রায়গঞ্জ, 24 এপ্রিল : এবার সরকারি স্কুলেও শুরু হল অনলাইন ক্লাস । রায়গঞ্জের সরলা সুন্দরী G S F P প্রাথমিক বিদ্যালয়ে এই ক্লাস শুরু হয় । এই বছরের জানুয়ারি মাসে নিজস্ব ওয়েবসাইট চালু করেছে তারা । সেই ওয়েবসাইট ও বিদ্যালয়ের নিজস্ব ফেসবুক পেজে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সব শ্রেণীর প্রশ্নপত্র দেওয়া হল ছাত্রছাত্রীদের ।
কোরোনার ভয়ে যেমন মানসিক উদ্বেগ কাজ করছে, জীবন মরণের যেখানে প্রশ্ন, সেখানে বাধ্য হয়েই মানুষ মেনে নিচ্ছেন কর্মহীন জীবনকে। কিন্তু বাড়ির ছোটোদের পড়াশোনার ক্ষতি যে হচ্ছে সেটাও চিন্তার ভাঁজ ফেলছে অভিভাবকদের কপালে । অনেক বেসরকারি স্কুল মুশকিল আসান হিসেবে অনলাইন ক্লাস শুরু করেছে । কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কী করবে ? এই চিন্তা মাথায় আসতেই ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা বেসরকারি স্কুলের ঢঙেই চালু করেন অনলাইন পড়াশুনো ।
স্কুলের ওয়েবসাইট ও ফেসবুক পেজে টানা নতুন নতুন অধ্যায় পড়াচ্ছেন শিক্ষক শিক্ষিকারা । অভিভাবকদের পরীক্ষা নিতে বলা হচ্ছে । স্কুলের প্রধান শিক্ষিকা অঞ্জনা কুণ্ডু ধর বলেন, " আমাদের স্কুলের অভিভাবকেরা খুব সচেতন । শহরের মধ্যে স্কুল বলে অনেকেই ইন্টারনেট ও সোশাল মিডিয়া সম্পর্কে ওয়াকিবহাল । এছাড়া যেহেতু স্কুলের আশেপাশের এলাকারই ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসে তাই যাদের বাড়িতে এই সুযোগ সুবিধা নেই তারা পাশের কোনও বন্ধুর বাড়ি থেকে খোঁজ পেয়ে যায় । আমরা স্কুলের নোটিস বোর্ডে লিখে দেওয়া থেকে শুরু করে, ছাত্রছাত্রীদের বাড়িতে ফোন করেও প্রচার চালাচ্ছি । চাল, আলু নিতে অভিভাবকেরা বিদ্যালয়ে আসছেন তাঁদেরকে বলে দেওয়া হচ্ছে । বিভিন্ন শ্রেণীর প্রশ্নপত্র বিদ্যালয় পরিদর্শক শিক্ষকদের গ্রুপে দিয়েছিলেন । সেগুলো আমরা ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি । বর্তমান পরিস্থিতিতে এছাড়া অন্য কোনও উপায়ে পড়াশুনো চালানো সম্ভব নয় ।"
রায়গঞ্জ চক্রের বিদ্যালয় পরিদর্শক নাসরিন পারভেজ এই ব্যাপারে বলেন, " রাজ্য থেকেই প্রাথমিক বিদ্যালয়ের এই প্রশ্নপত্রগুলি দেওয়া হয়েছে । আমি শিক্ষকদের গ্রুপে এই প্রশ্নগুলি দিয়ে দিয়েছি । সরলা সুন্দরী খুব সুন্দরভাবে সোশাল মিডিয়া ব্যবহার করে অনলাইনে সেগুলো দিয়েছে । ছুটিতে ছাত্রছাত্রীদের জন্য আপাতত এটাই হোমওয়ার্ক । স্কুলের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ।"