ETV Bharat / state

রায়গঞ্জে মহিলাকে কুরুচিকর মেসেজ, গ্রেপ্তার অভিযুক্ত

author img

By

Published : May 1, 2020, 3:02 PM IST

Updated : May 1, 2020, 3:14 PM IST

সোশাল মিডিয়া থেকে ফোন নম্বর জোগাড় করে মহিলার সঙ্গে যোগাযোগ করে সে । কিছুদিন চলে কুপ্রস্তাব দেওয়া । এরপর সোশাল মিডিয়া থেকে ছবি ডাউনলোড করে সেগুলো ফটোশপ করে আপত্তিকর ছবিও তৈরি করে অভিযুক্ত । যা পাঠাতে থাকে মহিলাকে । গতকাল তাকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

ছবি
ছবি

রায়গঞ্জ, 1 মে : রায়গঞ্জের এক মহিলাকে লাগাতার কুরুচিকর মেসেজ করার অভিযোগে নকশালবাড়ি থেকে গ্রেপ্তার ব্যক্তি । ধৃতের নাম বাপ্পা ঘোষ । গতকাল দার্জিলিং জেলার নকশালবাড়ি এলাকায় বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ । শুক্রবার তাকে রায়গঞ্জ আদালতে তোলা হবে । ধৃতের শাস্তির দাবি জানিয়েছেন মহিলা ও তাঁর পরিবারের সদস্যরা ।

রায়গঞ্জের একটি হাইস্কুলের শিক্ষকের স্ত্রী ওই মহিলা । তাঁকে বেশ কিছুদিন ধরেই বাপ্পা ঘোষ নামে এক ব্যক্তি ফোন করে বিরক্ত করছিল । সোশাল মিডিয়া থেকে ফোন নম্বর জোগাড় করেই তাঁর সঙ্গে যোগাযোগ করে সে । বারবার তাঁর নম্বর ব্লক করে দিলেও বাপ্পা আবার অন্য নম্বর থেকে ফোন করতে থাকে । প্রথমে ফোন করে রেহাই দিলে কিছুদিন পর থেকে শুরু হয় কুপ্রস্তাব দেওয়া । এতেই শেষ নয় । সোশাল মিডিয়া থেকে ছবি ডাউনলোড করে সেগুলো ফটোশপ করে আপত্তিকর ছবিও তৈরি করে বাপ্পা । এগুল্ পাঠাতে থাকে মহিলাকে । প্রতিবাদ করলে নানা হুমকিও দিতে থাকে । পুলিশে জানানোর কথা বলেও লাভ হয়নি । এরপরই, রায়গঞ্জ পুলিশ জেলার সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন মহিলা । তাঁর অভিযোগের ভিত্তিতে শেষপর্যন্ত গতকাল ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

এই বিষয়ে মহিলার স্বামী বলেন, "আমার স্ত্রীকে এক ব্যক্তি বারবার সোশাল মিডিয়ায় বিরক্ত করছিল । তাকে এই কাজ না করতে অনুরোধ করা হলেও সে শোনেনি । শেষপর্যন্ত বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হয়েছিলাম । গতকাল তাকে পুলিশ নকশালবাড়ি থেকে গ্রেপ্তার করে এনেছে । ওর কঠোর শাস্তির দাবি জানাচ্ছি আমরা । আর যেন কোনও মহিলার সঙ্গে এমন ব্যবহার করতে না পারে । "

রায়গঞ্জ, 1 মে : রায়গঞ্জের এক মহিলাকে লাগাতার কুরুচিকর মেসেজ করার অভিযোগে নকশালবাড়ি থেকে গ্রেপ্তার ব্যক্তি । ধৃতের নাম বাপ্পা ঘোষ । গতকাল দার্জিলিং জেলার নকশালবাড়ি এলাকায় বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ । শুক্রবার তাকে রায়গঞ্জ আদালতে তোলা হবে । ধৃতের শাস্তির দাবি জানিয়েছেন মহিলা ও তাঁর পরিবারের সদস্যরা ।

রায়গঞ্জের একটি হাইস্কুলের শিক্ষকের স্ত্রী ওই মহিলা । তাঁকে বেশ কিছুদিন ধরেই বাপ্পা ঘোষ নামে এক ব্যক্তি ফোন করে বিরক্ত করছিল । সোশাল মিডিয়া থেকে ফোন নম্বর জোগাড় করেই তাঁর সঙ্গে যোগাযোগ করে সে । বারবার তাঁর নম্বর ব্লক করে দিলেও বাপ্পা আবার অন্য নম্বর থেকে ফোন করতে থাকে । প্রথমে ফোন করে রেহাই দিলে কিছুদিন পর থেকে শুরু হয় কুপ্রস্তাব দেওয়া । এতেই শেষ নয় । সোশাল মিডিয়া থেকে ছবি ডাউনলোড করে সেগুলো ফটোশপ করে আপত্তিকর ছবিও তৈরি করে বাপ্পা । এগুল্ পাঠাতে থাকে মহিলাকে । প্রতিবাদ করলে নানা হুমকিও দিতে থাকে । পুলিশে জানানোর কথা বলেও লাভ হয়নি । এরপরই, রায়গঞ্জ পুলিশ জেলার সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন মহিলা । তাঁর অভিযোগের ভিত্তিতে শেষপর্যন্ত গতকাল ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

এই বিষয়ে মহিলার স্বামী বলেন, "আমার স্ত্রীকে এক ব্যক্তি বারবার সোশাল মিডিয়ায় বিরক্ত করছিল । তাকে এই কাজ না করতে অনুরোধ করা হলেও সে শোনেনি । শেষপর্যন্ত বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হয়েছিলাম । গতকাল তাকে পুলিশ নকশালবাড়ি থেকে গ্রেপ্তার করে এনেছে । ওর কঠোর শাস্তির দাবি জানাচ্ছি আমরা । আর যেন কোনও মহিলার সঙ্গে এমন ব্যবহার করতে না পারে । "

Last Updated : May 1, 2020, 3:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.