ETV Bharat / state

CAA ও NRC-র প্রতিবাদে রায়গঞ্জে কীর্তন-কালেমা পাঠ তৃণমূলের - রায়গঞ্জ

হরিনাম সংকীর্তন এবং মুসলমানদের কালেমা পাঠ করে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিল তৃণমূল কংগ্রেস । জেলা নেতৃত্বের দাবি, মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করতে চাইছে BJP ৷ তাই এই অভিনব প্রতিবাদ ।

doing kirtan to protest
হরিনাম সংকীর্তন করল তৃণমূল
author img

By

Published : Dec 23, 2019, 10:42 PM IST

রায়গঞ্জ, 23 ডিসেম্বর : CAA এবং নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের অভিনব প্রতিবাদ সভা হয় । হরিনাম সংকীর্তন এবং মুসলমানদের কালেমা পাঠ করে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিল তৃণমূল কংগ্রেস । জেলা নেতৃত্বের দাবি, মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করতে চাইছে BJP ৷ তাই এই অভিনব প্রতিবাদ । প্রতিবাদ সভায় নাগরিকত্ব সংশোধনী আইন পাশকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করে ৷ তারা জানায়, ঝাড়খণ্ডের নির্বাচনে আজকের ফলাফল BJP-র বিদায়ের ইঙ্গিত দিচ্ছে ।

সোমবার দুপুরে রায়গঞ্জের কর্ণজোড়া এলাকায় তৃণমূল কংগ্রেস আইনের বিরুদ্ধে প্রতিবাদ সভা করে । মহকুমার বিভিন্ন এলাকা থেকে দলীয় কর্মী সমর্থকেরা এই সভায় যোগ দেয় ৷ সভার শুরুতে হরিনাম সংকীর্তন এবং কালেমা পাঠ করা হয় । এ ছাড়াও আদিবাসীরা তাদের নৃত্য প্রদর্শন করে । প্রতিবাদ সভায় হাজির ছিলেন রাজ্যের শ্রমদপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রাব্বানি, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, সহ-সভাপতি অরিন্দম সরকারসহ একাধিক নেতা ।

আজ সভাশেষে কানাইয়াবাবু বলেন, "CAA এবং NRC-র জন্য মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে BJP ৷ তারই প্রতিবাদে আমরা একত্রিত হয়ে হরিনাম সংকীর্তন-কালেমা পাঠের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিচ্ছি ৷" তিনি এ প্রসঙ্গে মন্তব্য করেন, সাধারণ মানুষ BJP-কে বিশ্বাস করছে না ৷ আজ ঝাড়খণ্ডের নির্বাচনের ফলাফলেই তা প্রমাণ মিলেছে ৷ এমন কী BJP-কে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, BJP-র এমনই ঘণ্টা বেজে যাবে ৷ মানুষই বাজিয়ে দেবে ৷

রায়গঞ্জ, 23 ডিসেম্বর : CAA এবং নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের অভিনব প্রতিবাদ সভা হয় । হরিনাম সংকীর্তন এবং মুসলমানদের কালেমা পাঠ করে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিল তৃণমূল কংগ্রেস । জেলা নেতৃত্বের দাবি, মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করতে চাইছে BJP ৷ তাই এই অভিনব প্রতিবাদ । প্রতিবাদ সভায় নাগরিকত্ব সংশোধনী আইন পাশকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করে ৷ তারা জানায়, ঝাড়খণ্ডের নির্বাচনে আজকের ফলাফল BJP-র বিদায়ের ইঙ্গিত দিচ্ছে ।

সোমবার দুপুরে রায়গঞ্জের কর্ণজোড়া এলাকায় তৃণমূল কংগ্রেস আইনের বিরুদ্ধে প্রতিবাদ সভা করে । মহকুমার বিভিন্ন এলাকা থেকে দলীয় কর্মী সমর্থকেরা এই সভায় যোগ দেয় ৷ সভার শুরুতে হরিনাম সংকীর্তন এবং কালেমা পাঠ করা হয় । এ ছাড়াও আদিবাসীরা তাদের নৃত্য প্রদর্শন করে । প্রতিবাদ সভায় হাজির ছিলেন রাজ্যের শ্রমদপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রাব্বানি, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, সহ-সভাপতি অরিন্দম সরকারসহ একাধিক নেতা ।

আজ সভাশেষে কানাইয়াবাবু বলেন, "CAA এবং NRC-র জন্য মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে BJP ৷ তারই প্রতিবাদে আমরা একত্রিত হয়ে হরিনাম সংকীর্তন-কালেমা পাঠের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিচ্ছি ৷" তিনি এ প্রসঙ্গে মন্তব্য করেন, সাধারণ মানুষ BJP-কে বিশ্বাস করছে না ৷ আজ ঝাড়খণ্ডের নির্বাচনের ফলাফলেই তা প্রমাণ মিলেছে ৷ এমন কী BJP-কে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, BJP-র এমনই ঘণ্টা বেজে যাবে ৷ মানুষই বাজিয়ে দেবে ৷

Intro:রায়গঞ্জ, ২৩ ডিসেম্বরঃ- সিএএ ও এন আর সির বিরুদ্ধে রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের অভিনব প্রতিবাদ সভা। হরিনাম সংকীর্তন,মুসলমানদের কালমা পাঠ করে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিল তৃণমূল কংগ্রেস।জেলা নেতৃত্বের দাবী মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করতে চাওয়া বিজেপির বিরুদ্ধে এটি একটি অভিনব প্রতিবাদ।এদিনের সভায় পুরোপুরিভাবে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হয়ে পড়েন।তাদের দাবী,ঝাড়খণ্ডের নির্বাচনের আজকের ফলাফল বিজেপির বিদায়ের ইঙ্গিত দিচ্ছে।

সোমবার দুপুরে রায়গঞ্জের কর্ণজোড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছিল।রায়গঞ্জ মহকুমার বিভিন্ন এলাকা থেকে প্রচুর কর্মী সমর্থকেরা এই সভায় অংশগ্রহণ করেন।সভার শুরুতেই এদিন হরিনাম সংকীর্তন এবং কালমা পাঠের আয়োজন করা হয়েছিল।এছাড়াও আদিবাসীরা তাদের নৃত্য প্রদর্শন করে।এরপর জেলা নেতারা প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন।এদিনের সভায় রাজ্যের শ্রমদপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রাব্বানি,উত্তর দিবাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানহাইয়া লাল আগরওয়াল,রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস,সহ-সভাপতি অরিন্দম সরকারসহ একাধিক নেতানেতৃত্ব উপস্থিত ছিলেন।

সভা শেষে জেলা সভাপতি কানহাইয়াবাবু বলেন,সিএএ ও এন আর সি দিয়ে যেভাবে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করা হচ্ছে।তারই প্রতিবাদে আমরা আজ সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে আজ এই ব্যবস্থা করা হয়েছিল।বিজেপিকে মানুষ আর বিশ্বাস করছে না।ঝারখণ্ডের নির্বাচনের ফলাফল তারই প্রমাণ দিচ্ছে।Body:AkConclusion:Akj
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.