রায়গঞ্জ, 30 জুলাই : কয়েক ঘণ্টা টানা বৃষ্টির জেরে বাড়ল কাঞ্চন নদীর জলস্তর । আর এর জেরে ভেসে গেল রায়গঞ্জ ব্লকের মহারাজাহাট ব্রিজ । হতাহতের কোনও খবর নেই । এর ফলে বেশ কয়েকটি গ্রামের সঙ্গে রায়গঞ্জ শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ।
প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত ব্রিজ তৈরির দাবি জানিয়েছেন গ্রামের বাসিন্দারা । রায়গঞ্জ ব্লকের মহারাজা এলাকায় কাঞ্চন নদীর ব্রিজটি দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে ছিল । এই ব্রিজটি অন্য গ্রামগুলির সঙ্গে রায়গঞ্জ শহরের একমাত্র যোগাযোগের মাধ্যম । দীর্ঘদিন পর ব্রিজ ও ব্রিজ সংলগ্ন অ্যাপ্রোচ রোড মেরামতির কাজ চলছিল ।
বৃহস্পতিবার দুপুরে কাঞ্চন নদীর জলস্তর বেড়ে যাওয়ায় হঠাৎই ভেসে যায় ব্রিজ । ক্ষতিগ্রস্ত হয় অ্যাপ্রোচ রোড । ছোটন চৌধুরি নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, “অ্যাপ্রোচ রোডটি ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে । ব্রিজের এ পারে মহারাজা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে । পাশাপাশি মহারাজা হাটও আছে । এই ব্রিজ দিয়েই স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াত করতেন অনেকে । এখন আর স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া যাচ্ছে না । এই মুহূর্তে রায়গঞ্জ যেতে হলে প্রায় 26 কিলোমিটার ঘুরে যেতে হবে ।”
রামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অমল সরকার জানিয়েছেন, “ব্রিজটি কাঞ্চন নদীর জলস্রোতে ভেঙে যাওয়ার ঘটনাটি BDO-কে জানানো হয়েছে । গ্রামের বাসিন্দারা যাতে এপার ওপার যাতায়াত করতে পারে তার জন্য পঞ্চায়েতের তরফে একটি নৌকার ব্যবস্থা করা হয়েছে । ”