ETV Bharat / state

এজেন্সি একটাই, আর এজেন্ট একজন; মুকুলকে কটাক্ষ সেলিমের

"BJP বা RSS বসন্তের কোকিলের মতো। এরা কাকের বাসায় ডিম পাড়ে। পরে সেই ডিম ফুটে বাচ্চা হয়ে আবার কোকিলের কাছে চলে যায়। কাকের কাছে থাকে না।"

মহম্মদ সেলিম
author img

By

Published : Mar 20, 2019, 5:31 AM IST

রায়গঞ্জ, ২০ মার্চ : "BJP বা RSS বসন্তের কোকিলের মতো। এরা কাকের বাসায় ডিম পাড়ে। পরে সেই ডিম ফুটে বাচ্চা হয়ে আবার কোকিলের কাছে চলে যায়। কাকের কাছে থাকে না।" BJP এবং RSS-কে আক্রমণ করে একথা বলেন রায়গঞ্জের CPI(M) প্রার্থী মহম্মদ সেলিম। তৃণমূল ছেড়ে BJP-তে যাওয়া মুকুল রায়কে আক্রমণ করেন CPI(M) প্রার্থী।

গতকাল উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমার গোয়ালপোখর ব্লকে প্রচারে যান তিনি। সেখানে গিয়ে জোট না হওয়ায় কংগ্রেসকে কটাক্ষ করেন। বলেন, "মানুষের ঐক্য যখন তৈরি হয় তখন তারা ওই ঐক্যটাকে ভেঙে দেয়।"

তিনি আরও বলেন, "যারা গতবার জিতেছিল তারা মুকুল রায়ের দৌলতে কেউ কেউ ১০ লাখ, ২০ লাখ বা ১ কোটি টাকা নিয়ে কংগ্রেস থেকে তৃণমূলে চলে গেছে। এখন মুকুল রায় BJP-তে আছেন। তাঁর দৌলতে এখন ১ কোটি থেকে ১০ কোটিতে তৃণমূল বা কংগ্রেস থেকে BJP-তে চলে যেতে পারেন। এজেন্সি একটাই। আর এজেন্ট তো একই আছে। শুধু বাজারে বিক্রি করা জিনিস এখন বেশি বাড়ছে। কিন্তু উত্তর দিনাজপুর জেলায় বিকাও জিনিস কম আছে, টিকাও জিনিস বেশি আছে।"

রায়গঞ্জ, ২০ মার্চ : "BJP বা RSS বসন্তের কোকিলের মতো। এরা কাকের বাসায় ডিম পাড়ে। পরে সেই ডিম ফুটে বাচ্চা হয়ে আবার কোকিলের কাছে চলে যায়। কাকের কাছে থাকে না।" BJP এবং RSS-কে আক্রমণ করে একথা বলেন রায়গঞ্জের CPI(M) প্রার্থী মহম্মদ সেলিম। তৃণমূল ছেড়ে BJP-তে যাওয়া মুকুল রায়কে আক্রমণ করেন CPI(M) প্রার্থী।

গতকাল উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমার গোয়ালপোখর ব্লকে প্রচারে যান তিনি। সেখানে গিয়ে জোট না হওয়ায় কংগ্রেসকে কটাক্ষ করেন। বলেন, "মানুষের ঐক্য যখন তৈরি হয় তখন তারা ওই ঐক্যটাকে ভেঙে দেয়।"

তিনি আরও বলেন, "যারা গতবার জিতেছিল তারা মুকুল রায়ের দৌলতে কেউ কেউ ১০ লাখ, ২০ লাখ বা ১ কোটি টাকা নিয়ে কংগ্রেস থেকে তৃণমূলে চলে গেছে। এখন মুকুল রায় BJP-তে আছেন। তাঁর দৌলতে এখন ১ কোটি থেকে ১০ কোটিতে তৃণমূল বা কংগ্রেস থেকে BJP-তে চলে যেতে পারেন। এজেন্সি একটাই। আর এজেন্ট তো একই আছে। শুধু বাজারে বিক্রি করা জিনিস এখন বেশি বাড়ছে। কিন্তু উত্তর দিনাজপুর জেলায় বিকাও জিনিস কম আছে, টিকাও জিনিস বেশি আছে।"

রায়গঞ্জ, ১৯ মার্চ, প্রসুন মৈত্র : বসন্তের কোকিলের মতো উদয় হয়ে কা কা করে এবং কোকিল নিজে বাসা করে না কাকের বাসায় ডিম পারে। সেগুলি আবার বাচ্চা ফুঁটে, সে আবার কোকিল হয়ে যায় আর কাক হয়না, আর এস এস কোকিলের মত অন্যান্য দলের মধ্যে ডিম পারে।সুতরাং বিজেপি আর এস এস পৃথিবীর যে কোন সৈরাচারি দল বা গোষ্ঠী এই ধরনের কাজ করে। সেখানেই তাদের আসল চেহারা পরে বোঝা যায় বলে জানান বামফ্রন্টের প্রার্থী মহম্মদ সেলিম। আজ তিনি ইসলামপুর মহকুমার গোয়ালপোখর ব্লকের বিভিন্ন গ্রামে প্রচার গিয়ে তিনি একথা জানান। তিনি আরও বলেন, মানুষের ঐক্য যখন তৈরি হয় তখন তারা ওই ঐক্যটাকে ভেঙ্গে দেয়। যারা ভেঙ্গেছে দুর্ভাগ্যজনকভাবে তারা পাঞ্জা নিয়ে আসবে আর যারা গতবার পাঞ্জা নিয়ে জিতে ছিল তারা মুকুল রায়ের দৌলতে কেউ কেউ ১০ লক্ষ, ২০ লক্ষ বা ১ কোটি টাকা নিয়ে কংগ্রেস থেকে তৃনমুল চলে গিয়েছে। এখন মুকুল রায় বিজেপিতে আছে তার দৌলতে এখন ১ কোটি থেকে ১০ কোটিতে তৃনমুল কংগ্রেস বা কংগ্রেস থেকে বিজেপিতে চলে যেতে পারে। এজেন্সি একটাই। এজেন্ট তো একই আছে। শুধু বাজারে বিক্রি করা মাল এখন বেশি বাড়ছে। কিন্তু উত্তর দিনাজপুর জেলায় বিকাও মাল কম আছে, টিকাও মাল বেশি আছে, বলে জানান মহম্মদ সেলিম। পাশাপাশি তিনি আরও বলেন, যারা সারা বছর পড়াশুনা করে তাদের আর রাত জেগে পড়তে হয় না। মানুষের সাথে আমি কথা বলি, মানুষের সাথে থাকি বলেই মানুষ আমার পাশে থাকে সবসময়। দেশে ৫৪৩ জন এম পি আছে তারা সবসময় সিকিউরিটি গার্ড নিয়ে চলা ফেরা করে কিন্তু আমি করি না। মানুষের উপর আমার আস্তা ও বিশ্বাস আছে বলেই আমার কিছু লাগে না বলে দাবি করেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী মহম্মদ সেলিম।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.