রায়গঞ্জ, 7 ডিসেম্বর : স্কুলে টেস্ট পরীক্ষায় অকৃতকার্য । তা সত্ত্বেও পাশ করানোর দাবিতে ধারাবাহিক অবস্থান-বিক্ষোভের পাশাপাশি আমরণ অনশনে বসল ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের পড়ুয়ারা ।শুক্রবার থেকে বিদ্যালয়ের সামনে পোস্টার হাতে নিয়ে অনশনে বসেছে তারা । হুঁশিয়ারি, পরীক্ষায় পাশ না করানো পর্যন্ত এই অনশন চলবে । তাদের অভিযোগ, ইচ্ছে করে স্কুল কর্তৃপক্ষ তাদের মধ্যে বেশিরভাগ জনকেই পাশ করায়নি ।
ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা ছিল নভেম্বর মাসে । পরীক্ষা শেষে ফল প্রকাশ হলে দেখা যায় 246 জন পরীক্ষার্থীর মধ্যে 36 জন অকৃতকার্য । তাদের পাশ করানোর অনুরোধে অভিভাবকরা প্রধান শিক্ষিকার কাছে গেলেও লাভ হয়নি । যার ফলে পড়ুয়ারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় । এবং শুক্রবার থেকে আমরণ অনশনে বসে । বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জগদ্ধাত্রী সরকার বলেন, "মোট 5 টি বিষয়ের মধ্যে যারা 5 টি কিংবা 4 টি বিষয়ে অকৃতকার্য হয়েছে তাদেরকে কোনওভাবেই পাশ করানো সম্ভব হয়নি । বিগত বছরগুলোর মতো এবছরও আমরা সিদ্ধান্তে অনড় রয়েছি । ন্যূনতম তিনটি বিষয়ে যারা পাশ করতে পারেনি তাদেরকে তুলে দেওয়া হয়েছে । তাই পঠন-পাঠনের মানের সঙ্গে আপস করতে তিনি রাজি নই । বিষয়টি ইসলামপুরের মহকুমা শাসককে জানানো হয়েছে ।"
অন্যদিকে, অনশনরত আফরিন ইয়াসমিন (টেস্ট পরীক্ষায় অকৃতকার্য পড়ুয়া)-র দাবি, কোনও বিদ্যালয়েই না কি এরকম করা হয় না । সকলকেই পাশ করিয়ে দেওয়া হয় । এক্ষেত্রে এই বিদ্যালয়ের জন্য অন্য রকম নিয়ম কেন করা হল ? অবিলম্বে তাদেরকে টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ না করা হলে আমরণ অনশনে চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে পড়ুয়াদের একাংশ ।
এবিষয়ে বিদ্যালয় কতৃপক্ষের দাবি, বিষয়টি অত্যন্ত লজ্জাজনক । এবার শিক্ষা দপ্তরের এডুকেশন অফিসার জানিয়েছিলেন, উত্তর দিনাজপুর জেলায় পাশের হার অত্য়ন্ত কম । ঢালাওভাবে তাই টেস্ট পরীক্ষায় অ্যালাউড করবেন না । সেই অনুরোধ রাখতে গিয়েই যাদের নম্বর সবচেয়ে কম এমন 36 জনকে আর শেষ পর্যন্ত পাশ করানো যায়নি । পঠন- পাঠনের মান বজায় রাখতে গিয়ে এ বিষয়টি কোনোভাবেই আপস করা যাবে না ।