রায়গঞ্জ, 21 নভেম্বর: কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রচারে আজ এসেছিলেন তৃণমূল কংগ্রেস নেতা শুভেন্দু অধিকারী । দলীয় প্রার্থী তপন দেব সিংহের সমর্থনে বাজিতপুরের মাঠে জনসভার আয়োজন করা হয়েছিল ৷ জনসভায় শুভেন্দু ছাড়াও ছিলেন রাজীব বন্দোপাধ্যায়, গোলাম রব্বানি, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য, কালিয়াগঞ্জ পৌরসভার প্রধান কার্তিক চন্দ্র পাল, জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি গৌতম পাল সহ একাধিক শীর্ষ নেতৃত্ব ।
"তৃণমূল কংগ্রেসকে ভোট দিন ৷ কালিয়াগঞ্জ বিধানসভা এলাকাকে উন্নয়নে ভরিয়ে দেবে রাজ্য সরকার । যদি উন্নয়ন না হয় আগামী 2021 সালে আমি আর রাজীব বন্দোপাধ্যায় আপনাদের কাছে ভোট চাইতে আসব না" । আজকের নির্বাচনী প্রচারে এসে একথা বললেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী ৷
25 নভেম্বর রাজ্যের আরও দুটি বিধানসভা উপনির্বাচনের সঙ্গে কালিয়াগঞ্জ বিধানসভাতেও উপনির্বাচন হতে চলেছে । BJP-র পাশাপাশি আজ নির্বাচনী জনসভায় তৃণমূল নেতার নিশানায় ছিল বাম-কংগ্রেস জোট ৷ শুভেন্দু বলেন, "CPI(M) ও কংগ্রেসকে ভোট দেওয়া মানে NOTA-য় ভোট দেওয়া । " NRC নিয়ে এলাকাবাসীকে আশ্বস্ত করেন শুভেন্দু ৷ বলেন, "NRC-র জন্য আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে কাউকে সরকারি দপ্তরে দৌড়াতে হবে না ৷" এলাকার BJP সাংসদ গত 6 মাসে কোনও কাজ করেননি বলে অভিযোগ করেন ।