ETV Bharat / state

NRC ইশুতে তৃণমূলের প্রচারের মোকাবিলা করতে না পেরেই হার, বলছেন BJP প্রার্থী - kaliaganj latest news

কালিয়াগঞ্জ আসনে উপনির্বাচনে হারের পর BJP প্রার্থী কমল সরকার বলেন, NRC নিয়ে তৃণমূলের প্রচারের মোকাবিলা ঠিক মতো করতে না পারার জেরে তৃণমূল কংগ্রেস জিতেছে ।

Kaliaganj
কমল সরকার
author img

By

Published : Nov 28, 2019, 5:09 PM IST

রায়গঞ্জ. 28 নভেম্বর : উপনির্বাচনে হেরে NRC-কে দুষলেন কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের BJP প্রার্থী কমল সরকার । তিনি বলেন, "NRC -কে হাতিয়ার করে মানুষকে ভুল বুঝিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ এই হাতিয়ার আমরা প্রতিহত করতে পারিনি ৷ এটাই আমাদের ব্যর্থতা ৷"

কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে 2304 ভোটে জয়ী হয়েছে তৃণমূল ৷ BJP প্রার্থী কমল সরকার পেয়েছেন 95014 ভোট ৷ যদিও মাত্র ছয় মাস আগেই লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে লিড পেয়েছিল BJP । খড়গপুর (সদর) ও করিমপুর কেন্দ্রেও মুখ থুবড়ে পড়েছে গেরুয়া শিবির ৷ NRC নিয়ে তৃণমূল ভুল বুঝিয়েছে সাধারণ মানুষকে ৷ নির্বাচনী ব্যর্থতার কারণ হিসেবে এমন দাবি করছেন কমলবাবু ৷ আজ ভোট গণনা শেষ হতেই তিনি বলেন, "যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে । এটা যুদ্ধের ময়দান ছিল ৷ আমরা জিততে পারিনি তা ঠিকই । তবে এই হারের ফলে আমরা গুটিয়ে যাব না । বরং আরও জোরদার ভাবে NRC নিয়ে প্রচার শুরু করতে হবে । NRC যে মানুষের খারাপ করবে না, তা মানুষকে বোঝাতে হবে ৷ BJP কখনও মানুষের খারাপ করতে পারে না ৷ তা বোঝানোই আমাদের উদ্দেশ্য হবে ।"

ভিডিয়োয় দেখুন কী বলেছেন কালিয়াগঞ্জের BJP প্রার্থী

আজ গণনার শুরুর দিকে প্রথম কয়েক রাউন্ডে কালিয়াগঞ্জে এগিয়ে ছিল BJP ৷ এ বিষয়ে কমলবাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "প্রথম রাউন্ড থেকেই আমি বুঝে গিয়েছিলাম জয়-পরাজয় অত্যন্ত কম ব্যবধানে হবে । সেটাই হল ।"

রায়গঞ্জ. 28 নভেম্বর : উপনির্বাচনে হেরে NRC-কে দুষলেন কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের BJP প্রার্থী কমল সরকার । তিনি বলেন, "NRC -কে হাতিয়ার করে মানুষকে ভুল বুঝিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ এই হাতিয়ার আমরা প্রতিহত করতে পারিনি ৷ এটাই আমাদের ব্যর্থতা ৷"

কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে 2304 ভোটে জয়ী হয়েছে তৃণমূল ৷ BJP প্রার্থী কমল সরকার পেয়েছেন 95014 ভোট ৷ যদিও মাত্র ছয় মাস আগেই লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে লিড পেয়েছিল BJP । খড়গপুর (সদর) ও করিমপুর কেন্দ্রেও মুখ থুবড়ে পড়েছে গেরুয়া শিবির ৷ NRC নিয়ে তৃণমূল ভুল বুঝিয়েছে সাধারণ মানুষকে ৷ নির্বাচনী ব্যর্থতার কারণ হিসেবে এমন দাবি করছেন কমলবাবু ৷ আজ ভোট গণনা শেষ হতেই তিনি বলেন, "যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে । এটা যুদ্ধের ময়দান ছিল ৷ আমরা জিততে পারিনি তা ঠিকই । তবে এই হারের ফলে আমরা গুটিয়ে যাব না । বরং আরও জোরদার ভাবে NRC নিয়ে প্রচার শুরু করতে হবে । NRC যে মানুষের খারাপ করবে না, তা মানুষকে বোঝাতে হবে ৷ BJP কখনও মানুষের খারাপ করতে পারে না ৷ তা বোঝানোই আমাদের উদ্দেশ্য হবে ।"

ভিডিয়োয় দেখুন কী বলেছেন কালিয়াগঞ্জের BJP প্রার্থী

আজ গণনার শুরুর দিকে প্রথম কয়েক রাউন্ডে কালিয়াগঞ্জে এগিয়ে ছিল BJP ৷ এ বিষয়ে কমলবাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "প্রথম রাউন্ড থেকেই আমি বুঝে গিয়েছিলাম জয়-পরাজয় অত্যন্ত কম ব্যবধানে হবে । সেটাই হল ।"

Intro:রায়গঞ্জ, ২৮ নভেম্বরঃ- এনআরসি নিয়ে তৃণমূল কংগ্রেস যে ভুল বুঝিয়েছে তারই ফলে আমার পরাজয় হয়েছে। কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ভোট গণনা সম্পন্ন হতে এমনই প্রতিক্রিয়া দিলেন বিজেপি প্রার্থী কমল সরকার। তিনি বলেন যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে। এটা যুদ্ধের ময়দান ছিল আমরা জিততে পারিনি তা ঠিকই। তবে এই হারের ফলে আমরা গুটিয়ে যাব না। বরঞ্চ আরো জোরদার ভাবে এনআরসি নিয়ে প্রচার শুরু করতে হবে। এনআরসি যে মানুষের খারাপ করবে না বা বিজেপির খারাপ করতে পারে না তা বোঝানো আমাদের এখন উদ্দেশ্য হবে। এদিন ভোট গণনা শেষে দেখা যায় প্রথমে কয়েকটি রাউন্ডে এগিয়ে থাকার পরও বিজেপি প্রার্থী হার হয়েছে। এ বিষয়ে কমলবাবু কে প্রশ্ন করা হলে তিনি বলেন প্রথম রাউন্ড থেকেই আমি বুঝে গিয়েছিলাম জয়-পরাজয় এটা অত্যন্ত কম ব্যবধানে হবে। সেটাই হলো। তবে মানুষকে এনআরসি নিয়ে আরো ভালোভাবে বোঝাতে হবে বলে মনে করছি।Body:AjgConclusion:Zkj
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.