ETV Bharat / state

লকডাউন না মানলে কড়া পদক্ষেপ, হুঁশিয়ারি রায়গঞ্জ পুলিশের - if people does not obey lockdown due to combat corona, police will take action in raigunj, north dinajpur

লকডাউন না মানলেই কড়া পদক্ষেপ করা হবে বলে জানালেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার ।

if people does not obey lockdown due to combat corona, police will take action in raigunj, north dinajpur
লকডাউন না মানলে পুলিশ কড়া পদক্ষেপ নেবে, বললেন রায়গঞ্জের পুলিশ সুপার সুমিত কুমার
author img

By

Published : Apr 3, 2020, 8:16 PM IST

রায়গঞ্জ, 3 এপ্রিল : সরকারি নির্দেশ না মেনে লকডাউন চলাকালীন রাস্তায় অকারণে ঘোরাঘুরি করলে কড়া পদক্ষেপ করা হবে ৷ হুঁশিয়ারি দিলেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার । বলেন, " লকডাউন নিয়ে সাধারণ মানুষের শিথিলতা লক্ষ্য করা যাচ্ছে । অকারণে অনেকে ঘর থেকে বেরিয়ে রাস্তায় আসছেন । চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন । জেলার সর্বত্র CCTV আছে । পুলিশ প্রতিনিয়ত নজর রাখছে । "

রায়গঞ্জের পুলিশ সুপার সুমিত কুমার আজ সাধারণ মানুষের কাছে আবেদন করেন যেন তারা লকডাউনকে গুরুত্ব সহকারে মেনে চলে । জেলা পুলিশের এই আবেদন সত্ত্বেও লকডাউন অমান্য করলে পুলিশ আইনত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে । অপ্রয়োজনীয় কাজে লকডাউন ভেঙে মানুষ ঘর থেকে একাধিকবার বের হলে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হবে । জাতীয় বিপর্যয় আইনে তাঁকে গ্রেপ্তার করা হবে । এই আইনে কেউ গ্রেপ্তার হলে তাঁর 1 বছরের শাস্তির বিধান আছে বলেও জানান তিনি ।

পুলিশ সুপার সুমিত কুমার আরও বলেন, "24 জন দিল্লির নিজ়ামউদ্দিন এলাকা থেকে ফিরেছিলেন । 13 জন ডালখোলা ও 11 জন রায়গঞ্জের বাসিন্দা । পরীক্ষা করে কিছু পাওয়া যায়নি । তাঁদের শিলিগুড়ির বিধাননগরের হজ় হাউসে রাখা হয়েছে । আর কেউ আছে না কি তা দেখা হচ্ছে ৷ "

রায়গঞ্জ, 3 এপ্রিল : সরকারি নির্দেশ না মেনে লকডাউন চলাকালীন রাস্তায় অকারণে ঘোরাঘুরি করলে কড়া পদক্ষেপ করা হবে ৷ হুঁশিয়ারি দিলেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার । বলেন, " লকডাউন নিয়ে সাধারণ মানুষের শিথিলতা লক্ষ্য করা যাচ্ছে । অকারণে অনেকে ঘর থেকে বেরিয়ে রাস্তায় আসছেন । চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন । জেলার সর্বত্র CCTV আছে । পুলিশ প্রতিনিয়ত নজর রাখছে । "

রায়গঞ্জের পুলিশ সুপার সুমিত কুমার আজ সাধারণ মানুষের কাছে আবেদন করেন যেন তারা লকডাউনকে গুরুত্ব সহকারে মেনে চলে । জেলা পুলিশের এই আবেদন সত্ত্বেও লকডাউন অমান্য করলে পুলিশ আইনত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে । অপ্রয়োজনীয় কাজে লকডাউন ভেঙে মানুষ ঘর থেকে একাধিকবার বের হলে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হবে । জাতীয় বিপর্যয় আইনে তাঁকে গ্রেপ্তার করা হবে । এই আইনে কেউ গ্রেপ্তার হলে তাঁর 1 বছরের শাস্তির বিধান আছে বলেও জানান তিনি ।

পুলিশ সুপার সুমিত কুমার আরও বলেন, "24 জন দিল্লির নিজ়ামউদ্দিন এলাকা থেকে ফিরেছিলেন । 13 জন ডালখোলা ও 11 জন রায়গঞ্জের বাসিন্দা । পরীক্ষা করে কিছু পাওয়া যায়নি । তাঁদের শিলিগুড়ির বিধাননগরের হজ় হাউসে রাখা হয়েছে । আর কেউ আছে না কি তা দেখা হচ্ছে ৷ "

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.