অনেকেই ইতিমধ্যে সরকারি আধিকারিদের দ্বারস্থ হওয়ার কথা চিন্তাভাবনা করেছেন ।

দাম কমার পরেও সিলিন্ডার প্রতি দিতে হচ্ছে বাড়তি 80 টাকা, ধন্দে মানুষ

এই বিষয়ে রায়গঞ্জের রান্নার গ্যাসের গ্রাহক দিপালী ভাদুড়ি মুখার্জি বলেন, "বেশ কিছু মাস ধরেই আমি রান্নার গ্যাসের ভর্তুকি পাচ্ছিনা । বর্তমানে যে দামে আমি গ্যাস কিনছি সেখানেও ভর্তুকি মিলছে না । তাই নিয়ে সমস্যায় পড়েছি । বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও এর কোন সদুত্তর পাওয়া যায়নি ।"

অপর এক গ্রাহক শ্যামাপ্রসাদ দাস বলেন, "গ্যাসের দাম 824 টাকা থেকে কমিয়ে 603 টাকা করা হয়েছে । তবে, ভর্তুকির টাকা পুরোপুরিভাবে উঠিয়ে দেওয়া হচ্ছে । এর জন্য মোটামুটিভাবে সিলিন্ডার প্রতি আমরা প্রায় 80 টাকা করে বেশি দাম দিচ্ছি । যার দরুণ সমস্যায় পড়েছি ।"

রায়গঞ্জের এক গ্যাস ডিলার মহম্মদ ডায়মুদ্দিন বলেন, "গ্যাসের দাম বা ভর্তুকি সম্পর্কে যা কিছু সিদ্ধান্ত হয় তা পুরোপুরিভাবে কেন্দ্র সরকার থেকে নেওয়া হয় । আমরা এই নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারি না । আমাদের কাছে সরকার থেকে যে নির্দেশিকা আসে সেই নির্দেশিকা অনুযায়ী কাজ করি আমরা । এতে আমাদের কোনও হাত নেই ।"

Last Updated : Jun 8, 2020, 8:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.