রায়গঞ্জ, 9 ফেব্রুয়ারি: বেসরকারি বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে (Head on Collision) আহত হলেন অন্ততপক্ষে 20 জন। দুর্ঘটনাটি ঘটেছে হেমতাবাদ থানার বাঙালবাড়ি মোড় এলাকায়। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Raiganj Medical College) নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর বাস ও লরির চালক পলাতক। ঘাতক লরি ও বাসটিকে আটক করেছে হেমতাবাদ থানার পুলিশ (Road Accident at Hemtabad) ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলার দিকে রায়গঞ্জ থেকে বালুরঘাট যাচ্ছিল একটি যাত্রীবোঝাই বেসরকারি বাস। ওই বাসটি যখন হেমতাবাদ থানার বাঙালবাড়ি এলাকা অতিক্রম করছিল তখন অন্যদিক থেকে দ্রুত গতিতে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তার ৷ দুর্ঘটনায় আহত প্রায় 20 জনেরও বেশি যাত্রী-সহ সাধারণ মানুষ ৷ দুর্ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে বাঙালবাড়ি মোড় এলাকার স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি সেখানে পৌঁছন। খবর দেওয়া হয় স্থানীয় হেমতাবাদ পুলিশকে ৷ খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
আরও পড়ুন: বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেল মহিলা ইএসআই কর্মীর
স্থানীয় বাসিন্দা ও পুলিশের তৎপরতায় আহতদের তড়িঘড়ি হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। 20 জনের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক থাকায় তাঁদেরকে রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজে পাঠানো হয়। পথ দুর্ঘটনার জেরে বাঙালবাড়ি এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পাশাপাশি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্টনার পর থেকে পলাতক বাস ও লরির চালক। ঘাতক দু'টি গাড়িকে আটক করেছে হেমতাবাদ থানার পুলিশ। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা কার্তিক দাস জানিয়েছেন, কালিয়াগঞ্জ থেকে আসা লরিটির গতি এতটাই দ্রুত ছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে রায়গঞ্জ থেকে আসা বেসরকারি বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে বাসের অর্ধেক যাত্রী আহত হয়েছেন বলে জানান তিনি। অন্যদিকে, বাসে থাকা যাত্রী অনুব্রত মোহন্ত বলেন, "আমি বাসের পিছনের সিটে বসে কালিয়াগঞ্জ যাচ্ছিলাম। বাঙালবাড়ি মোড়ে বাসটি আসতেই আচমকাই একটা জোরে আওয়াজ হয়। এই দুর্ঘটনায় কতজন আহত হয়েছেন আমি কিছুই বলতে পারব না ৷ আমার অনুমান, লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা মেরেছে তাই দুর্ঘটনাটি ঘটে।"