ETV Bharat / state

সরকারি বরাদ্দের বেশি চাল দেওয়ার দাবি, রায়গঞ্জে রেশন দোকানে বিক্ষোভ - দাবিতে রায়গঞ্জে রেশন দোকানে বিক্ষোভ

রেশনে খাদ্যসামগ্রী বণ্টনের কাজ শুরু হয়েছে । সরকারি নিয়মে কার্ড প্রতি পাঁচ কেজি চাল দেওয়ার নির্দেশ রয়েছে । তাও রেশন দোকানের গ্রাহকরা সাত কেজি করে চাল দেওয়ার দাবি জানান ।

ration
রায়গঞ্জ
author img

By

Published : May 2, 2020, 2:54 PM IST

রায়গঞ্জ, 2 মে : সরকারি বরাদ্দের বেশি চাল দিতে হবে । আজ এই দাবিতে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা । তাঁরা সামাজিক দূরত্ব বজায় রাখেননি । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয় । রায়গঞ্জ থানার অন্তর্গত রামপুর লহন্ডা এলাকার 189 নম্বর রেশন দোকানে ঘটনাটি ঘটে ।

রেশনে খাদ্যসামগ্রী বণ্টনের কাজ শুরু হয়েছে । সরকারি নিয়মে কার্ড প্রতি পাঁচ কেজি চাল দেওয়ার নির্দেশ রয়েছে । কিন্তু, ওই দোকানে গ্রাহকরা সাত কেজি করে চাল দেওয়ার দাবি জানান । রেশন ডিলার এলাকাভিত্তিক খাদ্যসামগ্রী দেওয়ার জন্য স্লিপ ইশু করার ব্যবস্থা করেছিলেন । সেই ব্যবস্থাকেও গুরুত্ব দেওয়া হয়নি । একযোগে গ্রাহকরা খাদ্যসামগ্রী নিতে রেশন দোকানে হাজির হন । কে আগে নেবেন এই নিয়ে গ্রাহকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। সামাজিক দূরত্ব বজায় না রেখে একে অপরের গায়ে পড়ে রেশন নিতে শুরু করেন । একসময় রেশন দোকানের সামনে চরম বিশৃঙ্খলা তৈরি হয় ।

police
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

রেশন ডিলার কনক রায় পরিস্থিতি বেগতিক দেখে রায়গঞ্জ থানায় খবর দেন । অতিরিক্ত পুলিশ সুপার নিকিতা ফনিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় । পরিস্থিতি স্বাভাবিক করে । গ্রাহকদের সামাজিক দূরত্ব বজায় রেখে রেশন নিতে হবে বলে জানান পুলিশকর্মীরা । সেই অনুযায়ী ব্যবস্থা নেন ।

রায়গঞ্জ, 2 মে : সরকারি বরাদ্দের বেশি চাল দিতে হবে । আজ এই দাবিতে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা । তাঁরা সামাজিক দূরত্ব বজায় রাখেননি । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয় । রায়গঞ্জ থানার অন্তর্গত রামপুর লহন্ডা এলাকার 189 নম্বর রেশন দোকানে ঘটনাটি ঘটে ।

রেশনে খাদ্যসামগ্রী বণ্টনের কাজ শুরু হয়েছে । সরকারি নিয়মে কার্ড প্রতি পাঁচ কেজি চাল দেওয়ার নির্দেশ রয়েছে । কিন্তু, ওই দোকানে গ্রাহকরা সাত কেজি করে চাল দেওয়ার দাবি জানান । রেশন ডিলার এলাকাভিত্তিক খাদ্যসামগ্রী দেওয়ার জন্য স্লিপ ইশু করার ব্যবস্থা করেছিলেন । সেই ব্যবস্থাকেও গুরুত্ব দেওয়া হয়নি । একযোগে গ্রাহকরা খাদ্যসামগ্রী নিতে রেশন দোকানে হাজির হন । কে আগে নেবেন এই নিয়ে গ্রাহকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। সামাজিক দূরত্ব বজায় না রেখে একে অপরের গায়ে পড়ে রেশন নিতে শুরু করেন । একসময় রেশন দোকানের সামনে চরম বিশৃঙ্খলা তৈরি হয় ।

police
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

রেশন ডিলার কনক রায় পরিস্থিতি বেগতিক দেখে রায়গঞ্জ থানায় খবর দেন । অতিরিক্ত পুলিশ সুপার নিকিতা ফনিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় । পরিস্থিতি স্বাভাবিক করে । গ্রাহকদের সামাজিক দূরত্ব বজায় রেখে রেশন নিতে হবে বলে জানান পুলিশকর্মীরা । সেই অনুযায়ী ব্যবস্থা নেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.