রায়গঞ্জ, 2 অক্টোবর : নাগর এবং কুলিক নদীর জল কমলেও মহানন্দা নদীর জল কমার নাম নেই । মহানন্দার জলে প্লাবিত হয়েছে ইটাহার ব্লকের একাংশ । ঘরবাড়ি ছেড়ে কেউ স্কুলে, কেউ জাতীয় সড়কে, আবার কেউ ঠাই নিয়েছে উঁচু জায়গায় ।
নাগর ও কুলিক নদীর জল মেশে মহানন্দায় । এর আগে নাগর ও কুলিক নদীর আগ্রাসন দেখেছে উত্তর দিনাজপুর জেলার বেশ কয়েকটি গ্রামের মানুষ । কিন্তু এখন এই দুটি নদীর জল কমলেও মহানন্দার তাণ্ডব অব্যাহত । ইটাহার ব্লকের সুরুন-(এক, দুই), গুলন্দর, কাপাশিয়া সহ সাত থেকে আটটি অঞ্চল প্লাবিত হয়েছে মহানন্দা নদীর জলে । বাড়িতে জল ঢুকে পড়ায় উঁচু জায়গায় তাবু গেড়েছে ওইসব অঞ্চলের মানুষ ।
কাজি আলোম নামে এক গ্রামবাসী জানান, বাড়ির ভেতরে ঢুকে গিয়েছে মহানন্দা নদীর জল । হাতে যা পেয়েছি সেইসব নিয়ে পালিয়ে এসেছি । সরকারি সাহায্য এখনও কিছু পাওয়া যায়নি । চরম সমস্যার মধ্যে আছি ।
ইটাহারের বিধায়ক অমল আচার্য জানান, ইটাহার ব্লকের একাংশ প্লাবিত হয়েছে । সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধান চাষ ।