ETV Bharat / state

করণদিঘির ব্লক সভাপতি নির্বাচনে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব - বিধায়ক ও সভাপতির মধ্যে দ্বন্দ্ব

রায়গঞ্জে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল ব্লক সভাপতি নির্বাচন নিয়ে ৷ প্রতিবাদ সভা করলেন প্রাক্তন ব্লক সভাপতি ৷

inner-clash-between-tmc-party-president-and-mla-at-raiganj
করণদিঘির ব্লক সভাপতি নির্বাচনে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
author img

By

Published : Oct 7, 2020, 8:32 PM IST

রায়গঞ্জ, 7 অক্টোবর : তৃণমূল কংগ্রেসের করণদিঘি ব্লক সভাপতি ঘোষণার পর দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল । আজ বিধায়কের বিরুদ্ধে প্রতিবাদ সভা করলেন প্রাক্তন ব্লক সভাপতি । 2021 বিধানসভা ভোটে মনোদেব সিংহকে প্রার্থী না করার জন্য রাজ্য নেতৃত্বের কাছে দাবি জানানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রাক্তন ব্লক সভাপতি । তবে এবিষয়ে কোন মতামত জানাতে রাজি হননি বিধায়ক মনোদেব সিংহ ।

মনোদেব সিংহ বলেন, "জেলা এবং রাজ্য নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে তা মেনে নেব । তবে নবনির্বাচিত ব্লক সভাপতির অভিযোগ, ব্যাক্তি স্বার্থে কেউ বা কারা এই ধরনের সভা করছে কী না সে বিষয়ে খোঁজ নিয়ে দেখব ৷ যদি খবরটি সত্যি হয় তাহলে তা সম্পূর্ণ ব্যক্তি স্বার্থে হয়েছে ৷"

3 অক্টোবর তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা কমিটির তরফ থেকে ব্লক সভাপতির নাম ঘোষণা করা হয়েছিল । করণদিঘি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পরিবর্তন করা হয় । ব্লক সভাপতি সুভাস সিংহের পরিবর্তে ওহাব আলিকে সভাপতি করা হয় ।

প্রাক্তন ব্লক সভাপতি সুভাস সিংহের অভিযোগ, তিনি ব্লক সভাপতি থাকলে মনোদেব সিংহ বিধায়ক পদ থেকে পদত্যাগ করবেন । দলের কাছে এই দাবি করায় তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয় । বিধায়কের এই ভূমিকার তীব্র সমালোচনা করে প্রতিবাদ সভার আয়োজন করলেন প্রাক্তন ব্লক সভাপতি ৷

সুভাস সিংহ বলেন, "যদি বিধানসভা নির্বাচনে মনোদেব সিংহকে দল প্রার্থী হিসেবে মনোনীত করে, তাহলে দল এই আসন হারাতে পারে ৷ তাঁকে যেনো প্রার্থী না করা হয় রাজ্য নেতৃত্বের কাছে আবেদন জানানো হবে ৷"

রায়গঞ্জ, 7 অক্টোবর : তৃণমূল কংগ্রেসের করণদিঘি ব্লক সভাপতি ঘোষণার পর দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল । আজ বিধায়কের বিরুদ্ধে প্রতিবাদ সভা করলেন প্রাক্তন ব্লক সভাপতি । 2021 বিধানসভা ভোটে মনোদেব সিংহকে প্রার্থী না করার জন্য রাজ্য নেতৃত্বের কাছে দাবি জানানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রাক্তন ব্লক সভাপতি । তবে এবিষয়ে কোন মতামত জানাতে রাজি হননি বিধায়ক মনোদেব সিংহ ।

মনোদেব সিংহ বলেন, "জেলা এবং রাজ্য নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে তা মেনে নেব । তবে নবনির্বাচিত ব্লক সভাপতির অভিযোগ, ব্যাক্তি স্বার্থে কেউ বা কারা এই ধরনের সভা করছে কী না সে বিষয়ে খোঁজ নিয়ে দেখব ৷ যদি খবরটি সত্যি হয় তাহলে তা সম্পূর্ণ ব্যক্তি স্বার্থে হয়েছে ৷"

3 অক্টোবর তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা কমিটির তরফ থেকে ব্লক সভাপতির নাম ঘোষণা করা হয়েছিল । করণদিঘি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পরিবর্তন করা হয় । ব্লক সভাপতি সুভাস সিংহের পরিবর্তে ওহাব আলিকে সভাপতি করা হয় ।

প্রাক্তন ব্লক সভাপতি সুভাস সিংহের অভিযোগ, তিনি ব্লক সভাপতি থাকলে মনোদেব সিংহ বিধায়ক পদ থেকে পদত্যাগ করবেন । দলের কাছে এই দাবি করায় তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয় । বিধায়কের এই ভূমিকার তীব্র সমালোচনা করে প্রতিবাদ সভার আয়োজন করলেন প্রাক্তন ব্লক সভাপতি ৷

সুভাস সিংহ বলেন, "যদি বিধানসভা নির্বাচনে মনোদেব সিংহকে দল প্রার্থী হিসেবে মনোনীত করে, তাহলে দল এই আসন হারাতে পারে ৷ তাঁকে যেনো প্রার্থী না করা হয় রাজ্য নেতৃত্বের কাছে আবেদন জানানো হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.