ETV Bharat / state

NIA in Darivit : শুরু হল দাড়িভিটকাণ্ডের এনআইএ তদন্ত, ইসলামপুরে গেলেন তদন্তকারীরা - তদন্তকারি দল দাড়িভিটে পৌঁছান

প্রায় পাঁচ বছর পর দাড়িভিটকাণ্ডে এনআইএ তদন্ত শুরু হল । শনিবার এনআইএ-র পাঁচ সদস্যের তদন্তকারি দল দাড়িভিটে পৌঁছন । তদন্তকারি দলটি মৃত তাপস বর্মনের মা মঞ্জু বর্মনের সঙ্গে দেখা করেন ।

Etv Bharat
দাড়িভিটকাণ্ডে মৃত দুই ছাত্র
author img

By

Published : May 28, 2023, 3:09 PM IST

রায়গঞ্জ, 28 মে: প্রায় পাঁচ বছর পর দাড়িভিটকাণ্ডে শুরু হল এনআইএ তদন্ত ৷ শনিবার এনআইএ-র পাঁচ সদস্যের তদন্তকারি দল দাড়িভিটে পৌঁছন । মৃত তাপস বর্মনের মা মঞ্জু বর্মনের সঙ্গে দেখা করেন । এলাকা ঘুরে দেখেন। তদন্তকারী দলের সঙ্গে ইসলামপুর থানার পুলিশকে দেখা যায়নি ৷

উল্লেখ্য, 2018 সালের 20 সেপ্টেম্বর শূন্য হয়ে গিয়েছিল দাড়িভিটের দুই মায়ের কোল ৷ বাংলা শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলন চলছিল দাড়িভিটের স্কুলে ৷ সেই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল রাজেশ সরকার ও তাপস বর্মন নামে দুই ছাত্রের ৷ মৃত দুই ছাত্রের পরিবার পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবিতে দেহ দাহ না-করে বাড়ির পাশে সমাধিস্থ করে রেখেছে । বিজেপি নেতারা সিবিআই তদন্তের আশ্বাস দিয়েছিলেন মৃতের পরিবারের সদস্যদের । এমনকী তদন্তের দাবিতে মৃতের পরিবারের সদস্যদের নিয়ে রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতারা ৷

আদালতের নির্দেশের পরই শনিবার ঘটনার তদন্ত শুরু করল এনআইএ । তদন্তভার হাতে পেয়েই শনিবার এনআইএ-র 5 সদস্যের দলটি দাড়িভিটে পৌছয় । প্রথমে তারা ঘটনাস্থল ঘুরে দেখেন । মৃত তাপসের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সাথে দেখা করেন । তাপসের মা মঞ্জু বর্মনের থেকে ঘটনার বিস্তারিত বিবরণ শোনার পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের সঙ্গে তাঁরা কথা বলেন ৷ প্রায় ঘণ্টা দেড়েক কথা বলার পর এনআইএ-এর দলটি চলে যায় । এলাকাসূত্রে আরও জানা গিয়েছে, এনআইএ-র পক্ষ থেকে এদিন ঘটনাস্থল থেকে কোনও নমুনা সংগ্রহ করতে দেখা যায়নি ।

আরও পড়ুন: এবার প্রকৃত দোষীরা শাস্তি পাবে', দাড়িভিট কাণ্ডে এনআইএ তদন্তে বললেন আন্দোলনকারী

ঘটনার চার বছর কেটে গিয়েছে ৷ 10মে রাজেশ ও তাপসের মৃত্যুর তদন্তভার ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি বা এনআইএ-এর হাতে তুলে দিয়েছিল কলকাতা হাইকোর্ট । যদিও এর আগে রাজ্য সরকার ঘটনার তদন্তভার সিআইডি হাতে দিলেও মৃতের পরিবার সেই তদন্তে সন্তুষ্ট হতে পারেনি । দীর্ঘ দিন যাবৎ মৃত ছাত্রের পরিবার সিবিআই তদন্তের দাবিতে অনড় ছিলেন ।

রায়গঞ্জ, 28 মে: প্রায় পাঁচ বছর পর দাড়িভিটকাণ্ডে শুরু হল এনআইএ তদন্ত ৷ শনিবার এনআইএ-র পাঁচ সদস্যের তদন্তকারি দল দাড়িভিটে পৌঁছন । মৃত তাপস বর্মনের মা মঞ্জু বর্মনের সঙ্গে দেখা করেন । এলাকা ঘুরে দেখেন। তদন্তকারী দলের সঙ্গে ইসলামপুর থানার পুলিশকে দেখা যায়নি ৷

উল্লেখ্য, 2018 সালের 20 সেপ্টেম্বর শূন্য হয়ে গিয়েছিল দাড়িভিটের দুই মায়ের কোল ৷ বাংলা শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলন চলছিল দাড়িভিটের স্কুলে ৷ সেই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল রাজেশ সরকার ও তাপস বর্মন নামে দুই ছাত্রের ৷ মৃত দুই ছাত্রের পরিবার পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবিতে দেহ দাহ না-করে বাড়ির পাশে সমাধিস্থ করে রেখেছে । বিজেপি নেতারা সিবিআই তদন্তের আশ্বাস দিয়েছিলেন মৃতের পরিবারের সদস্যদের । এমনকী তদন্তের দাবিতে মৃতের পরিবারের সদস্যদের নিয়ে রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতারা ৷

আদালতের নির্দেশের পরই শনিবার ঘটনার তদন্ত শুরু করল এনআইএ । তদন্তভার হাতে পেয়েই শনিবার এনআইএ-র 5 সদস্যের দলটি দাড়িভিটে পৌছয় । প্রথমে তারা ঘটনাস্থল ঘুরে দেখেন । মৃত তাপসের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সাথে দেখা করেন । তাপসের মা মঞ্জু বর্মনের থেকে ঘটনার বিস্তারিত বিবরণ শোনার পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের সঙ্গে তাঁরা কথা বলেন ৷ প্রায় ঘণ্টা দেড়েক কথা বলার পর এনআইএ-এর দলটি চলে যায় । এলাকাসূত্রে আরও জানা গিয়েছে, এনআইএ-র পক্ষ থেকে এদিন ঘটনাস্থল থেকে কোনও নমুনা সংগ্রহ করতে দেখা যায়নি ।

আরও পড়ুন: এবার প্রকৃত দোষীরা শাস্তি পাবে', দাড়িভিট কাণ্ডে এনআইএ তদন্তে বললেন আন্দোলনকারী

ঘটনার চার বছর কেটে গিয়েছে ৷ 10মে রাজেশ ও তাপসের মৃত্যুর তদন্তভার ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি বা এনআইএ-এর হাতে তুলে দিয়েছিল কলকাতা হাইকোর্ট । যদিও এর আগে রাজ্য সরকার ঘটনার তদন্তভার সিআইডি হাতে দিলেও মৃতের পরিবার সেই তদন্তে সন্তুষ্ট হতে পারেনি । দীর্ঘ দিন যাবৎ মৃত ছাত্রের পরিবার সিবিআই তদন্তের দাবিতে অনড় ছিলেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.