ETV Bharat / state

কিডনি দিয়ে সন্তানকে নতুন জীবন দান রায়গঞ্জের এই মায়ের - কিডনি দান

বছর দেড়েক আগে হঠাৎই স্বপ্না রায়ের 30 বছরের ছেলে অমিতের দুটো কিডনি নষ্ট হয়ে যায় । আর্থিক সঙ্গতি না থাকার কারণে বাইরের কোনও কিডনি দাতা খোঁজার সাহস দেখায়নি রায় পরিবারের সদস্যরা ।

কিডনি দিয়ে সন্তানকে নতুন জীবন দিয়েছেন রায়গঞ্জের এক মা
কিডনি দিয়ে সন্তানকে নতুন জীবন দিয়েছেন রায়গঞ্জের এক মা
author img

By

Published : May 10, 2020, 5:18 PM IST

রায়গঞ্জ, 10 মে: দুঃসময় কেটে গেছে বেশ কিছুদিন আগেই । তবে এখনও সেই সময়কার কথা মনে পড়লে বুক কাঁপে স্বপ্না দেবীর। কীভাবে সন্তানকে বাঁচানো যায় সেই চিন্তাতে বহুদিন রাতে ঘুমোতে পারেননি তিনি । শেষমেশ নিজের কিডনি দিয়ে সন্তানের জীবন বাঁচিয়েছেন । এই মাতৃ দিবসে রায়গঞ্জের বহু মায়ের অনুপ্রেরণা নেতাজি পল্লির বাসিন্দা স্বপ্না রায় ।

বছর দেড়েক আগে হঠাৎই স্বপ্না রায়ের 30 বছরের ছেলে অমিতের দুটো কিডনি নষ্ট হয়ে যায় । বিভিন্ন চিকিৎসকের কাছে ছোটাছুটি করলেও কোনওভাবেই ছেলেকে সুস্থ করার পথ খুঁজে পাচ্ছিলেন না স্বপ্না দেবী । নিতান্ত মধ্যবিত্ত পরিবারের সদস্য অমিত শেষমেষ কোয়েম্বাটুর চিকিৎসা করাতে যান । সেখানে যাওয়ার পর চিকিৎসকরা কিডনি প্রতিস্থাপন ছাড়া অন্য কোন উপায় নেই বলে জানিয়ে দেন । আর্থিক সঙ্গতি না থাকার কারণে বাইরের কোনও ডোনার খোঁজার সাহস দেখায়নি রায় পরিবারের সদস্যরা । পরিবারের সদস্যদের মধ্যেই কারও কিডনি দান করার কথা উঠতে থাকে । কিন্তু বেশি দেরি করলে কোনওভাবেই ছেলেকে ফিরে পাবেন না এই চিন্তা বারবার ঘুরপাক খেতে থাকে স্বপ্না দেবীর মাথায় । নিজের কিডনি দিয়ে ছেলের জীবন বাঁচানোর সিদ্ধান্ত নেন তিনি । বর্তমানে নিজে এবং ছেলেকে সুস্থ রাখার সবরকম চেষ্টা চালিয়ে যান তিনি । মা-ছেলে দুজনেই একটি কিডনিতে বাঁচার অভ্যাস করে ফেলেছেন ।

কিডনি দিয়ে সন্তানকে নতুন জীবন দিয়েছেন রায়গঞ্জের এক মা
কিডনি দিয়ে সন্তানকে নতুন জীবন দিয়েছেন রায়গঞ্জের এক মা

ছেলের কিডনি নষ্ট হওয়ার কথা শুনে পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল স্বপ্না রায়ের । সেই দুঃসহ পরিস্থিতি কাটিয়ে উঠতে পেরে বর্তমানে খুশি তিনি । তাঁর কথায়, "আমাদের ডোনার খোঁজার মতো আর্থিক সঙ্গতি নেই । তাই শেষমেষ নিজের কিডনি দিয়ে ছেলের প্রাণ বাঁচানোর জন্যই চেষ্টা করেছি । সেক্ষেত্রে যদি আমার মৃত্যুও হয়ে যেত তাও পরোয়া করতাম না । প্রত্যেক মা নিজের সন্তানকে ভালোবাসেন । তাই আমি বিশেষ কিছু করেছি বলে মনে করি না ।" সন্তানের মুখে হাসি ফোটাতে নিজের জীবন উৎসর্গ করতে পিছপা হয় না মায়েরা তা প্রমাণ করেছেন স্বপ্না দেবী । ছেলে অমিতের কাছে তাই স্বপ্না দেবীই ভগবান । সুস্থ জীবন ফিরে পেয়ে তিনি বলেছেন, "আমার কাছে আমার মা সত্যিই দেবীরূপে রয়েছেন । কারণ ভগবানকে আমরা দেখতে পাই না । তাই মা রূপেই ভগবান আমাদের মধ্যে থাকেন । আমার কিডনি খারাপ হয়ে যাওয়ার পর মা তাঁর কিডনি দিয়ে আমাকে বাঁচিয়েছেন ।"

রায়গঞ্জে প্রসিদ্ধ চিকিৎসক শংকর প্রসাদ দাস বলেন, "প্রতিবছর প্রচুর মানুষের অঙ্গ প্রতিস্থাপনের প্রয়োজন পড়ে । তবে এই বিষয়ে শিক্ষার অভাব থাকায় অনেকেই অঙ্গ প্রতিস্থাপন করতে ভয় পান । অনেক পরিবারের সদস্যরাও বাইরে থেকে অঙ্গ প্রতিস্থাপনের জন্য ডোনার চেয়ে থাকেন । রায়গঞ্জের এই মহিলা যেভাবে ছেলেকে নিজের কিডনি দিয়ে বাঁচিয়েছেন, তাতে মাতৃ দিবসে বিশেষ সম্মান অবশ্যই প্রাপ্য ।"

রায়গঞ্জ, 10 মে: দুঃসময় কেটে গেছে বেশ কিছুদিন আগেই । তবে এখনও সেই সময়কার কথা মনে পড়লে বুক কাঁপে স্বপ্না দেবীর। কীভাবে সন্তানকে বাঁচানো যায় সেই চিন্তাতে বহুদিন রাতে ঘুমোতে পারেননি তিনি । শেষমেশ নিজের কিডনি দিয়ে সন্তানের জীবন বাঁচিয়েছেন । এই মাতৃ দিবসে রায়গঞ্জের বহু মায়ের অনুপ্রেরণা নেতাজি পল্লির বাসিন্দা স্বপ্না রায় ।

বছর দেড়েক আগে হঠাৎই স্বপ্না রায়ের 30 বছরের ছেলে অমিতের দুটো কিডনি নষ্ট হয়ে যায় । বিভিন্ন চিকিৎসকের কাছে ছোটাছুটি করলেও কোনওভাবেই ছেলেকে সুস্থ করার পথ খুঁজে পাচ্ছিলেন না স্বপ্না দেবী । নিতান্ত মধ্যবিত্ত পরিবারের সদস্য অমিত শেষমেষ কোয়েম্বাটুর চিকিৎসা করাতে যান । সেখানে যাওয়ার পর চিকিৎসকরা কিডনি প্রতিস্থাপন ছাড়া অন্য কোন উপায় নেই বলে জানিয়ে দেন । আর্থিক সঙ্গতি না থাকার কারণে বাইরের কোনও ডোনার খোঁজার সাহস দেখায়নি রায় পরিবারের সদস্যরা । পরিবারের সদস্যদের মধ্যেই কারও কিডনি দান করার কথা উঠতে থাকে । কিন্তু বেশি দেরি করলে কোনওভাবেই ছেলেকে ফিরে পাবেন না এই চিন্তা বারবার ঘুরপাক খেতে থাকে স্বপ্না দেবীর মাথায় । নিজের কিডনি দিয়ে ছেলের জীবন বাঁচানোর সিদ্ধান্ত নেন তিনি । বর্তমানে নিজে এবং ছেলেকে সুস্থ রাখার সবরকম চেষ্টা চালিয়ে যান তিনি । মা-ছেলে দুজনেই একটি কিডনিতে বাঁচার অভ্যাস করে ফেলেছেন ।

কিডনি দিয়ে সন্তানকে নতুন জীবন দিয়েছেন রায়গঞ্জের এক মা
কিডনি দিয়ে সন্তানকে নতুন জীবন দিয়েছেন রায়গঞ্জের এক মা

ছেলের কিডনি নষ্ট হওয়ার কথা শুনে পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল স্বপ্না রায়ের । সেই দুঃসহ পরিস্থিতি কাটিয়ে উঠতে পেরে বর্তমানে খুশি তিনি । তাঁর কথায়, "আমাদের ডোনার খোঁজার মতো আর্থিক সঙ্গতি নেই । তাই শেষমেষ নিজের কিডনি দিয়ে ছেলের প্রাণ বাঁচানোর জন্যই চেষ্টা করেছি । সেক্ষেত্রে যদি আমার মৃত্যুও হয়ে যেত তাও পরোয়া করতাম না । প্রত্যেক মা নিজের সন্তানকে ভালোবাসেন । তাই আমি বিশেষ কিছু করেছি বলে মনে করি না ।" সন্তানের মুখে হাসি ফোটাতে নিজের জীবন উৎসর্গ করতে পিছপা হয় না মায়েরা তা প্রমাণ করেছেন স্বপ্না দেবী । ছেলে অমিতের কাছে তাই স্বপ্না দেবীই ভগবান । সুস্থ জীবন ফিরে পেয়ে তিনি বলেছেন, "আমার কাছে আমার মা সত্যিই দেবীরূপে রয়েছেন । কারণ ভগবানকে আমরা দেখতে পাই না । তাই মা রূপেই ভগবান আমাদের মধ্যে থাকেন । আমার কিডনি খারাপ হয়ে যাওয়ার পর মা তাঁর কিডনি দিয়ে আমাকে বাঁচিয়েছেন ।"

রায়গঞ্জে প্রসিদ্ধ চিকিৎসক শংকর প্রসাদ দাস বলেন, "প্রতিবছর প্রচুর মানুষের অঙ্গ প্রতিস্থাপনের প্রয়োজন পড়ে । তবে এই বিষয়ে শিক্ষার অভাব থাকায় অনেকেই অঙ্গ প্রতিস্থাপন করতে ভয় পান । অনেক পরিবারের সদস্যরাও বাইরে থেকে অঙ্গ প্রতিস্থাপনের জন্য ডোনার চেয়ে থাকেন । রায়গঞ্জের এই মহিলা যেভাবে ছেলেকে নিজের কিডনি দিয়ে বাঁচিয়েছেন, তাতে মাতৃ দিবসে বিশেষ সম্মান অবশ্যই প্রাপ্য ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.