রায়গঞ্জ, 27 মে : কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী তথা রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর উদ্যোগে কোভিড আক্রান্ত ও দুঃস্থদের বিনামূল্যে রান্না করা খাবার দেওয়া শুরু হল ৷ দেরিতে হলেও বিজেপি সাংসদের এই উদ্যোগে খুশি রায়গঞ্জের বাসিন্দারা ৷ লকডাউনের কয়েকদিন রান্না করা খাবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে রায়গঞ্জের বিজেপি নেতৃত্ব ।
আরও পড়ুন : রায়গঞ্জে করোনা আক্রান্তদের বাড়িতে খাবার পৌঁছে দিলেন বিজেপি বিধায়ক
রায়গঞ্জে করোনা আক্রান্তদের পাশে এসে দাঁড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ৷ এমনকি রায়গঞ্জ পৌর প্রশাসন এবং রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী করোনা আক্রান্তদের সাহায্যে এগিয়ে এসেছেন । রায়গঞ্জ পৌরসভা এবং রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর উদ্যোগে করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়া হচ্ছে । এবার সেই তালিকায় যুক্ত হলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী ৷ তাঁর উদ্যোগে বিজেপি কর্মীরা করোনা আক্রান্তদের বাড়িতে রান্না করা খাবার পৌঁছে দিতে শুরু করেছেন ৷ সাংসদ দেবশ্রী চৌধুরীর বাড়ির দলীয় কার্যালয়ে রান্না করে তা প্যাক করা হচ্ছে ৷ সেখান থেকেই রায়গঞ্জের বিভিন্ন এলাকায় খাবারগুলি সরবরাহ করা হচ্ছে ৷