রায়গঞ্জ, 3 এপ্রিল : সরকারি নির্দেশ না মেনে লকডাউন চলাকালীন রাস্তায় অকারণে ঘোরাঘুরি করলে কড়া পদক্ষেপ করা হবে ৷ হুঁশিয়ারি দিলেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার । বলেন, " লকডাউন নিয়ে সাধারণ মানুষের শিথিলতা লক্ষ্য করা যাচ্ছে । অকারণে অনেকে ঘর থেকে বেরিয়ে রাস্তায় আসছেন । চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন । জেলার সর্বত্র CCTV আছে । পুলিশ প্রতিনিয়ত নজর রাখছে । "
রায়গঞ্জের পুলিশ সুপার সুমিত কুমার আজ সাধারণ মানুষের কাছে আবেদন করেন যেন তারা লকডাউনকে গুরুত্ব সহকারে মেনে চলে । জেলা পুলিশের এই আবেদন সত্ত্বেও লকডাউন অমান্য করলে পুলিশ আইনত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে । অপ্রয়োজনীয় কাজে লকডাউন ভেঙে মানুষ ঘর থেকে একাধিকবার বের হলে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হবে । জাতীয় বিপর্যয় আইনে তাঁকে গ্রেপ্তার করা হবে । এই আইনে কেউ গ্রেপ্তার হলে তাঁর 1 বছরের শাস্তির বিধান আছে বলেও জানান তিনি ।
পুলিশ সুপার সুমিত কুমার আরও বলেন, "24 জন দিল্লির নিজ়ামউদ্দিন এলাকা থেকে ফিরেছিলেন । 13 জন ডালখোলা ও 11 জন রায়গঞ্জের বাসিন্দা । পরীক্ষা করে কিছু পাওয়া যায়নি । তাঁদের শিলিগুড়ির বিধাননগরের হজ় হাউসে রাখা হয়েছে । আর কেউ আছে না কি তা দেখা হচ্ছে ৷ "