কালিয়াগঞ্জ, 12 এপ্রিল : কোরোনা সচেতনতায় এবার হাসপাতালের ভিতরও শুরু হল প্রচার । কালিয়াগঞ্জ স্টেট জেনেরাল হাসপাতালের ভিতরে সাউন্ড সিস্টেমের মাধ্যমে প্রচার করা হচ্ছে সচেতনতামূলক বার্তা । যাতে রোগী ও রোগী পরিবারের লোকজন সচেতন হয়ে সামাজিক দূরত্ব বজায় রাখেন । হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন কালিয়াগঞ্জবাসী ।
কোরোনা সংক্রমণ প্রতিরোধে যথাসাধ্য় চেষ্টা করছে প্রশাসন । রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে । সব ধরনের নির্দেশিকা মানছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনও । রায়গঞ্জসহ উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সচেতনতামূলক বার্তা শোনানো হচ্ছে । মানুষকে সচেতন করতে বাদ যায়নি ফ্লেক্স বা ব্যানারে প্রচারও । এই পরিস্থিতিতে প্রশাসনের পাশে দাঁড়াল কালিয়াগঞ্জ স্টেট জেনেরাল হাসপাতাল । হাসপাতালের ভিতরে, প্রতিটি ওয়ার্ডে ও রোগী প্রতীক্ষালয়ে চালানো হয়েছে সচেতনতামূলক বার্তা ।
এবিষয়ে, হাসপাতাল সুপার প্রকাশ রায় জানান, গ্রামগঞ্জ থেকে রোগী ও রোগীর আত্মীয়রা আসেন হাসপাতালে । কোরোনা ভাইরাস সম্পর্কে তাঁদের অবগত করার জন্য এই পদক্ষেপ । এর পাশাপাশি হাসপাতালের সামনে পৌরসভার সহযোগিতায় একটি জলের ট্যাঙ্ক ও সাবান রাখা হয়েছে । যাতে সবাই হাসপাতালে ঢোকার আগে হাত ধুয়ে ঢোকেন । হাসপাতাল থেকে বের হওয়ার আগে হাত ধোয়ার পরামর্শ দেওয়া হয়েছে ।
হাসপাতালের উদ্যোগে খুশি রোগীর আত্মীয়রা ।