ETV Bharat / state

কাফিল খানের নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলনে DYFI ও SFI - ডাঃ কাফিল খানের নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলনে DYFI ও SFI

দুই যুব দলের চোপড়া দক্ষিণ লোকাল কমিটি ও ইসলামপুর শাখার উদ্যোগে মিছিল হয় ৷ উপস্থিত ছিল জেলা নেতৃত্ব ৷

DYFI and SFI started a movement
DYFI ও SFI
author img

By

Published : Jul 27, 2020, 3:28 AM IST

রায়গঞ্জ, 27 জুলাই: উত্তরপ্রদেশের বিতর্কীত জেলবন্দী চিকিৎসক কাফিল খানের নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলন নামল DYFI ও SFI । রবিবার উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ও ইসলামপুর ব্লকের গুঞ্জরিয়া বাজার এলাকায় দুই দলের সমর্থকেরা পোস্টার হাতে বিক্ষোভ দেখান ।

রবিবার কাফিল খানের নিঃশর্ত মুক্তির দাবিতে DYFI ও SFI একটি বিক্ষোভ মিছিলও করে । দুই যুব দলের চোপড়া দক্ষিণ লোকাল কমিটি ও ইসলামপুর শাখার উদ্যোগে মিছিল হয় ৷ পথসভা করে শেষ হয় কর্মসূচি ৷ কর্মসূচিতে উপস্থিত ছিলেন DYFI জেলা কমিটির সভাপতি গৌতম বর্মন, আনসারুল হক ৷ ছিলেন SFI নেতা আজিজুর রহমান। এছাড়াও ছিলেন জেলার যুবনেতা নাসির আলম, সৈফুদ্দিন, মঞ্জুর আকিল, সামী খান সহ অন্যান্য নেতৃবৃন্দ ৷

SFI-এর জেলার যুবনেতা সামী খান দাবি করেন, "কাফিল খান গরিবের ডাক্তার । তাঁকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে ৷ নচেত দেশজুড়ে সাম্প্রদায়িক দল BJP-র বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে গড়ে তোলা হবে ।"

রায়গঞ্জ, 27 জুলাই: উত্তরপ্রদেশের বিতর্কীত জেলবন্দী চিকিৎসক কাফিল খানের নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলন নামল DYFI ও SFI । রবিবার উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ও ইসলামপুর ব্লকের গুঞ্জরিয়া বাজার এলাকায় দুই দলের সমর্থকেরা পোস্টার হাতে বিক্ষোভ দেখান ।

রবিবার কাফিল খানের নিঃশর্ত মুক্তির দাবিতে DYFI ও SFI একটি বিক্ষোভ মিছিলও করে । দুই যুব দলের চোপড়া দক্ষিণ লোকাল কমিটি ও ইসলামপুর শাখার উদ্যোগে মিছিল হয় ৷ পথসভা করে শেষ হয় কর্মসূচি ৷ কর্মসূচিতে উপস্থিত ছিলেন DYFI জেলা কমিটির সভাপতি গৌতম বর্মন, আনসারুল হক ৷ ছিলেন SFI নেতা আজিজুর রহমান। এছাড়াও ছিলেন জেলার যুবনেতা নাসির আলম, সৈফুদ্দিন, মঞ্জুর আকিল, সামী খান সহ অন্যান্য নেতৃবৃন্দ ৷

SFI-এর জেলার যুবনেতা সামী খান দাবি করেন, "কাফিল খান গরিবের ডাক্তার । তাঁকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে ৷ নচেত দেশজুড়ে সাম্প্রদায়িক দল BJP-র বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে গড়ে তোলা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.