ETV Bharat / state

সোশাল মিডিয়ায় গ্রুপ করে ওষুধ সরবরাহ রায়গঞ্জের কৌশিকের - ওষুধ সরবরাহ করে মানুষকে সাহায্য রায়গঞ্জের কৌশিকের

প্রথমবার সাহায্য চেয়েছিল এক আত্মীয় । তাতে সফল হয়েছিলেন । তারপরই মাথায় আসে বিষয়টা । সোশাল মিডিয়ায় গ্রুপ বানিয়ে ফেলেন । তারপর নানাভাবে মানুষের কাছে ওষুধ পৌঁছে দিতে শুরু করেন রায়গঞ্জের কৌশিক ।

koushik chakraborty
কৌশিক চক্রবর্তী
author img

By

Published : Apr 6, 2020, 1:50 PM IST

রায়গঞ্জ, 6 এপ্রিল : আগেও একবার তাঁর নাম খবরের পাতায় উঠে এসেছিল । তবে, সেবার কারণটা ছিল তাঁর আট বছরের মেয়ে । ক্যানসার রোগীদের পরচুলা তৈরির জন্য মুম্বইয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে নিজের চুল কেটে দান করেছিল তাঁর আট বছরের মেয়ে ঋষিকা । এবারও তিনি খবরের পাতায় উঠে এলেন । কিন্তু এবার কারণটা তিনি নিজেই । ক্যানসার, কিডনির সমস্যায় যারা ভুগছে লকডাউনের সময় তাদের ওষুধ পৌঁছে দিচ্ছেন তিনি ।

রায়গঞ্জের কৌশিক চক্রবর্তী । 2019-এ মেয়ের জন্য পরিচিতি হয় তাঁর । সেবার তাঁর মেয়ে ক্যানসার রোগীদের জন্য নিজের চুল কেটে দান করেছিল । মানুষের কাছে প্রশংসা কুড়িয়েছিল তাঁর পরিবার । আর এবার নিজের কাজের জন্য মানুষের প্রশংসা পাচ্ছেন তিনি ।

লকডাউনের আগে মালদায় শ্বশুরবাড়িতে গিয়েছিলেন তিনি । পরে সেখানে আটকে যান । তখনই তাঁর এক আত্মীয় ওষুধের সমস্যার কথা জানান । তাঁর ওই আত্মীয়র সম্প্রতি কিডনি প্রতিস্থাপন হয়েছে । ফলে তাঁকে নিয়মিত কিছু ওষুধ খেতে হয় । কিন্তু লকডাউনের জেরে সেই ওষুধ কিনতে তিন যেতে না পারায় কৌশিকের কাছে সাহায্য চান । এরপরেই কৌশিক বিষয়টি নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন । তাঁর এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংবাদমাধ্যমে খবর হয় । তখনই সাহায্যে এগিয়ে আসেন রায়গঞ্জের BJP সাংসদ দেবশ্রী চৌধুরি । মালদার জেলা শাসকের মাধ্যমে কৌশিককে একটি জরুরি পাসের ব্যবস্থা করে দেন ।

সাংসদের সাহায্যের পরেও সমস্যা মিটছিল না । গাড়ির অভাবে ওষুধ সংগ্রহ করে মালদা থেকে রায়গঞ্জে পৌঁছাতে পারছিলেন না । তাই সেই সমস্যার কথা জানিয়ে ফেসবুকে আর একটি পোস্ট করেন তিনি । তখনই সাহায্যে এগিয়ে আসেন অনেকে । লকডাউনে অ্যাম্বুলেন্স বা অত্যাবশ্যকীয় পণ্যের গাড়ি কীভাবে কোথায় যাচ্ছে তা জানতে পারেন । সেইমতো 28 মার্চ অ্যাম্বুলেন্সের মাধ্যমে তিনি সদ্য কিডনি প্রতিস্থাপন হওয়া যুবকের ওষুধ পাঠানোর ব্যবস্থা করেন ।

এই কাজে সাফল্য মেলায় ফেসবুকেই তিনি একটি গ্রুপ তৈরি করেন । সেখানে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় কার কী ওষুধ লাগবে তা জানতে চান । তারপর কলকাতা থেকে আনাতে হবে এরকম ওষুধের তালিকা তৈরি করা হয় । এই ওষুধগুলো কলকাতা থেকে আনানোর ব্যবস্থা করেন । তারপর কখনও কারও বাইকে চেপে বা অ্যাম্বুলেন্সে করে তা পৌঁছে দিচ্ছেন যথাযথ স্থানে ।

রায়গঞ্জ, 6 এপ্রিল : আগেও একবার তাঁর নাম খবরের পাতায় উঠে এসেছিল । তবে, সেবার কারণটা ছিল তাঁর আট বছরের মেয়ে । ক্যানসার রোগীদের পরচুলা তৈরির জন্য মুম্বইয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে নিজের চুল কেটে দান করেছিল তাঁর আট বছরের মেয়ে ঋষিকা । এবারও তিনি খবরের পাতায় উঠে এলেন । কিন্তু এবার কারণটা তিনি নিজেই । ক্যানসার, কিডনির সমস্যায় যারা ভুগছে লকডাউনের সময় তাদের ওষুধ পৌঁছে দিচ্ছেন তিনি ।

রায়গঞ্জের কৌশিক চক্রবর্তী । 2019-এ মেয়ের জন্য পরিচিতি হয় তাঁর । সেবার তাঁর মেয়ে ক্যানসার রোগীদের জন্য নিজের চুল কেটে দান করেছিল । মানুষের কাছে প্রশংসা কুড়িয়েছিল তাঁর পরিবার । আর এবার নিজের কাজের জন্য মানুষের প্রশংসা পাচ্ছেন তিনি ।

লকডাউনের আগে মালদায় শ্বশুরবাড়িতে গিয়েছিলেন তিনি । পরে সেখানে আটকে যান । তখনই তাঁর এক আত্মীয় ওষুধের সমস্যার কথা জানান । তাঁর ওই আত্মীয়র সম্প্রতি কিডনি প্রতিস্থাপন হয়েছে । ফলে তাঁকে নিয়মিত কিছু ওষুধ খেতে হয় । কিন্তু লকডাউনের জেরে সেই ওষুধ কিনতে তিন যেতে না পারায় কৌশিকের কাছে সাহায্য চান । এরপরেই কৌশিক বিষয়টি নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন । তাঁর এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংবাদমাধ্যমে খবর হয় । তখনই সাহায্যে এগিয়ে আসেন রায়গঞ্জের BJP সাংসদ দেবশ্রী চৌধুরি । মালদার জেলা শাসকের মাধ্যমে কৌশিককে একটি জরুরি পাসের ব্যবস্থা করে দেন ।

সাংসদের সাহায্যের পরেও সমস্যা মিটছিল না । গাড়ির অভাবে ওষুধ সংগ্রহ করে মালদা থেকে রায়গঞ্জে পৌঁছাতে পারছিলেন না । তাই সেই সমস্যার কথা জানিয়ে ফেসবুকে আর একটি পোস্ট করেন তিনি । তখনই সাহায্যে এগিয়ে আসেন অনেকে । লকডাউনে অ্যাম্বুলেন্স বা অত্যাবশ্যকীয় পণ্যের গাড়ি কীভাবে কোথায় যাচ্ছে তা জানতে পারেন । সেইমতো 28 মার্চ অ্যাম্বুলেন্সের মাধ্যমে তিনি সদ্য কিডনি প্রতিস্থাপন হওয়া যুবকের ওষুধ পাঠানোর ব্যবস্থা করেন ।

এই কাজে সাফল্য মেলায় ফেসবুকেই তিনি একটি গ্রুপ তৈরি করেন । সেখানে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় কার কী ওষুধ লাগবে তা জানতে চান । তারপর কলকাতা থেকে আনাতে হবে এরকম ওষুধের তালিকা তৈরি করা হয় । এই ওষুধগুলো কলকাতা থেকে আনানোর ব্যবস্থা করেন । তারপর কখনও কারও বাইকে চেপে বা অ্যাম্বুলেন্সে করে তা পৌঁছে দিচ্ছেন যথাযথ স্থানে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.