ETV Bharat / state

বাড়ি থেকে নিয়ে গিয়ে মদ খাইয়ে খুন যুবককে ! অভিযোগের তির বন্ধুদের দিকে - মদ খাইয়ে খুন যুবককে

Man killed in North Dinajpur: বাড়ি থেকে নিয়ে গিয়ে মদ খাইয়ে এক যুবককে খুনের অভিযোগ উঠল তাঁর বন্ধুদের বিরুদ্ধে ৷ ঘটনার তদন্ত করছে চোপড়া থানার পুলিশ ।

Man killed in North Dinajpur
বাড়ি থেকে নিয়ে গিয়ে মদ খাইয়ে খুন যুবককে !
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2023, 8:10 PM IST

বাড়ি থেকে নিয়ে গিয়ে মদ খাইয়ে খুন যুবককে !

রায়গঞ্জ, 13 ডিসেম্বর: বাড়ি থেকে ডেকে নিয়ে এক ব্যক্তিকে মদ খাইয়ে খুন করার অভিযোগ উঠল তাঁর বন্ধুদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে চোপড়া থানার কালাগছ এলাকার একটি হোটেলে । মৃত ব্যক্তির নাম বিনয় সরকার (35)৷ বাড়ি চোপড়া থানার সুভাষচক এলাকায় । নিজের গাড়ি চালিয়ে ছিল তাঁর উপার্জন । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, চোপড়া থানার সুভাষচক এলাকার বাসিন্দা বিনয় সরকার । গতকাল সকালে গাড়ি ব্যবসায়ী বিনয় সরকারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান তাঁর বন্ধুরা । দুপুরের পর থেকে বিনয়ের পরিবার আর তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেনি । এরপরই তাঁকে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা ৷ গভীর রাতে অপরিচিত এক ব্যক্তি বিনয়ের বাড়িতে এসে খবর দেন, বিনয় একটি হোটেলে মদ খেয়ে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন । এই খবর শোনামাত্রই বিনয়ের পরিবারের সদস্যরা ওই হোটেলে ছুটে যান । বাড়ির লোক হোটেলে গিয়ে দেখেন, হোটেলের ঘরে বিনয় অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন । তড়িঘড়ি বিনয়কে প্রথমে দোলুয়া স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসকরা তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে রেফার করেন ৷ এর পরে পরিবারের সদস্যরা বিনয়কে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বলেন, বিনয়ের মৃত্যু তিন থেকে চার ঘণ্টা আগে হয়েছে ।

এই খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইসলামপুর থানার পুলিশ । বর্তমানে বিনয়ের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে রাখা হয়েছে । বিনয়ের পরিবারের সদস্যরা চোপড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । তাঁদের অভিযোগের ভিত্তিতে চোপড়া থানার পুলিশ ওই হোটেলটি সিল করার পাশাপাশি হোটেল মালিককে গ্রেফতার করে । যাঁরা বিনয়কে বাড়ির থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন, তাঁদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

বিনয়ের ভগ্নিপতি অনিল দাস বলেন, "সকালে বন্ধুদের সঙ্গে বাইক নিয়ে বের হন দাদা ৷ কালাগছ এলাকার একটি হোটেলে মদের আসর বসে । দুপুরের পরে দাদা বিনয় সরকারের সঙ্গে যোগাযোগ করা যায়নি । দাদাকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে । যারা দাদাকে খুন করেছে তাদের উপযুক্ত শাস্তির দাবি করছি ৷"

অন্যদিকে, মৃত বিনয় সরকারের দাদা রতন মণ্ডল জানিয়েছেন, যাঁরা বিনয়ের সঙ্গে মদ খেয়েছিলেন তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না । এটি খুনের ঘটনা ৷ চক্রান্ত করে খুন করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. নাবালিকা মেয়েকে একাধিকবার 'ধর্ষণ' বাবার, জানাজানি হতেই পলাতক অভিযুক্ত
  2. গুপ্তধন খোঁজার নামে সম্পত্তি হাতিয়ে 10 জনকে খুন ! গ্রেফতার তান্ত্রিক
  3. মুসলিম যুবকের সঙ্গে প্রেমে আপত্তি, যোগীরাজ্যে বোনকে গুলি করে খুন তরুণের !

বাড়ি থেকে নিয়ে গিয়ে মদ খাইয়ে খুন যুবককে !

রায়গঞ্জ, 13 ডিসেম্বর: বাড়ি থেকে ডেকে নিয়ে এক ব্যক্তিকে মদ খাইয়ে খুন করার অভিযোগ উঠল তাঁর বন্ধুদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে চোপড়া থানার কালাগছ এলাকার একটি হোটেলে । মৃত ব্যক্তির নাম বিনয় সরকার (35)৷ বাড়ি চোপড়া থানার সুভাষচক এলাকায় । নিজের গাড়ি চালিয়ে ছিল তাঁর উপার্জন । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, চোপড়া থানার সুভাষচক এলাকার বাসিন্দা বিনয় সরকার । গতকাল সকালে গাড়ি ব্যবসায়ী বিনয় সরকারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান তাঁর বন্ধুরা । দুপুরের পর থেকে বিনয়ের পরিবার আর তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেনি । এরপরই তাঁকে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা ৷ গভীর রাতে অপরিচিত এক ব্যক্তি বিনয়ের বাড়িতে এসে খবর দেন, বিনয় একটি হোটেলে মদ খেয়ে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন । এই খবর শোনামাত্রই বিনয়ের পরিবারের সদস্যরা ওই হোটেলে ছুটে যান । বাড়ির লোক হোটেলে গিয়ে দেখেন, হোটেলের ঘরে বিনয় অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন । তড়িঘড়ি বিনয়কে প্রথমে দোলুয়া স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসকরা তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে রেফার করেন ৷ এর পরে পরিবারের সদস্যরা বিনয়কে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বলেন, বিনয়ের মৃত্যু তিন থেকে চার ঘণ্টা আগে হয়েছে ।

এই খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইসলামপুর থানার পুলিশ । বর্তমানে বিনয়ের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে রাখা হয়েছে । বিনয়ের পরিবারের সদস্যরা চোপড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । তাঁদের অভিযোগের ভিত্তিতে চোপড়া থানার পুলিশ ওই হোটেলটি সিল করার পাশাপাশি হোটেল মালিককে গ্রেফতার করে । যাঁরা বিনয়কে বাড়ির থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন, তাঁদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

বিনয়ের ভগ্নিপতি অনিল দাস বলেন, "সকালে বন্ধুদের সঙ্গে বাইক নিয়ে বের হন দাদা ৷ কালাগছ এলাকার একটি হোটেলে মদের আসর বসে । দুপুরের পরে দাদা বিনয় সরকারের সঙ্গে যোগাযোগ করা যায়নি । দাদাকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে । যারা দাদাকে খুন করেছে তাদের উপযুক্ত শাস্তির দাবি করছি ৷"

অন্যদিকে, মৃত বিনয় সরকারের দাদা রতন মণ্ডল জানিয়েছেন, যাঁরা বিনয়ের সঙ্গে মদ খেয়েছিলেন তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না । এটি খুনের ঘটনা ৷ চক্রান্ত করে খুন করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. নাবালিকা মেয়েকে একাধিকবার 'ধর্ষণ' বাবার, জানাজানি হতেই পলাতক অভিযুক্ত
  2. গুপ্তধন খোঁজার নামে সম্পত্তি হাতিয়ে 10 জনকে খুন ! গ্রেফতার তান্ত্রিক
  3. মুসলিম যুবকের সঙ্গে প্রেমে আপত্তি, যোগীরাজ্যে বোনকে গুলি করে খুন তরুণের !
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.