ETV Bharat / state

Abhishek Order: অভিষেকের নির্দেশে বৈঠক কানাইয়ালালের, বিদ্রোহী তকমা ঝেড়ে ফেলার শর্ত দিলেন বিধায়ক - কানাইয়ালাল আগরওয়াল

ইসলামপুর তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটি ভেঙে দিয়ে ব্লক সভাপতি জাকির হোসেনকে 6 মাসের জন্য সাসপেন্ড করার প্রস্তাব দিলেন আবদুল করিম চৌধুরী ৷ তবেই তিনি তাঁর বিদ্রোহী তকমা ঝেড়ে ফেলবেন বলে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালকে জানিয়েছেন ৷

অভিষেকের নির্দেশে বৈঠক কানাইয়ালালের
অভিষেকের নির্দেশে বৈঠক কানাইয়ালালের
author img

By

Published : May 8, 2023, 7:40 PM IST

রায়গঞ্জ, 8 মে: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইসলামপুরের বিদ্রোহী বিধায়ক আবদুল করিম চৌধুরীর সঙ্গে রবিবার দেখা করলেন উত্তর দিনাজপুরে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ৷ তাঁকে বিদ্রোহী বিধায়ক তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটি ভেঙে দিয়ে ব্লক সভাপতি জাকির হোসেনকে 6 মাসের জন্য সাসপেন্ড করার প্রস্তাব দিয়েছেন ৷ তবেই তাঁর বিদ্রোহী তকমা ঝেড়ে ফেলতে পারবেন বলে জানিয়েছেন করিম চৌধুরী । কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছেন । আলোচনার পূর্ণাঙ্গ রিপোর্ট তিনি দলকে জানাবেন ।

উল্লেখ্য, বিগত বেশ কিছুদিন ধরে ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরীর সঙ্গে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের বিবাদ চরমে উঠেছে । তৃণমূল কংগ্রেসের ইসলামপুর ব্লক সভাপতি জাকির হোসেনকে দায়িত্ব দেওয়ায় এই বিবাদ আরও বাড়ে । অভিযোগ, গত বিধানসভা নির্বাচনের আবদুল করিম চৌধুরীকে হারিয়ে দেওয়ার জন্য নানা কৌশল করেছিলেন জাকির হোসেন । সম্প্রতি এক সিভিক ভলান্টিয়ারকে গুলি করে খুনের ঘটনায় মুল অভিযুক্ত ছিলেন ব্লক সভাপতি জাকির হোসেন । তাঁর বিরুদ্ধে লিখিতভাবে থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। দলের কাছে তাঁর বিরুদ্ধে অভিযোগ করেও ফল হয়নি ।

দলের প্রতি ক্ষোভ, অভিমানে নিজেকে বিদ্রোহী বিধায়ক হিসেবে ঘোষণা করেন আবদুল করিম চৌধুরী । তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে অংশ নেননি তিনি । ইসলামপুর সভার পর দুর্গাপুরে অভিষেকের সাংগঠনিক বৈঠকেও অংশ নেননি ইসলামপুরের এই বরিষ্ঠ বিধায়ক । দুর্গাপুরের সভায় করিম চৌধুরীর অনুপস্থিতি অভিষেকের নজরে আসে । তখনই করিম চৌধুরীর সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা মেটানোর জন্য জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালকে নির্দেশ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ।

সেই নির্দেশের পর রবিবার রাতে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল করিম চৌধুরীর বাড়িতে যান । বিধায়ক তাঁকে ফুলের স্তবক দিয়ে বরণ করেন । এছাড়াও জেলা সভাপতিকে মিষ্টি মুখ করান । সমস্যা সমাধান নিয়ে আলোচনায় করিম চোধুরী জেলা সভাপতির কাছে বলেছেন, ব্লক সভাপতি জাকির হোসেন তাঁকে বিধানসভা নির্বাচনে হারানোর চেষ্টা করেছিলেন । দলের কর্মীদের তিনি হত্যা করছেন । তিনি একজন খুনি । তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে । সেই কারণে তৃণমূল কংগ্রেসের ইসলামপুর ব্লক কমিটি ভেঙে দিয়ে সভাপতি জাকির হোসেনকে 6 মাসের জন্য সাসপেন্ড করার প্রস্তাব দিয়েছেন করিম চৌধুরী ।

তাঁর প্রস্তাব মানা হলে তবেই তাঁর বিদ্রোহী তকমা মোছা যাবে বলে জানান করিম চৌধুরী ৷ তাঁর কাছ থেকে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল দুই দিন সময় চেয়েছেন । করিম চৌধুরী জানিয়েছেন, তিনি জেলা সভাপতির কাছে তাঁর মতামত জানিয়েছেন । বল জেলা সভাপতির কোর্টে দেওয়া হয়েছে । জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে । আলোচনার রিপোর্ট দলের রাজ্য কমিটির কাছে পাঠাবেন বলে জানিয়েছেন তিনি। সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে ৷

আরও পড়ুন: পঞ্চায়েতের প্রার্থী নিয়ে তৃণমূলকে হুমকি বিধায়কের

রায়গঞ্জ, 8 মে: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইসলামপুরের বিদ্রোহী বিধায়ক আবদুল করিম চৌধুরীর সঙ্গে রবিবার দেখা করলেন উত্তর দিনাজপুরে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ৷ তাঁকে বিদ্রোহী বিধায়ক তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটি ভেঙে দিয়ে ব্লক সভাপতি জাকির হোসেনকে 6 মাসের জন্য সাসপেন্ড করার প্রস্তাব দিয়েছেন ৷ তবেই তাঁর বিদ্রোহী তকমা ঝেড়ে ফেলতে পারবেন বলে জানিয়েছেন করিম চৌধুরী । কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছেন । আলোচনার পূর্ণাঙ্গ রিপোর্ট তিনি দলকে জানাবেন ।

উল্লেখ্য, বিগত বেশ কিছুদিন ধরে ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরীর সঙ্গে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের বিবাদ চরমে উঠেছে । তৃণমূল কংগ্রেসের ইসলামপুর ব্লক সভাপতি জাকির হোসেনকে দায়িত্ব দেওয়ায় এই বিবাদ আরও বাড়ে । অভিযোগ, গত বিধানসভা নির্বাচনের আবদুল করিম চৌধুরীকে হারিয়ে দেওয়ার জন্য নানা কৌশল করেছিলেন জাকির হোসেন । সম্প্রতি এক সিভিক ভলান্টিয়ারকে গুলি করে খুনের ঘটনায় মুল অভিযুক্ত ছিলেন ব্লক সভাপতি জাকির হোসেন । তাঁর বিরুদ্ধে লিখিতভাবে থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। দলের কাছে তাঁর বিরুদ্ধে অভিযোগ করেও ফল হয়নি ।

দলের প্রতি ক্ষোভ, অভিমানে নিজেকে বিদ্রোহী বিধায়ক হিসেবে ঘোষণা করেন আবদুল করিম চৌধুরী । তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে অংশ নেননি তিনি । ইসলামপুর সভার পর দুর্গাপুরে অভিষেকের সাংগঠনিক বৈঠকেও অংশ নেননি ইসলামপুরের এই বরিষ্ঠ বিধায়ক । দুর্গাপুরের সভায় করিম চৌধুরীর অনুপস্থিতি অভিষেকের নজরে আসে । তখনই করিম চৌধুরীর সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা মেটানোর জন্য জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালকে নির্দেশ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ।

সেই নির্দেশের পর রবিবার রাতে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল করিম চৌধুরীর বাড়িতে যান । বিধায়ক তাঁকে ফুলের স্তবক দিয়ে বরণ করেন । এছাড়াও জেলা সভাপতিকে মিষ্টি মুখ করান । সমস্যা সমাধান নিয়ে আলোচনায় করিম চোধুরী জেলা সভাপতির কাছে বলেছেন, ব্লক সভাপতি জাকির হোসেন তাঁকে বিধানসভা নির্বাচনে হারানোর চেষ্টা করেছিলেন । দলের কর্মীদের তিনি হত্যা করছেন । তিনি একজন খুনি । তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে । সেই কারণে তৃণমূল কংগ্রেসের ইসলামপুর ব্লক কমিটি ভেঙে দিয়ে সভাপতি জাকির হোসেনকে 6 মাসের জন্য সাসপেন্ড করার প্রস্তাব দিয়েছেন করিম চৌধুরী ।

তাঁর প্রস্তাব মানা হলে তবেই তাঁর বিদ্রোহী তকমা মোছা যাবে বলে জানান করিম চৌধুরী ৷ তাঁর কাছ থেকে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল দুই দিন সময় চেয়েছেন । করিম চৌধুরী জানিয়েছেন, তিনি জেলা সভাপতির কাছে তাঁর মতামত জানিয়েছেন । বল জেলা সভাপতির কোর্টে দেওয়া হয়েছে । জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে । আলোচনার রিপোর্ট দলের রাজ্য কমিটির কাছে পাঠাবেন বলে জানিয়েছেন তিনি। সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে ৷

আরও পড়ুন: পঞ্চায়েতের প্রার্থী নিয়ে তৃণমূলকে হুমকি বিধায়কের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.