ETV Bharat / state

লকডাউনে রোজগারহীন, সবজি বিক্রি করে সংসার চলছে রায়গঞ্জের মঞ্জুর

রায়গঞ্জ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লির বাসিন্দা মঞ্জু দাস মণ্ডল । স্বামী প্রায় 12 বছর আগে মারা গিয়েছেন । এখন মা,  ছেলে,  বোন ও বোনের ছেলেকে নিয়ে এখন তাঁর সংসার । সংসার চালানোর জন্য মঞ্জু নিজে একটি ফাইটার কেনেন । সেই ফাইটার চালিয়ে বেশ ভালোই চলছিল সংসার । দিনের শেষ যা রোজকার হত তা দিয়ে ছেলে ও বোনের ছেলের পড়াশোনা খরচ চালানোর পাশাপাশি সংসার চালাতেন মঞ্জু ।

manju
রায়গঞ্জ
author img

By

Published : May 15, 2020, 1:01 PM IST

রায়গঞ্জ, 15মে : সরকারি সাহায্যে যা পেয়েছিলেন তা সবটাই প্রায় শেষ । কীভাবে সংসার চলবে তা ভাবতে পারছেন না । তাই কোনও দিক না ভেবে সবজি নিয়ে বাজারে বিক্রি করতে বসে গেলেন মঞ্জু দাস মণ্ডল । রায়গঞ্জের রবীন্দ্রপল্লির বাসিন্দা তিনি । পাঁচ জনের সংসার চালানোর জন্য এই পথ বেছে নিতে হয়েছে মঞ্জুকে ।

যদি লকডাউনের আগে মঞ্জুর সংসারে এতটাও কষ্ট ছিল না । অভাব ছিল । কিন্তু দুইবেলা দুইমুঠো জুটে যেত ঠিক । রাস্তায় ফাইটার চালিয়ে কিছু উপার্জন হত । লকডাউনের কারণে বন্ধ হয়েছে তা । উপার্জন নেই । সরকারি সাহায্যও প্রায় শেষ । এখন সবজি বিক্রি ছাড়া আর অন্য কোনও পথ দেখছেন না মঞ্জু ।

রায়গঞ্জ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লির বাসিন্দা মঞ্জু দাস মণ্ডল । স্বামী প্রায় 12 বছর আগে মারা গিয়েছেন । এখন মা, ছেলে, বোন ও বোনের ছেলেকে নিয়ে এখন তাঁর সংসার । সংসার চালানোর জন্য মঞ্জু নিজে একটি ফাইটার কেনেন । সেই ফাইটার চালিয়ে বেশ ভালোই চলছিল সংসার । দিনের শেষ যা রোজকার হত তা দিয়ে ছেলে ও বোনের ছেলের পড়াশোনা খরচ চালানোর পাশাপাশি সংসার চালাতেন মঞ্জু ।

25 মার্চ থেকে দেশ জুড়ে লকডাউন জারি হয় । কর্মহীন হয়ে গিয়েছেন বহু মানুষ । তৃতীয় দফার লকডাউন শেষ হতে আর দুই দিন বাকি । তার পরে কি আবার লকডাউন চলবে তা কেউ জানেন না । স্থানীয় কাউন্সিলর যা সাহায্যে দিয়েছিলেন তা দিয়ে কয়েকদিন সংসার চলে মঞ্জুর । একদিকে ফাইটার চলানো যাবে না । আবার মধ্যে সংসার চালাতে হবে । চালাতে হবে ছেলে ও বোনের ছেলের পড়াশোনার খরচ । তাই মঞ্জু দুইবেলা খাবার জোগানের জন্য বাজারে সবজি বিক্রি করছেন ।

মঞ্জু বলেন, “ সংসার তো চালাতে হবে । বাড়িতে মা, ছেলে, বোন ও বোনের ছেলে আছে । আগে ফাইটার চালিয়ে সংসার চালাতাম । লকডাউনের কারণে তা বন্ধ হয়ে গিয়েছে । তাই দুবেলা খাবার জোগানের জন্য বাজারে সবজি বিক্রি করছি । তা না হলে না খেয়ে থাকতে হত । এখন কিছুটা হলেও সংসারটা চলছে ।”

রায়গঞ্জ, 15মে : সরকারি সাহায্যে যা পেয়েছিলেন তা সবটাই প্রায় শেষ । কীভাবে সংসার চলবে তা ভাবতে পারছেন না । তাই কোনও দিক না ভেবে সবজি নিয়ে বাজারে বিক্রি করতে বসে গেলেন মঞ্জু দাস মণ্ডল । রায়গঞ্জের রবীন্দ্রপল্লির বাসিন্দা তিনি । পাঁচ জনের সংসার চালানোর জন্য এই পথ বেছে নিতে হয়েছে মঞ্জুকে ।

যদি লকডাউনের আগে মঞ্জুর সংসারে এতটাও কষ্ট ছিল না । অভাব ছিল । কিন্তু দুইবেলা দুইমুঠো জুটে যেত ঠিক । রাস্তায় ফাইটার চালিয়ে কিছু উপার্জন হত । লকডাউনের কারণে বন্ধ হয়েছে তা । উপার্জন নেই । সরকারি সাহায্যও প্রায় শেষ । এখন সবজি বিক্রি ছাড়া আর অন্য কোনও পথ দেখছেন না মঞ্জু ।

রায়গঞ্জ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লির বাসিন্দা মঞ্জু দাস মণ্ডল । স্বামী প্রায় 12 বছর আগে মারা গিয়েছেন । এখন মা, ছেলে, বোন ও বোনের ছেলেকে নিয়ে এখন তাঁর সংসার । সংসার চালানোর জন্য মঞ্জু নিজে একটি ফাইটার কেনেন । সেই ফাইটার চালিয়ে বেশ ভালোই চলছিল সংসার । দিনের শেষ যা রোজকার হত তা দিয়ে ছেলে ও বোনের ছেলের পড়াশোনা খরচ চালানোর পাশাপাশি সংসার চালাতেন মঞ্জু ।

25 মার্চ থেকে দেশ জুড়ে লকডাউন জারি হয় । কর্মহীন হয়ে গিয়েছেন বহু মানুষ । তৃতীয় দফার লকডাউন শেষ হতে আর দুই দিন বাকি । তার পরে কি আবার লকডাউন চলবে তা কেউ জানেন না । স্থানীয় কাউন্সিলর যা সাহায্যে দিয়েছিলেন তা দিয়ে কয়েকদিন সংসার চলে মঞ্জুর । একদিকে ফাইটার চলানো যাবে না । আবার মধ্যে সংসার চালাতে হবে । চালাতে হবে ছেলে ও বোনের ছেলের পড়াশোনার খরচ । তাই মঞ্জু দুইবেলা খাবার জোগানের জন্য বাজারে সবজি বিক্রি করছেন ।

মঞ্জু বলেন, “ সংসার তো চালাতে হবে । বাড়িতে মা, ছেলে, বোন ও বোনের ছেলে আছে । আগে ফাইটার চালিয়ে সংসার চালাতাম । লকডাউনের কারণে তা বন্ধ হয়ে গিয়েছে । তাই দুবেলা খাবার জোগানের জন্য বাজারে সবজি বিক্রি করছি । তা না হলে না খেয়ে থাকতে হত । এখন কিছুটা হলেও সংসারটা চলছে ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.