রায়গঞ্জ, 22 মে : দেড় মাসের সন্তানকে খুন করার অভিযোগ উঠল এক মহিলা ও তার বোনের বিরুদ্ধে । ঘটনাটি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কর্ণজোড়া কালীবাড়ি এলাকার । অভিযুক্ত মা প্রমিলা বর্মণ ও মাসি কল্পনা বর্মণ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাদের ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয় । ঘটনার তদন্ত শুরু করেছে কর্ণজোড়া পুলিশ ফাঁড়ির পুলিশ ।
স্থানীয় সূত্রের খবর, রায়গঞ্জ শহর সংলগ্ন কর্ণজোড়া কালীবাড়ি এলাকার বাসিন্দা রতন বর্মণ ও তার স্ত্রী প্রমিলার বছর তিনেক আগে বিয়ে হয় । এরপর তাদের একটি দেড় মাসের পুত্র সন্তান হয় । কয়েক মাস আগে স্বামী রতন বর্মণের সঙ্গে ঝগড়া করে প্রমিলা শিশুটিকে নিয়ে বামনগ্রামে তার বাপের বাড়ি চলে যায় ।অভিযোগ, আজ সকালে প্রমিলা ও তার দিদি শিশুটিকে খুন করে তার দেহ নিয়ে শ্বশুরবাড়ি আসে । সেই সময় বাড়িতে ছিলেন না রতন । প্রতিবেশীরা খেয়াল করে যে প্রমিলা ও তার দিদি মৃত শিশুটিকে বাড়িতে ফেলে দিয়ে পালিয়ে যাচ্ছে । সেই সময় এলাকার বাসিন্দারা তাদের ধরে ফেলে । শিশুটির মুখ ও নাক দিয়ে রক্ত বের হতে দেখেন তাঁরা ।
প্রমিলার স্বামী রতন বর্মণের অভিযোগ বিবাদের জেরে শিশুটিকে বালিশ চাপা দিয়ে খুন করেছে দুজনে। খবর পেয়ে ঘটনাস্থানে আসেন স্থানীয় পঞ্চায়েত প্রধান প্রশান্ত দাস । তিনি খবর দেন কর্ণজোড়া পুলিশ ফাঁড়িতে । পুলিশ আসলে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেন । শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ।