ETV Bharat / state

NRC-র জন্য দৌড়াতে হবে না : শুভেন্দু অধিকারী - NRC প্রসঙ্গে শুভেন্দু অধিকারী

তৃণমূল জয়ী হলে কালিয়াগঞ্জ বিধানসভা এলাকাকে উন্নয়নে ভরিয়ে দেবে রাজ্য সরকার । কালিয়াগঞ্জে নির্বাচনী জনসভায় আজ এ কথা বলেন তৃণমূলের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী ৷

NRC-র জন্য দৌড়াতে হবে না : শুভেন্দু অধিকারী
author img

By

Published : Nov 21, 2019, 10:21 PM IST

রায়গঞ্জ, 21 নভেম্বর: কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রচারে আজ এসেছিলেন তৃণমূল কংগ্রেস নেতা শুভেন্দু অধিকারী । দলীয় প্রার্থী তপন দেব সিংহের সমর্থনে বাজিতপুরের মাঠে জনসভার আয়োজন করা হয়েছিল ৷ জনসভায় শুভেন্দু ছাড়াও ছিলেন রাজীব বন্দোপাধ্যায়, গোলাম রব্বানি, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য, কালিয়াগঞ্জ পৌরসভার প্রধান কার্তিক চন্দ্র পাল, জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি গৌতম পাল সহ একাধিক শীর্ষ নেতৃত্ব ।

"তৃণমূল কংগ্রেসকে ভোট দিন ৷ কালিয়াগঞ্জ বিধানসভা এলাকাকে উন্নয়নে ভরিয়ে দেবে রাজ্য সরকার । যদি উন্নয়ন না হয় আগামী 2021 সালে আমি আর রাজীব বন্দোপাধ্যায় আপনাদের কাছে ভোট চাইতে আসব না" । আজকের নির্বাচনী প্রচারে এসে একথা বললেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী ৷

25 নভেম্বর রাজ্যের আরও দুটি বিধানসভা উপনির্বাচনের সঙ্গে কালিয়াগঞ্জ বিধানসভাতেও উপনির্বাচন হতে চলেছে । BJP-র পাশাপাশি আজ নির্বাচনী জনসভায় তৃণমূল নেতার নিশানায় ছিল বাম-কংগ্রেস জোট ৷ শুভেন্দু বলেন, "CPI(M) ও কংগ্রেসকে ভোট দেওয়া মানে NOTA-য় ভোট দেওয়া । " NRC নিয়ে এলাকাবাসীকে আশ্বস্ত করেন শুভেন্দু ৷ বলেন, "NRC-র জন্য আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে কাউকে সরকারি দপ্তরে দৌড়াতে হবে না ৷" এলাকার BJP সাংসদ গত 6 মাসে কোনও কাজ করেননি বলে অভিযোগ করেন ।

রায়গঞ্জ, 21 নভেম্বর: কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রচারে আজ এসেছিলেন তৃণমূল কংগ্রেস নেতা শুভেন্দু অধিকারী । দলীয় প্রার্থী তপন দেব সিংহের সমর্থনে বাজিতপুরের মাঠে জনসভার আয়োজন করা হয়েছিল ৷ জনসভায় শুভেন্দু ছাড়াও ছিলেন রাজীব বন্দোপাধ্যায়, গোলাম রব্বানি, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য, কালিয়াগঞ্জ পৌরসভার প্রধান কার্তিক চন্দ্র পাল, জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি গৌতম পাল সহ একাধিক শীর্ষ নেতৃত্ব ।

"তৃণমূল কংগ্রেসকে ভোট দিন ৷ কালিয়াগঞ্জ বিধানসভা এলাকাকে উন্নয়নে ভরিয়ে দেবে রাজ্য সরকার । যদি উন্নয়ন না হয় আগামী 2021 সালে আমি আর রাজীব বন্দোপাধ্যায় আপনাদের কাছে ভোট চাইতে আসব না" । আজকের নির্বাচনী প্রচারে এসে একথা বললেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী ৷

25 নভেম্বর রাজ্যের আরও দুটি বিধানসভা উপনির্বাচনের সঙ্গে কালিয়াগঞ্জ বিধানসভাতেও উপনির্বাচন হতে চলেছে । BJP-র পাশাপাশি আজ নির্বাচনী জনসভায় তৃণমূল নেতার নিশানায় ছিল বাম-কংগ্রেস জোট ৷ শুভেন্দু বলেন, "CPI(M) ও কংগ্রেসকে ভোট দেওয়া মানে NOTA-য় ভোট দেওয়া । " NRC নিয়ে এলাকাবাসীকে আশ্বস্ত করেন শুভেন্দু ৷ বলেন, "NRC-র জন্য আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে কাউকে সরকারি দপ্তরে দৌড়াতে হবে না ৷" এলাকার BJP সাংসদ গত 6 মাসে কোনও কাজ করেননি বলে অভিযোগ করেন ।

Intro:রায়গঞ্জ, ২১ নভেম্বর, প্রসুন মৈত্র: " তৃনমূল কংগ্রেস কে ভোট দিন কালিয়াগঞ্জ বিধানসভা এলাকায় উন্নয়নে ভরিয়ে দেবে রাজ্য সরকার। যদি উন্নয়ন না হয় আগামী ২০২১ সালে আমি আর রাজীব বন্দোপাধ্যায় আপনাদের কাছে ভোট চাইতে আসবনা"। কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে এক জনসভায় যোগ দিতে এসে এমনই বক্তব্য রাখলেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা তৃনমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে দলীয় প্রার্থী তপন দেব সিংহের সমর্থনে প্রচারে এসে এক জনসভায় যোগ দেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। কালিয়াগঞ্জের বাজিতপুরের মাঠে বিশাল ওই জনসভায় মন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়, রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি, জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, জেলা তৃনমূল কংগ্রেসের চেয়ারম্যান অমল আচার্য, কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল, জেলা যুব তৃনমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল সহ শীর্ষ নেতৃত্ব।

আগামী ২৫ নভেম্বর রাজ্যের আরও দুটি বিধানসভা উপনির্বাচনের সাথে কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচন হতে চলেছে। কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচনের প্রচারে যোগ দিতে আজ কালিয়াগঞ্জ বিধানসভার বাজিতপুরে জনসভায় যোগ দিতে আসেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, কংগ্রেস বিজেপিকে ভোট দেওয়া মানে নোটায় ভোট দেওয়া। তাই নিজেদের ভোট নষ্ট না করে রাজ্যের উন্নয়নের শরীক হতে তৃনমূল কংগ্রেস কে ভোট দেওয়ার আবেদন করেন। এই রাজ্য তথা দেশের মানুষ এন আর সি আতঙ্কে কাঁপছেন। তিনি নিশ্চিত করে বলেন এই রাজ্যে যতক্ষন পর্যন্ত মমতা বন্দোপাধ্যায় আছেন ততক্ষন আপনাদের পাহাড়াদার হিসেবে থাকবেন। কোনও ভয় বা আতঙ্কের কিছু নেই। কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, মমতা বন্দোপাধ্যায়ের সরকার যতদিন আছে বা থাকবে ততদিন এন আর সি নিয়ে কোনও ভয় নেই, এন আর সি'র জন্য আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে দৌড়াতে হবেনা। তিনি বিজেপিকে লক্ষ্য করে বলেন, বিজেপির পতনের দিন চলে এসেছে। এই বিধানসভার উপনির্বাচনে তপন দেব সিংহ প্রার্থী নয়, প্রার্থী হচ্ছে জোড়া ফুল চিহ্ন। জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে মমতা বন্দোপাধ্যায়ের হাতকে শক্ত করার আহ্বান জানান মন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এখানাকার বিজেপি সাংসদ এই ছয়মাসে কোনও কাজ করেননি তার উল্লেখও করেন।

বক্তব্য ১) শুভেন্দু অধিকারী ( পরিবহনমন্ত্রী)Body:AncdConclusion:Abcd
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.