রায়গঞ্জ, 7 অক্টোবর : পুকুরে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল এক ব্যক্তির । উত্তর দিনাজপুরের হেমতাবাদের ঘটনা । মৃতের নাম মহম্মদ বুধন । বাড়ি বিহারের সমস্তিপুর এলকায় ।
মহম্মদ বুধন প্রতি বছর হেমতাবাদের বাহারাইল গ্রামে লেপ তৈরির জন্য আসেন । এবারও লেপ তৈরির জন্য এসেছিলেন । গতকাল বিকেলে স্থানীয় একটি পুকুরের স্নান করতে নামেন । সেই সময় আচমকাই পুকুরের জলে তলিয়ে যান তিনি । স্থানীয়রা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করলেও তাঁকে উদ্ধার করতে পারেননি ।
এরপর আজ সকালে তাঁর মৃতদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা । খবর দেওয়া হয় পুলিশে । হেমতাবাদ থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে পাঠায় ।