ETV Bharat / state

ক্লাবের বোর্ড লাগানোকে কেন্দ্র করে রায়গঞ্জে চলল গুলি! মৃত এক

Raiganj Shootout: ক্লাবঘর বানানোর জন্য বোর্ড লাগানোকে কেন্দ্র করে রায়গঞ্জে চলল গুলি ৷ গুলি বিদ্ধ হয়ে মৃত্যু হল বছর পঞ্চান্ন'র এক ব্যক্তির ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম লালুয়া শেখ (55)।

রায়গঞ্জে চলল গুলি
Raiganj Shootout
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2023, 7:56 AM IST

Updated : Dec 4, 2023, 8:32 AM IST

রায়গঞ্জে চলল গুলি

রায়গঞ্জ, 4 ডিসেম্বর: ক্লাবের বোর্ড লাগানোকে কেন্দ্র করে চলল গুলি ৷ মৃত্যু হল এক ব্যক্তির। দোকানে ঢুকে ওই ব্যক্তিকে গুলি করে খুনের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার অন্তর্গত বাহিনগ্রাম পঞ্চায়েতের ভুলকাই এলাকায়। গুলি চলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম লালুয়া শেখ (55)। বাড়ি ভুলকাই এলাকাতেই। পুলিশ লালুয়ার মৃতদেহ রায়গঞ্জ গর্ভমেন্ট মেডিক্যাল কলেজে পাঠিয়েছে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার অন্তর্গত বাহিনগ্রাম পঞ্চায়েতের ভুলকাই এলাকায় কিছুদিন আগে একটি সরকারি জমিতে ক্লাবঘর বানানোর জন্য বোর্ড লাগান স্থানীয় মানুষজন। ওই সরকারি জমির পাশেই স্থানীয় সুলেমান হকের জমি ছিল। অভিযোগ, ওই সরকারি জমি সুলেমান হক হাতিয়ে নেওয়ার জন্য কিছুটা ঘিরে ফেলেছিল। তাই সুলেমান স্থানীয় মানুষের লাগানো বোর্ডটি তুলে ফেলে দেয়। বোর্ডটি ফেলে দেওয়ায় স্থানীয় লালুয়া শেখ ও বাবলু হকের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে সুলেমান হক।

ওই গণ্ডগোলের মাঝেই লালুয়া শেখকে গুলি করে খুন করার হুমকি দেয় সুলেমান হক বলে, অভিযোগ ওঠে। রবিবার রাতে লালুয়া শেখ তাঁর নিজের দোকানে থাকাকালীন আচমকাই দুই দুষ্কৃতী এসে লালুয়া শেখকে গুলি করে চম্পট দেয় বলে অভিযোগ। গুলির আওয়াজ শুনে দোকানে ছুটে আসেন লালুয়া শেখের স্ত্রী। স্বামীর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করেন তিনি। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় মানুষজনও। তড়িঘড়ি স্থানীয়রা লালুয়াকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজে নিয়ে যান ৷

তবে শেষরক্ষা হয়নি ৷ চিকিৎসকরা লালুয়াকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ। মৃত লালুয়া শেখের মেয়ে জানিয়েছেন, কয়েকদিন আগে গ্রামের সুলেমান হকের সঙ্গে বাবার গণ্ডগোল হয় ৷ সুলেমান হকই বাবাকে খুন করেছে বলে জানান তাঁর মেয়ে। অন্যদিকে, স্থানীয় বাসিন্দা মাসুদ আলম জানিয়েছেন, এলাকার খাস জমির উপর একটি ক্লাবের বোর্ড লাগানো হয়েছিল। ওই জমির কিছুটা দখল করার চেষ্টা করেছিল সুলেমান হক। কয়েকদিন আগে সুলেমান হক ওই বোর্ডটি খুলে ফেলে দেয়। তখন লালুয়ার সঙ্গে সুলেমানের গণ্ডগোল হয় ৷ তারপর লালুয়াকে গুলি করে খুন করবে বলে হুমকি দেয় সুলেমান ৷

তিনি বলেন, "সুলেমানই লালুয়ার দোকানে এসে তাকে গুলি করে পালায়। ওর উপযুক্ত শাস্তি চাই ৷" রায়গঞ্জ পুলিশ সুপার সানা আক্তার জানিয়েছেন, গুলি চলেছে ৷ তাতে একজন মারা গিয়েছে ৷ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত চলছে।"

আরও পড়ুন:

  1. টোটো পার্কিং নিয়ে বচসার জেরে গুলি! অল্পের জন্য রক্ষা যুবকের; অভিযুক্ত চালকের খোঁজে পুলিশ
  2. চাকদা গুলিকাণ্ডে প্রেমিকার স্বীকারোক্তি! বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরেই খুন
  3. ঝাড়খণ্ডের যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার নদিয়ায়, গুলি করে খুনের অভিযোগ

রায়গঞ্জে চলল গুলি

রায়গঞ্জ, 4 ডিসেম্বর: ক্লাবের বোর্ড লাগানোকে কেন্দ্র করে চলল গুলি ৷ মৃত্যু হল এক ব্যক্তির। দোকানে ঢুকে ওই ব্যক্তিকে গুলি করে খুনের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার অন্তর্গত বাহিনগ্রাম পঞ্চায়েতের ভুলকাই এলাকায়। গুলি চলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম লালুয়া শেখ (55)। বাড়ি ভুলকাই এলাকাতেই। পুলিশ লালুয়ার মৃতদেহ রায়গঞ্জ গর্ভমেন্ট মেডিক্যাল কলেজে পাঠিয়েছে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার অন্তর্গত বাহিনগ্রাম পঞ্চায়েতের ভুলকাই এলাকায় কিছুদিন আগে একটি সরকারি জমিতে ক্লাবঘর বানানোর জন্য বোর্ড লাগান স্থানীয় মানুষজন। ওই সরকারি জমির পাশেই স্থানীয় সুলেমান হকের জমি ছিল। অভিযোগ, ওই সরকারি জমি সুলেমান হক হাতিয়ে নেওয়ার জন্য কিছুটা ঘিরে ফেলেছিল। তাই সুলেমান স্থানীয় মানুষের লাগানো বোর্ডটি তুলে ফেলে দেয়। বোর্ডটি ফেলে দেওয়ায় স্থানীয় লালুয়া শেখ ও বাবলু হকের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে সুলেমান হক।

ওই গণ্ডগোলের মাঝেই লালুয়া শেখকে গুলি করে খুন করার হুমকি দেয় সুলেমান হক বলে, অভিযোগ ওঠে। রবিবার রাতে লালুয়া শেখ তাঁর নিজের দোকানে থাকাকালীন আচমকাই দুই দুষ্কৃতী এসে লালুয়া শেখকে গুলি করে চম্পট দেয় বলে অভিযোগ। গুলির আওয়াজ শুনে দোকানে ছুটে আসেন লালুয়া শেখের স্ত্রী। স্বামীর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করেন তিনি। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় মানুষজনও। তড়িঘড়ি স্থানীয়রা লালুয়াকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজে নিয়ে যান ৷

তবে শেষরক্ষা হয়নি ৷ চিকিৎসকরা লালুয়াকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ। মৃত লালুয়া শেখের মেয়ে জানিয়েছেন, কয়েকদিন আগে গ্রামের সুলেমান হকের সঙ্গে বাবার গণ্ডগোল হয় ৷ সুলেমান হকই বাবাকে খুন করেছে বলে জানান তাঁর মেয়ে। অন্যদিকে, স্থানীয় বাসিন্দা মাসুদ আলম জানিয়েছেন, এলাকার খাস জমির উপর একটি ক্লাবের বোর্ড লাগানো হয়েছিল। ওই জমির কিছুটা দখল করার চেষ্টা করেছিল সুলেমান হক। কয়েকদিন আগে সুলেমান হক ওই বোর্ডটি খুলে ফেলে দেয়। তখন লালুয়ার সঙ্গে সুলেমানের গণ্ডগোল হয় ৷ তারপর লালুয়াকে গুলি করে খুন করবে বলে হুমকি দেয় সুলেমান ৷

তিনি বলেন, "সুলেমানই লালুয়ার দোকানে এসে তাকে গুলি করে পালায়। ওর উপযুক্ত শাস্তি চাই ৷" রায়গঞ্জ পুলিশ সুপার সানা আক্তার জানিয়েছেন, গুলি চলেছে ৷ তাতে একজন মারা গিয়েছে ৷ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত চলছে।"

আরও পড়ুন:

  1. টোটো পার্কিং নিয়ে বচসার জেরে গুলি! অল্পের জন্য রক্ষা যুবকের; অভিযুক্ত চালকের খোঁজে পুলিশ
  2. চাকদা গুলিকাণ্ডে প্রেমিকার স্বীকারোক্তি! বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরেই খুন
  3. ঝাড়খণ্ডের যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার নদিয়ায়, গুলি করে খুনের অভিযোগ
Last Updated : Dec 4, 2023, 8:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.