ETV Bharat / state

তকমা ঘুচেছে গ্রিন জ়োনের, রায়গঞ্জে প্রবেশপথে ব্যারিকেড স্থানীয়দের - corona

এতদিন গ্রিন জ়োন ছিল উত্তর দিনাজপুর । তবে এবার সেই তকমা মুছল । রায়গঞ্জ ও হেমতাবাদ থেকে মোট তিনজন কোরোনায় আক্রান্ত হয়েছেন ।

aa
রায়গঞ্জ
author img

By

Published : May 10, 2020, 1:14 PM IST

রায়গঞ্জ, 10 মে : গ্রিন জ়োনের তকমা মুছেছে উত্তর দিনাজপুরের । রায়গঞ্জ ও হেমতাবাদ থেকে মোট তিন কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে । এই খবর সামনে আসতেই আতঙ্ক ছড়ায় রায়গঞ্জে । রায়গঞ্জের 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তাঁদের এলাকায় ঢোকার রাস্তা বাঁশ দিয়ে আটকে দেন । বহিরাগতদের প্রবেশ রুখতেই এই পদক্ষেপ ।

রায়গঞ্জের দু'জন এবং হেমতাবাদের একজনের সোয়াব টেস্টের নমুনা পরীক্ষায় কোরোনা পজ়িটিভ ধরা পড়েছে । উপসর্গ দেখা দিতেই তাঁদের লালারসের নমুনা সংগ্রহ করা হয় । এরপর গতকাল সকালে তাঁদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । বিষয়টি জানাজানি হতেই রায়গঞ্জের 20 নম্বর ওয়ার্ড ইন্দিরা কলোনি এলাকায় স্থানীয়রা কলোনিতে ঢোকার রাস্তা বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেন ।

aa
বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে রাস্তা

স্থানীয়রা জানিয়েছেন, এলাকাকে সুরক্ষিত রাখতে বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়েছে । বাইরের কাউকে পাড়ায় ঢুকতে দেওয়া হবে না ।

রায়গঞ্জ, 10 মে : গ্রিন জ়োনের তকমা মুছেছে উত্তর দিনাজপুরের । রায়গঞ্জ ও হেমতাবাদ থেকে মোট তিন কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে । এই খবর সামনে আসতেই আতঙ্ক ছড়ায় রায়গঞ্জে । রায়গঞ্জের 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তাঁদের এলাকায় ঢোকার রাস্তা বাঁশ দিয়ে আটকে দেন । বহিরাগতদের প্রবেশ রুখতেই এই পদক্ষেপ ।

রায়গঞ্জের দু'জন এবং হেমতাবাদের একজনের সোয়াব টেস্টের নমুনা পরীক্ষায় কোরোনা পজ়িটিভ ধরা পড়েছে । উপসর্গ দেখা দিতেই তাঁদের লালারসের নমুনা সংগ্রহ করা হয় । এরপর গতকাল সকালে তাঁদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । বিষয়টি জানাজানি হতেই রায়গঞ্জের 20 নম্বর ওয়ার্ড ইন্দিরা কলোনি এলাকায় স্থানীয়রা কলোনিতে ঢোকার রাস্তা বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেন ।

aa
বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে রাস্তা

স্থানীয়রা জানিয়েছেন, এলাকাকে সুরক্ষিত রাখতে বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়েছে । বাইরের কাউকে পাড়ায় ঢুকতে দেওয়া হবে না ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.