রায়গঞ্জ, 31 জুলাই : খোঁজ মিলছে না দুই কোরোনা আক্রান্তের । ভুয়ো নাম, ঠিকানা ও টেলিফোন নম্বর দিয়ে লালরস পরীক্ষা করেছিলেন রায়গঞ্জের দুজন । এমনই সন্দেহ করছে রায়গঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ । গতকাল থেকে আজ পর্যন্ত তাদের এখনও খুঁজে পাওয়া যায়নি । রীতিমতো চিন্তিত চেয়ারম্যান ।
বুধবার রায়গঞ্জ মেডিকেল কলেজে এক মহিলা এবং এক পুরুষ তাদের লালারসের নমুনা পরীক্ষা করিয়েছিলেন । ফর্মে উল্লেখিত জায়গায় তাদের নাম, টেলিফোন নম্বর এবং ঠিকানা নেওয়া হয়েছিল । গতকাল রাতে তাদের রিপোর্ট পজিটিভ আসার পর থেকে আর ওই টেলিফোন নম্বরে যোগাযোগ করা সম্ভব হয়নি । উল্লিখিত ঠিকানায় ওই নামে কাউকে পাওয়া যায়নি । চিন্তিত রায়গঞ্জ পৌরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা ।
এবিষয়ে রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, “গতকাল রাত থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত এখনও ওই দুই জনের খোঁজ আমরা পাইনি । তারা যে ফোন নম্বর দিয়েছিলেন সেই নাম্বার বন্ধ । আমরা চিন্তিত ।”
রায়গঞ্জ শহরে কোরোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে । ইতিমধ্যেই প্রায় 150 জন আক্রান্ত হয়েছে । তাদের চিকিৎসা চলছে । বেশিরভাগ ক্ষেত্রে তারা সুস্থ হয়ে উঠছে । কারও কোনও রকম উপসর্গ থাকলে তাদের পরীক্ষা করানোর পরামর্শ দিচ্ছে রায়গঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ ।