ETV Bharat / state

বিধায়কের উদ্যোগে করণদিঘিতে চালু হল 100 শয্যার সেফ হোম - গৌতম পাল

বিধায়ক পদে শপথ নেওয়ার পরেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়েছেন করণদিঘির বিধায়ক গৌতম পাল ৷ সেই মতো করণদিঘি মডেল স্কুলে 100 বেডের একটি সেফ হোম তৈরি করেছেন তিনি ৷ যেখানে কম সঙ্কটজনক করোনা আক্রান্তদের চিকিৎসা হবে ৷

on-initiative-of-the-mla-gautam-pal-a-100-bed-safe-home-was-start-in-karandighi-north-dinajpur
বিধায়কের উদ্যোগে করণদিঘিতে চালু হল 100 শয্যার সেফ হোম
author img

By

Published : May 21, 2021, 7:09 PM IST

রায়গঞ্জ, 21 মে : উত্তর দিনাজপুরের করণদিঘি বিধানসভায় 100 বেডের কোভিড সেফ হোম চালু করলেন তৃণমূল বিধায়ক গৌতম পাল ৷ যেখানে আধুনিক চিকিৎসার প্রায় সবরকম ব্যবস্থাই রয়েছে ৷ করণদিঘি মডেল স্কুলে তৈরি হওয়া এই সেফ হোমের উদ্বোধন করেন উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দকুমার মীনা । উপস্থিত ছিলেন রায়গঞ্জের পুলিশ সুপার সুমিত কুমার এবং অতিরিক্ত পুলিশ সুপার যশপ্রীত সিং।

বিধায়ক পদে শপথ নেওয়ার পরেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়েছেন করণদিঘির বিধায়ক গৌতম পাল ৷ সেই মতো করণদিঘি মডেল স্কুলে 100 বেডের একটি সেফ হোম তৈরি করেছেন তিনি ৷ যেখানে কম সঙ্কটজনক করোনা আক্রান্তদের চিকিৎসা হবে ৷ বিধায়ক গৌতম পাল জানিয়েছেন, আপাতত 100 বেডের সেফ হোম করা হলেও, সেখানে 400 শ্যযার পরিকাঠামো রয়েছে । প্রয়োজন হলে সেফ হোমের শয্যার সংখ্যা বাড়ানো হবে । এই সেফ হোমে অক্সিজেন পরিষেবা থাকার পাশাপাশি রোগীদের মনোরঞ্জনের জন্য টিভি এবং সাউন্ড সিস্টেমের ব্যবস্থা রাখা হয়েছে । সবসময়ের জন্য করোনা আক্রান্তদের দেখাশোনা করতে নার্স ও স্বাস্থ্যকর্মী ছাড়াও মোট 20 জন লোক থাকবেন ।

বিধায়কের উদ্যোগে করণদিঘিতে চালু হল 100 শয্যার সেফ হোম

আরও পড়ুন : রামনগরে 70 শয্যার সেফ হোমের উদ্বোধন অখিল গিরির

জেলাশাসক অরবিন্দকুমার মীনা জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী করোনা মোকাবিলা করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন । ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় করোনা আক্রান্তদের জন্য সেফ হোম খোলার নির্দেশ দিয়েছেন । করণদিঘি বিধানসভার বিধায়ক গৌতম পাল নিজে উদ্যোগ নিয়ে এখানে একটি সেফ হোম খুলেছেন । করণদিঘির বিধায়কের সেফ হোম খোলার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রায়গঞ্জের পুলিশ সুপার সুমিত কুমারও । তিনি জানিয়েছেন, প্রয়োজনে সবরকম পুলিশি সহযোগিতা করা হবে ।

রায়গঞ্জ, 21 মে : উত্তর দিনাজপুরের করণদিঘি বিধানসভায় 100 বেডের কোভিড সেফ হোম চালু করলেন তৃণমূল বিধায়ক গৌতম পাল ৷ যেখানে আধুনিক চিকিৎসার প্রায় সবরকম ব্যবস্থাই রয়েছে ৷ করণদিঘি মডেল স্কুলে তৈরি হওয়া এই সেফ হোমের উদ্বোধন করেন উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দকুমার মীনা । উপস্থিত ছিলেন রায়গঞ্জের পুলিশ সুপার সুমিত কুমার এবং অতিরিক্ত পুলিশ সুপার যশপ্রীত সিং।

বিধায়ক পদে শপথ নেওয়ার পরেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়েছেন করণদিঘির বিধায়ক গৌতম পাল ৷ সেই মতো করণদিঘি মডেল স্কুলে 100 বেডের একটি সেফ হোম তৈরি করেছেন তিনি ৷ যেখানে কম সঙ্কটজনক করোনা আক্রান্তদের চিকিৎসা হবে ৷ বিধায়ক গৌতম পাল জানিয়েছেন, আপাতত 100 বেডের সেফ হোম করা হলেও, সেখানে 400 শ্যযার পরিকাঠামো রয়েছে । প্রয়োজন হলে সেফ হোমের শয্যার সংখ্যা বাড়ানো হবে । এই সেফ হোমে অক্সিজেন পরিষেবা থাকার পাশাপাশি রোগীদের মনোরঞ্জনের জন্য টিভি এবং সাউন্ড সিস্টেমের ব্যবস্থা রাখা হয়েছে । সবসময়ের জন্য করোনা আক্রান্তদের দেখাশোনা করতে নার্স ও স্বাস্থ্যকর্মী ছাড়াও মোট 20 জন লোক থাকবেন ।

বিধায়কের উদ্যোগে করণদিঘিতে চালু হল 100 শয্যার সেফ হোম

আরও পড়ুন : রামনগরে 70 শয্যার সেফ হোমের উদ্বোধন অখিল গিরির

জেলাশাসক অরবিন্দকুমার মীনা জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী করোনা মোকাবিলা করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন । ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় করোনা আক্রান্তদের জন্য সেফ হোম খোলার নির্দেশ দিয়েছেন । করণদিঘি বিধানসভার বিধায়ক গৌতম পাল নিজে উদ্যোগ নিয়ে এখানে একটি সেফ হোম খুলেছেন । করণদিঘির বিধায়কের সেফ হোম খোলার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রায়গঞ্জের পুলিশ সুপার সুমিত কুমারও । তিনি জানিয়েছেন, প্রয়োজনে সবরকম পুলিশি সহযোগিতা করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.