রায়গঞ্জ, 15 সেপ্টেম্বর : রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড নিয়ে নরক যন্ত্রণা ভোগ করছেন সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রী এবং সমস্ত যানবাহন মালিকরা। ভগ্নদশাগ্রস্ত যাত্রী শেড যেকোনও সময় ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটাতে পারে ৷ পাশাপাশি নেই পানীয় জলের ব্যবস্থাও। যাত্রী প্রতিক্ষালয়ে গবাদি পশুদের বাসস্থান তৈরি হয়েছে। শৌচাগারের অবস্থাও নরকের মতো। ভাঙাচোরা বাসস্ট্যান্ড চত্বরে বাস ও অন্যান্য যানবাহন চলাচল করার মতো অবস্থাও নেই। এমনই দুঃসহ যন্ত্রণার মধ্যে বাসস্ট্যান্ডে চলাচল করতে হচ্ছে নিত্যযাত্রী থেকে সমস্ত যানবাহন চালক ও কর্মীদের। বাস মালিক ও যানবাহন কর্মচারীদের পক্ষ থেকে বহুবার রায়গঞ্জ পৌরসভার কাছে আবেদন করেও কোনও সুরাহা মেলেনি।
যদিও রায়গঞ্জ পৌরসভার কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা আবহে আর্থিক সংকটের কারণে রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডটি সংস্কার করা সম্ভব হয়নি। খুব দ্রুত বাসস্ট্যান্ডের হাল ফেরাতে উদ্যোগী হবে রায়গঞ্জ পৌরসভা। রায়গঞ্জ শহরের মহাত্মা গান্ধি রোডের ধারে 20 বছর আগে গড়ে উঠেছিল রায়গঞ্জ পৌর বাস টার্মিনাসটি। শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, বহরমপুর, বালুরঘাট, হিলি সহ সমস্ত দূরপাল্লার যাত্রীবাহী বেসরকারি বাস সহ ছোট-ছোট রুটের অসংখ্য বাস-মিনিবাস, ট্রেকার, অটোতে প্রতিদিন হাজার হাজার যাত্রী ওঠানামা করে এই বাসস্ট্যান্ডে। কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে চরম বেহাল দশা হয়ে পড়ে রয়েছে রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডটি। সম্পূর্ণভাবে ভেঙেচুরে গিয়েছে বাস ও অন্যান্য যানবাহন থাকা বা চলাচলের জন্য বাসস্ট্যান্ড চত্বর। খানাখন্দে ভরা এই বাসস্ট্যান্ডে যানবাহন চলাচলই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: 'বাংলার মেয়ে বাংলায় রবে, ভবানীপুরে খেলা হবে', চোপড়ায় মমতার সমর্থনে দেওয়াল লিখন
উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক জানিয়েছেন, বাসস্ট্যান্ডে থাকা যাত্রী প্রতিক্ষালয়টি যাত্রীদের বসবাসের যোগ্য নয়, সেখানে গবাদি পশুর বিচরণ করছে। যাত্রীদের বাস ধরার জন্য যে যাত্রী শেডটি রয়েছে তা যে কোনও সময় ভেঙে পড়ে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। নেই শৌচালয়। গোটা বাসস্ট্যান্ডে নেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। বৃষ্টি হলে গোটা বাসস্ট্যান্ড চত্বর জলমগ্ন হয়ে পড়ে। নেই নিকাশি ব্যবস্থাও। বৃষ্টিতে ভিজে বাস সহ অন্যান্য যানবাহন ধরতে হচ্ছে যাত্রীদের। এনিয়ে প্রতিদিন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। এব্যাপারে রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাসের সাফাই, 2017 সালে রায়গঞ্জ বাসস্ট্যান্ডে আদিবাসী আন্দোলনের সময় ভাঙচুর হয়েছিল । এরপর করোনার আবহে আর্থিক সঙ্কটের কারণে পৌর বাসস্ট্যান্ডটি সংস্কার করা সম্ভব হয়নি। খুব দ্রুত রায়গঞ্জ তথা জেলার এই অতি গুরুত্বপূর্ণ বেসরকারি পৌর বাসস্ট্যান্ডের সম্পূর্ণ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।